আর্ট :- ডিমের খোসার ম্যান্ডেলা আর্ট।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করব। সবসময় একই ধরনের আর্ট আমার নিজের কাছেও আঁকতে তেমন ভালো লাগেনা। তাই আজকে অন্যরকম ভাবে একটি সুন্দর ডিমের খোসার ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম। এই ডিমের খোসার আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগলো। কারণ মাঝেমধ্যে এ ধরনের ম্যান্ডেলাগুলো খুব সুন্দর দেখায়। বিশেষ করে ম্যান্ডেলা ফুলে ডিজাইনগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। এই ডিমের খোসার সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক সময় লেগেছিল। ছোট ছোট ফুলের নকশা গুলো ধৈর্য ধরে করলে একটু বেশি সুন্দর হয়। তাই আমি সব সময় সুন্দর আর্ট করার চেষ্টা করি। তাই আজকে আবারো সুন্দর ডিমের খোসার ম্যান্ডেলা আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই ম্যান্ডেলা আর্ট দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। পাপো মোটামোখা কম দিয়ে ভাঙা ডিমের খোসার মত করে চারপাশে গোল করে এঁকে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
উপরের অংশে চিকন মাখার দিয়ে ছোট ছোট কিছু দাগ দিয়ে ফুলের কিছু সুন্দর ডিজাইন করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর মাঝখানের আরো কিছু অংশের ফুলের কিছু ছোট বড় ডিজাইন করে গোল গোল কিছু সুন্দর নকশা করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর উপরের অংশের এবং নিচের অংশের কিছু কিছু অংশ কালু মার্কার দিয়ে কালো করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর নিচের অংশে আরো কিছু ছোট বড় দাগ দিয়ে ফুলের সুন্দর করে কিছু ডিজাইন করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর শেষের অংশে গোল বৃত্তের চারপাশের আরো কিছু অংশের সুন্দর করে ফুলের ডিজাইন করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে ডিমের খোসা খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে নিয়ে নিলাম। আশা করি আমার এই ম্যান্ডেলা আর্ট আপনাদের অনেক ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1909951357957587230?t=SwZT4ohLZ7C4ULpeJ2YhRw&s=19
খুব সুন্দর ডিমের খোসার ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আমার ম্যান্ডেলা আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/bdwomen2/status/1909948869342876151?t=TFSKMxHO62KUiEZPWQa56A&s=19
https://x.com/bdwomen2/status/1909950170894107072?t=KotrckHlBD7tH-KboHrKug&s=19
https://x.com/bdwomen2/status/1909947353223536982?t=x2P4uc-6vlIgWhk8vtND7A&s=19
আজকে আপনি খুব সুন্দর করে ডিমের খোসার চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজেও সময় পেলে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। তবে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ডিমের খোসার ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করছেন।
আমি চেষ্টা করেছি ছোট ছোট ডিজাইন দিয়ে ম্যান্ডেলা আর্ট করার জন্য। আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
কি দারুণ আইডিয়া আপনার কি অপূর্ব ম্যান্ডেলা আর্ট করেছেন আপু তাও আবার ডিমের খোসায়।অসাধারণ সুন্দর হয়েছে। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ডিমের খোসায় ম্যান্ডেলা আর্ট করার জন্য।
আমি শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট ধাপে ধাপে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।