
"ছবিটি Canva দিয়ে তৈরি"
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সব সময়ই চেষ্টা করি নতুন কিছু উপহার দেওয়ার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর্ট পোস্ট:)- একুরিয়ামের আর্ট। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন কিভাবে আর্ট করলাম দেখে নেওয়া যাক!
✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️ |
- সাদা কাগজ।
- পেন্সিল।
- রং পেন্সিল।
- রাবার।
- কলম।
- স্কেল।
- আর্ট করার জন্য প্রথমেই আমি সমস্ত উপকরণ গুলোর হাতের কাছে নিয়ে নিলাম। এর পরে স্কেল এর সাহায্যে ৩ সে,মি মাপ দিয়ে নিলাম। এর পরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। তার পরে উপরের দিকে ৪ সে,মি দাগ দিয়ে দিলাম। তার পরে ঘরের মতো করে আর্ট করে নিলাম।
- এর পরে আমি নিচের দিকে পেন্সিল দিয়ে আঁকাবাঁকা দাগ দিয়ে দিলাম। তার পরে পাথরের মতো দাগ দিয়ে দিলাম। এর পরে এবার আমি উপরের দিকে মাছ আর্ট করে নিলাম। আর্ট এর কাজ শেষ।
- এবার আমি রং করবো। প্রথমেই আমি নিচের দিকে রং করে নিলাম। তার পরে পাথর এবং সবুজ ঘাসের মতো করে রং করে নিলাম। এবার আমি মাছের গায়ে হলুদ এবং কমলা রঙের রং পেন্সিল দিয়ে রং করে নিলাম।
- এবার আমি নীল রঙের রং পেন্সিল দিয়ে মাঝখানে হালকা করে রং করে নিলাম। এর পরে আমি উপরের দিকে বিভিন্ন ধরণের রং পেন্সিল দিয়ে রং করে নিলাম। এবারে আমি কালো কলম দিয়ে বডারে দাগ দিয়ে দিলাম। আমার রং এর কাজ শেষ হলো।
- একুয়ামের আর্ট তৈরি করা হয়েছে। এবার আমি আমার নামের স্বাক্ষর দিয়ে দিলাম। রঙিন একুরিয়াম দেখতে ভীষণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে। ভিতরে থাকা মাছ গুলোকে। আমি আমার মতো আর্ট করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | আর্ট পোস্ট। |
ডিভাইজ | realme 9 |
বিষয় | একুরিয়ামের আর্ট। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @limon88 |
.gif)

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞



@limon88 ভাই এখানে একুরিয়াম হবে। আপনার টাইটেলে ভুল রয়েছে। শুধু টাইটেল না ভিতরে লেখাগুলোর মধ্যেও এই বানানটা ভুল। আশা করছি আরো একবার দেখে ঠিক করে নিবেন। যাইহোক, অনেক সুন্দর একটা একুরিয়ামে আর্ট করেছেন তো আপনি। একুরিয়াম গুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। যখন মাছগুলো ভেসে বেড়ায়, তখন সেই দৃশ্যটা একেবারে মুগ্ধ করে। আপনি অনেক সুন্দর করে একুরিয়াম এঁকেছেন। আবার ভেতরে মাছও এঁকেছেন, দৃশ্যটা অনেক সুন্দর ছিল।
ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
https://twitter.com/HouqeLimon/status/1782576217268593038?t=ziW3OgQb51ez-k5IENAo7g&s=19
আপনার একুয়ামের আর্ট চমৎকার হয়েছে। আসলে ভাইয়া কালারটা দারুণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে আপু। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
খুব সুন্দর ভাবে আপনি একুরিয়ামের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। একুরিয়ামের মধ্যে কয়েকটি মাছের ঘুরে বেড়ানোর দৃশ্য আঁকিয়েছেন জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। আমাদের মাঝে এতো সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার আর্ট পোস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
একুয়ামের আর্ট টি দেখে বেশ ভালো লাগছে। বিশেষ করে আপনি এটিতে রঙ্গিন কাগজ ব্যবহার করেছেন বলে দেখতে আরো বেশি চমৎকার এবং আকর্ষণীয় হয়েছে। এ ধরনের পোস্টগুলো আমি অনেক ভালবাসি । আমি ব্যক্তিগতভাবে আপনাকে শুভকামনা এবং ভালোবাসা জানাই ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই। আমি রঙিন কাগজ ব্যবহার করিনি ঠিক করে নিয়েন।
খুবই চমৎকার একটি একুয়ামের আর্ট করেছেন ভাইয়া। খুবই খুবই দুর্দান্ত একটি আর্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার করা একুয়ামের আর্টটি ভীষণ সুন্দর হয়েছে। দারুন ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
খুব সুন্দর ভাবে আপনি একুরিয়াম আর্ট করেছেন দেখে চোখ জুড়িয়ে গেল।একুরিয়ামএর কালার কম্বিনেশন টাও বেশ দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।
একুয়ামের আর্টটি দেখতে বেশ চমৎকার লাগতেছে। ভিতরে মাছের চিত্র কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ লাগছে। কালার কম্বিনেশন টি অনেক সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আসলে এ ধরনের কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া কখনো সম্পন্ন হয় না। শুভেচ্ছা রইল আপনার জন্য।
রং পেন্সিল দিয়ে খুবই সুন্দর কালারফুল একটি একুরিয়ামের আর্ট করেছিল আপনি। আর্ট টি দেখতে ভীষণ সুন্দর লাগছে। কালার কম্বিনেশনও বেশ ভালো ছিল। আর্ট করার পদ্ধতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।