জীবনের ৩ জন গুরুত্বপূর্ণ বন্ধু যাদের সবসময় পাশে পেয়েছি আশা করি ভবিষ্যতেও পাবো।তারা ...

in APPICS5 years ago

... আমার বিপদে আপদে সবসময় পাশে ছিল।একদিন রাতের কথা, আমার প্রচুর জ্বর হয়েছিল, তারা একজন ও ঘুমাই নি, সারারাত আমার পাশে ছিল, যত্ন করছে, আরো কত কি। বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল সেই কথা কিন্তু সত্য, যার লাইফে বন্ধু নেই তার লাইফ এ মজা নেই।কলেজ ক্যাম্পাসের সামনে এ ছবি তোলা, লাইফের ৯ বছর ছাত্রাবাসে কাটিয়েছি তার মধ্যে এইখানে ৪ বছর, সেরা পারসন অনেকেই থাকে, আমার সব আছে কিন্তু কোন লাইফ পাটনার নেই, লাইফ পাটনারের পরিবর্তে বন্ধু থাকায় ভাল।
বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক । আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব । সমাজবিদ্যা, সামাজিক মনোবিজ্ঞান, নৃতত্ত্ব, এবং দর্শনে বন্ধুত্বের শিক্ষা দেয়া হয় । সামাজিক বিনিময় তত্ত্ব, ইকুইটি তত্ত্ব, রিলেশনাল দ্বন্দ্ববাদ, এবং সংযুক্তি শৈলী সহ ইত্যাদিতে বন্ধুত্বের বিভিন্ন একাডেমিক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে । ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী হয় ।
বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো। বাণীতে - নিটসে্

33b5190a84bff8c2360ce2554b505282

Powered by APPICS - visit us at appics.com

Sort:  

পচানোর সময় যেমন বন্ধুদের তুলনা হয় না, তেমন সাহায্যের সময়ও তাদের তুলনা হয় না। সকাল, দুপুর, রাত।।।। best of luck vai 👬👬

পচানোর কথা বাদ দিলাম ভাই, মা বাবার সামনেও প্রচুর পচানি খাইছি, যেখানে সেখানে পচানি খাইছি

বন্ধু আমি বাদ গেলাম, সমস্যা নেই, তাও তুই আমার ফেবারিট ই থাকবি।
কৃষিবিদ বন্ধু♥♥

পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক
সবাই বলে করছ ভুল আর তোরা বলিস ঠিক
তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি
বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে?

বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল