এ সপ্তাহে “আমার বাংলা ব্লগ” এ নির্বাচিত সেরা ব্লগার (Best blogger of the week)।।১২ নভেম্বর ২০২২
নমষ্কার বন্ধুরা,
আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় সবাই ভালো আছেন।"আমার বাংলা ব্লগ" কমিউনিটি এই মুহূর্তে steemit প্ল্যাটফর্ম এ সবথেকে সক্রিয় কমিউনিটি।যখন এই পোস্টটি লিখছি তখন আমাদের প্রিয় কমিউনিটি ranking এ দুই নম্বরে অবস্থান করছে।ইউজার অ্যাকটিভিটি,নতুন নতুন আইডিয়া ,নতুন ব্লগারদের ধারাবাহিক ভাবে গ্রুমিং করা আমাদের কমিউনিটির বিশেষ বৈশিষ্ট্য, যা steemit এ এই মুহূর্তে অন্য কোনো কমিউনিটির নেই।"আমার বাংলা ব্লগ" কমিউনিটির একটি দক্ষ পরিশ্রমী ও উদ্যোগী এডমিন ও মডারেটর টিম রয়েছে যারা কমিউনিটি তথা পুরো steemit এর বিকাশ,জনপ্রিয়তা ও উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

abb-school আমাদের কমিউনিটির সবচেয়ে গুরত্বপূর্ণ একটি project, যার মাধ্যমে নতুন ইউজাররা প্রকৃত জ্ঞান লাভ করে সঠিক ভাবে steemit এ কাজ করতে পারছে।তেমনি ইউজারদের আনন্দ দানের মাধ্যমে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ করে দিয়েছে abb-fun প্রজেক্টটি।আমাদের কমিউনিটি ইউজার সর্বস্ব কমিউনিটি তাই ইউজারদের কথা আমাদের টিম প্রতিনিয়ত ভেবে চলেছে।প্রত্যেক সদস্য যাতে নিজের সেরাটা দিতে পারে তাই জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুন উদ্যোগ,Best blogger of the week।
আমাদের কমিউনিটিতে অধিকাংশ ইউজার খুব ভালো মানের পোস্ট লিখে চলেছেন।আর বাকিরা ও দিন দিন নিজেদেরকে দক্ষ করে ভালো ভালো পোস্ট লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এটা প্রমাণ করে যে ইউজারদের মধ্যে নিজের সেরাটা দেওয়ার একটা খুব ভালো মনোভাব আছে।আর তখনই আমাদের ও একটা দায়িত্ব এসে যায় সেই সব ইউজারদেরকে আরো অনুপ্রাণিত,উদ্দীপিত ও পুরষ্কৃত করার।আর সেই ভাবনা থেকে আমদের অভিজ্ঞ টিম প্রতি সপ্তাহে সেরা দশ জন ব্লগার নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন।আর তাঁর থেকে সেরার সেরা তিনজনকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বেছে নেয় আমাদের প্রিয় community founder @rme দাদা।
আমি এই সপ্তাহে Best blooger of the week এর চতুর্থ রিপোর্টটি প্রকাশ করতে চলেছি।
আমি স্বাগতা সাহা, আমার বাংলা ব্লগের মডারেটর, আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme র কাছ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে নিম্নলিখিত এই রিপোর্টটি উপস্থাপন করছি :
"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ সেরা দশ ব্লগারের নোমিনেশন (সম্মানিত অ্যাডমিন প্যানেল থেকে) :
আমাদের কমিউনিটির অ্যাডমিন প্যানেলের সম্মানিত অ্যাডমিন @blacks, @winkles, @hafizullah, @moh.arif, @rex-sumon,@swagata21, @shuvo35 এবং @nusuranur -র পক্ষ থেকে প্রত্যেকটা এক্টিভ ইউজারদেরকে সূক্ষ্ণভাবে যাচাই বাছাই করে নিম্নলিখিত নমিনেশন সাবমিট করা হয়েছে কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme -র কাছে চূড়ান্ত নির্বাচনের জন্য । এই কাজে আমি স্বাগতা ফাউন্ডার @rme -কে সাহায্য করেছি ।
"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ নোমিনেশন লিস্ট :
https://steemit.com/@roy.sajib/posts
https://steemit.com/@payelb/posts
https://steemit.com/@tania69/posts
https://steemit.com/@shyamshundor/posts
https://steemit.com/@wahidasuma/posts
https://steemit.com/@maksudakawsar/posts
https://steemit.com/@tauhida/posts
https://steemit.com/@rahimakhatun/posts
https://steemit.com/@miratek/posts
https://steemit.com/@tasonya/posts
https://steemit.com/@monira999/posts
https://steemit.com/@bdwomen/posts
সাপ্তাহিক সেরা ব্লগার" -এর চূড়ান্ত নির্বাচন
নিম্নলিখিত সমস্ত উপাত্ত আমি @rme র কাছ থেকে পেয়েছি এবং সেরা ব্লগার নির্বাচনে তাঁকে হেল্প করেছি ।
প্রথম ধাপ :
User ID | পোস্ট ও কমেন্ট সংখ্যা | পোস্ট ভ্যারিয়েশন ও কোয়ালিটি | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|---|
@roy.sajib | ৭ টি পোস্ট, ১৪১ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন অনেক, কোয়ালিট হাই । আর্ট, ক্রিয়েটিভ রাইটিং, জেনারেল রাইটিং, ট্রাভেল | নেই | ✔granted |
@payelb | ৭ টি পোস্ট, ২১২ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । DIY, মুভি রিভিউ, রেসিপি, আর্ট, ট্রাভেল, ফোটোগ্রাফি, সংগীত | আছে, ৭ টি পোস্টের মধ্যে একটি ছিল পাওয়ার আপ পোস্ট, ফলে মোট ইফেক্টিভ পোস্ট সংখ্যা ৬ । কিন্তু,পোস্ট ভ্যারিয়েশন এবং কোয়ালিটি অত্যন্ত হাই থাকার কারণে গ্রান্ট করা হলো । | ✔granted |
@tania69 | ৭ টি পোস্ট, ১৭০ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । DIY ,জেনারেল রাইটিং, ফোটোগ্রাফি, রেসিপি, কনটেস্ট পার্টিসিপেন্ট, আর্ট | নেই | ✔granted |
@shyamshundor | ৭ টি পোস্ট, ১৭৫ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । স্পোর্টস, ক্রিয়েটিভ রাইটিং, মুভি রিভিউ, ফোটোগ্রাফি, কনটেস্ট পার্টিসিপেন্ট, শপিং, জেনারেল রাইটিং | নেই | ✔granted |
@wahidasuma | ৭ টি পোস্ট, ১১৮ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । রেসিপি, আর্ট, ফোটোগ্রাফি, DIY, ক্রিয়েটিভ রাইটিং, ফুড ব্লগ | আছে, মোট কমেন্টের সংখ্যা অন্যান্যদের তুলনায় খুবই কম | ❌eliminated |
@maksudakawsar | ৭ টি পোস্ট, ১৪৫ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । ফোটোগ্রাফি, রেসিপি, ক্রিয়েটিভ রাইটিং, ড্রামা রিভিউ, ট্রাভেল, জেনারেল রাইটিং | নেই | ✔granted |
@tauhida | ৭ টি পোস্ট, ৯৫ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন অনেক, কোয়ালিট হাই । জেনারেল রাইটিং, রেসিপি, অরিগ্যামি আর্ট, ফোটোগ্রাফি, আর্ট | আছে, কমেন্ট ১০০ এর নিচে | ❌eliminated |
@rahimakhatun | ৭ টি পোস্ট, ১৮২ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । রেসিপি, জেনারেল রাইটিং, আর্ট, ফোটোগ্রাফি, কনটেস্ট পার্টিসিপেন্ট, DIY | নেই | ✔granted |
@miratek | ৭ টি পোস্ট, ১৩৫ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । ক্রিয়েটিভ রাইটিং, ট্রাভেল, ফোটোগ্রাফি, আর্ট, ড্রামা রিভিউ, রেসিপি | আছে, মোট কমেন্টের সংখ্যা অন্যান্যদের তুলনায় কিছুটা কম | ❌eliminated |
@tasonya | ৭ টি পোস্ট, ১৯২ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । রেসিপি, DIY, জেনারেল রাইটিং, আর্ট, ক্রিয়েটিভ রাইটিং, ফোটোগ্রাফি, ট্রাভেল | নেই | ✔granted |
@monira999 | ৭ টি পোস্ট, ২২৫ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । জেনারেল রাইটিং, রেসিপি, ট্রাভেল, অরিগ্যামি আর্ট, আর্ট, কনটেস্ট পার্টিসিপেন্ট, ক্রিয়েটিভ রাইটিং | নেই | ✔granted |
@bdwomen | ৮ টি পোস্ট, ১৩৮ টি কমেন্ট | পোস্ট ভ্যারিয়েশন অনেক, কোয়ালিট হাই । আর্ট, রেসিপি, অরিগ্যামি আর্ট, ক্রিয়েটিভ রাইটিং, ফোটোগ্রাফি | আছে, মোট কমেন্টের সংখ্যা অন্যান্যদের তুলনায় কিছুটা কম | ❌eliminated |
দ্বিতীয় ধাপ :
User ID | কমেন্ট স্কোর | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@roy.sajib | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.২ | নেই, সন্তোষজনক । | ✔granted |
@payelb | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯ | নেই, সন্তোষজনক । | ✔granted |
@tania69 | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮ | আছে, সন্তোষজনক নয় । | ❌eliminated |
@shyamshundor | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.১ | নেই, সন্তোষজনক । | ✔granted |
@maksudakawsar | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৬ | আছে, সন্তোষজনক নয় । | ❌eliminated |
@rahimakhatun | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.১ | আছে, সন্তোষজনক নয় । | ❌eliminated |
@tasonya | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.৫ | নেই, সন্তোষজনক । | ✔granted |
@monira999 | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯ | নেই, সন্তোষজনক । | ✔granted |
তৃতীয় ধাপ :
User ID | সামগ্রিক বিশ্লেষণ | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@roy.sajib | পোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন অনেক,বানান ভুল নেই, মার্কডাউন নিম্নমানের | আছে, মার্কডাউন খুবই নিম্ন মানের, উন্নতি আবশ্যক । | ✔granted |
@payelb | পোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট,বানান ভুল নেই, মার্কডাউন গুড | নেই | ✔granted |
@shyamshundor | পোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন অনেক,বানান ভুল আছে, মার্কডাউন মোটামুটি | আছে, বানান ভুল থেকেই যাচ্ছে প্রায় প্রত্যেকটা পোস্টে কিছু না কিছু । | ❌eliminated |
@tasonya | পোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, বানান ভুল নেই, মার্কডাউন মোটামুটি | নেই | ✔granted |
@monira999 | পোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, বানান ভুল নেই, মার্কডাউন নেই | আছে, মার্কডাউন কোনো কোড পরিলক্ষিত হয়নি | ❌eliminated |
সাপ্তাহিক সেরা ব্লগার :
০১. @roy.sajib
০২. @payelb
০৩. @tasonya
প্রাইজ :
নেক্সট সানডে প্রত্যেক সেরা ব্লগারকে তাঁদের পোস্টে upto $50 এর একটি করে আপভোট প্রদান করা হবে ।
*****ধন্যবাদ@swagata21*****
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সকল অ্যাডমিন, মডারেটর প্যানেল এবং সকল মেম্বারদের অসংখ্য ধন্যবাদ এই ভাব পাশে থাকার জন্য। আমি আমার মতকরে চেষ্টা করে গেছি। কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হত না। যখন আমি লেভেলে ছিলাম, তখনই এই বেস্ট ব্লগার অফ দ্যা উইক বিষয়টা চালু হয়। মনে মনে ভেবেছিলাম যে চেষ্টা করব ওই তাজ টা নেওয়ার। তবে ভাবিনি এত তাড়াতাড়ি পারব।অসংখ্য ধন্যবাদ বললেও হয় তো কম বলা হবে। আপনাদের স্নেহময় হাত এ ভাবেই আমাদের উপর রাখবেন। ☺
এ সপ্তাহের নির্বাচিত সেরা ব্লগারদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।।
অবশ্যই আপনাদের কাজের সঠিক প্রতিদান হিসেবে আপনাদেরকে এ সপ্তাহের জন্য সেরা ব্লগার হিসেবে নির্বাচিত করা হয়েছে।। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সেরা ব্লগারের তালিকায় আসার জন্য।।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি তালিকা প্রকাশ করার জন্য।।
এ সপ্তাহের সেরা ব্লগার হিসেবে নির্বাচিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সব সময় চেষ্টা করি সুন্দর এবং কোয়ালিটি পূর্ণ কাজ করার। পরিশ্রমের ফল পাওয়া যায় সত্যিই আমি এটা বিশ্বাস করি। সেটা আমি প্রায় অনেক ক্ষেত্রেই প্রমাণ পেয়েছি। যারা বেস্ট ব্লগার হয়েছে তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। প্রতি সপ্তাহে এরকম ভাবে কাজ করার চেষ্টা করব।
অভিনন্দন সকল বেস্ট ব্লগারদের, আশাকরি তারা তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখবে এবং তাদের কার্যকলাপ দেখে বাকিরা শিখবে।
ধন্যবাদ এই রিপোর্টের জন্য।
এ সপ্তাহের সেরা ব্লগারদের অভিনন্দন। নির্বাচনের পদ্ধতিটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
এ সপ্তাহে নির্বাচিত সেরা ব্লগারদের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
নির্বাচিত লিস্ট দেখে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।
যারা এ সাপ্তাহে সেরা ব্লগার নির্বাচত হয়েছে তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কাছে সব থেকে বেশি ভাল লাগে সেরা ব্লগার নির্বাচনের প্রক্রিয়াটা। সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখা হয়। যার জন্য সব দিক দিয়ে নজর রেখে কাজ করে যেতে হবে। ধন্যবাদ আপু।
অনেক অনেক শুভেচ্ছা যারা এ সপ্তাহের সেরা ব্লগার হয়েছেন। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি,,। আগামীতে এই ধারা অব্যাহত রাখবেন প্রত্যাশা রাখছি।
অভিনন্দন সবাইকে যারা নিজেদের সেরা দক্ষতা প্রদর্শনের মাধ্যমে সেরা কিছু অর্জন করার সক্ষমতা দেখিয়েছেন। আমার বাংলা ব্লগ দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহ দিতে ভালোবাসে।
সেরা ব্লগার বাছাইকরনের পদ্ধতি দেখে বেশ ভালো লাগলো। শেষ পর্যায়ে এসে আর নির্বাচিত হলাম না। যাইহোক হয়তো বাকিরা সবাই আরো বেশি ভালো করেছে। তাই তারা নিজেদের যোগ্য সম্মান পেয়েছে। আশা করছি এরপর থেকে আরও ভালো ভাবে কাজ করার চেষ্টা করব।