শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০১
দেখতে দেখতে আবার বছর ঘুরে পুজো এসে গেলো । বাঙালির প্রাণের পুজো । শারদীয়া দুর্গোৎসব । এটা এমনই একটি একমাত্র হিন্দুদের ধর্মীয় উৎসব যেখানে যে কোনো জাতি, ধর্ম বা বর্ণের লোক শামিল হতে পারে । এ জন্যই বলা হয়ে থাকে "জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শুভ শারদীয় দুর্গোৎসবে আমন্ত্রণ" ।
ধর্মের ব্যাপারটা আসে পুজোতে জাস্ট । আপনি পুজোয় অংশ নিলে আপনার নিজ নিজ ধর্ম বা লোকাচারে হয়তো কোনো বাধার সৃষ্টি হতে পারে, এবং হওয়াটাই স্বাভাবিক যদি আপনি ভিন্ন জাতি বা ধর্মের মানুষ হয়ে থাকেন । কিন্তু, আপনি উৎসবে শামিল হলে ধর্মীয় ক্ষেত্রে কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না ।
বাঙালিদের জীবনে শারদীয়া দুর্গোৎসব আর রমজানের ঈদ - এ দু'টো হলো সব চাইতে দুটি বড় উৎসব । আর এ দুটিতে ধর্মের অংশটুকু বাদ দিয়ে পারস্পরিক সৌহার্দ্র আর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া যায় জাস্ট উৎসবে শামিল হয়ে । যে কোনো ধর
ণের ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে আমি ।
আমি উদার মানসিকতা এবং মনুষ্যত্ব কে খুব বড় করে দেখি । এবারের শারদীয়া দুর্গোৎসবে হিন্দুদের পাশাপাশি প্রচুর মুসলিম, শিখ, জৈন, খ্রিষ্টান এবং বৌদ্ধদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো । দু'একটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটেনি তেমন নয় । কিন্তু, সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধনের নজিরটাই ছিলো সর্বাধিক ।
স্টিমিট এর মতো এমন একটি ওপেন প্ল্যাটফর্মে ধারাবাহিক ভাবে আমার "পূজা পরিক্রমা" শেয়ার করতে চলেছি । আজকে প্রথম পর্ব প্রকাশ করলাম । আশা করছি আপনাদের ভালোই লাগবে ।
আমি কখনোই ভি আই পি পাস্ নিয়ে পুজো প্যান্ডেল পরিক্রমায় যাই না । সাধারণ জনগণের সাথে মিশে আনন্দ করে ভীড়ে ঠেলাঠেলি করে পুজো দেখতে সেই রকমের মজা উপভোগ করে থাকি । এ বছরেও তাই । তো চলুন দেখে নেওয়া যাক আজকের ফোটোগ্রাফি পোস্ট : শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০১ ।