আমড়া গাছের জীবনচক্রের ফটোগ্রাফি ❤️
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো একটি আমরা গাছের জীবনচক্র । আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমরা আমার মেয়েদের অনেক পছন্দের ফল।আমি ও ফুল ফলের গাছ বাড়িতে লাগাতে ভালোবাসি। আমি এতটি কলমের আমরা গাছ কিনে বাড়িতে লাগিয়েছি। আমরা গাছটি অনেক ছোট কিন্তু আমরা সহ এনেছিলো।চমৎকার সুন্দর আমরা গুলো।আমরা শেষ হওয়ার পর আবারও আমরা ফুল আসে এক কথায় আমরা গাছ ছাড়া হয় না।আমরা গুলো বারোমাসি তাই সব সময় আমরা ধরে থাকে গাছে।
আমরা গাছে যখন কোন পাতা থাকে না তখনো ছোট বড়ো অসংখ্য আমরা ধরে থাকে।এই আমরা বারোমাসে ধরার কারণে বারোমাসে আমড়া খাওয়া যায়।
আমরা গাছটি অনেক ছোট এবং ডালপালা বেশি নেই বল্লেই চলে।আমরা গাছে ছোট ছোট গুটি গুটি কলি আসে তাপপর সেগুলো থেকে সাদা কালারের ছোট ছোট ফুল ফোটে এবং ফুল থেকে প্রথম ছোট গুটি গুটি আমরা হয় এবং তারপর বড়ো আমরা হয়ে থাকে।
আমড়ায় অনেক পুষ্টিগুল রয়েছে। আমড়া ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল।এই ফলটি সাধারণত কাঁচায় খাওয়া যায়। এছাড়াও চাটনি আচার বানিয়ে খাওয়া যায়। আমড়া মুখের রুচি বাড়াতে সাহায্য করে।
এই আমড়া গাছের ফটোগ্রাফি গুলো আমার গাছের। কি দারুণ আমড়া ধরেছে দেখুন।
প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ
কলি থেকে কিছুদিন পর সাদা ফুল ফুটেছে। ফুলগুলো চমৎকার দেখতে।
তৃতীয় ধাপ
কিছুদিন পর ফুল থেকে একদমই ছোট ছোট গুটি লক্ষ করা যাচ্ছে মুলতঃ এগুলোই আমড়া হবে।
চতুর্থ ধাপ
আমড়া গুলো আস্তে আস্তে বড়ো হয়েছে এবং খাওয়া উপযুক্ত হয়েছে। গাছ ভর্তি আমড়া। আমরা গাছে ফুলও হয় আমাড়াও হয় এক সাথে। মোট কথা আমড়া গাছে আমড়া শুন্য হয় না একদমই।
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর আমড়া গাছের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আমড়া গাছের আমড়া গুলো ও জীবনচক্র। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আমড়া গাছের আমড়ার জীবন চক্র অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। আমরা খেতে অনেক ভালো লাগে। আপনার এই আমড়া গাছটি সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো। বারো মাসের আমড়া গাছ হওয়ায় আপনি যখন ইচ্ছা তখনই আমড়া বিভিন্নভাবে খেতে পারবেন। অনেক ভালো লাগলো আপনার এই আমড়া গাছটি সম্পর্কে জেনে। ধন্যবাদ।
আমাদের বাড়িতেও একটি আমড়া গাছ ছিল। তবে সেটি ১২ মাসের ছিল না। নিজের চোখে দেখেছি আমড়া গাছের জীবন চক্র। আজকে আপনার পোষ্টের মাধ্যমে এবং ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আবার আমড়ার জীবন চক্র দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
খুবই সুন্দর হয়েছে আজকের আপনার এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি আমড়া গাছের জীবনচক্রের ফটোগ্রাফি গুলো এখানে শেয়ার করেছেন তা দেখে খুব ভালোই লাগছে ৷ একইসাথে আমরা যেরকম ভিডিওর মধ্যে দেখে থাকি যে কাছ ছোট থেকে বড় হয়ে যাচ্ছে এবং সাথে সাথে ফল ধরে যাচ্ছে৷ এরকমই মনে হচ্ছিল আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে৷