একটি কালারফুল জ্যামিতিক আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি কালারফুল জ্যামিতিক আর্ট নিয়ে হাজির হয়েছি ।আসলে বেশ কিছুদিন হয়েছে এই জ্যামিতিক আর্ট গুলো করা হয় না । তাই আজ ভাবলাম একটি জ্যামিতিক আর্ট করি। তারপর চিন্তা করলাম একটু কালার করি । তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে । সেই চিন্তা থেকেই একটি কালারফুল জ্যামিতিক আর্ট করেছি । করতে খুব বেশি সময় লাগেনি কেননা এই আর্টগুলো করতে আমার কাছে ভীষণ ভালো লাগে । আঁকতে কম সময় লাগলেও কালার করতে একটু সময় লাগে।কালারফুল হওয়ার কারণে দেখতেও বেশ ভালো লাগে । আশা করছি আপনাদের কাছেও আমার আজকের কালারফুল জ্যামিতিক আর্ট টি ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের কালারফুল জ্যামিতিক আর্ট।


একটি কালারফুল জ্যামিতিক আর্ট


IMG_20230828_203609.jpg



  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • বিভিন্ন রঙের জেল পেন
  • স্কেল

IMG20230828204232.jpg


প্রুস্তুতপ্রণালী


IMG20230828194142~2.jpgIMG20230828194302~2.jpg

প্রথমে একটি সাদা কাগজ নেই । তারপর ওপরে 10.5 সেন্টিমিটারের একটি দাগ টেনে নেই।

IMG20230828194329~2.jpgIMG20230828194420.jpg

তারপর নিচে 12 সেন্টিমিটার এর একটি দাগ টেনে দুই পাশে দুটি দাগ টেনে যোগ করে নেই।

IMG20230828194526.jpgIMG20230828194609.jpg

তারপর মাঝের রেখায় 3.5 সেন্টিমিটার এর দুটি বিন্দু দেই ।তারপর দুই পাশের রেখায় 6 সেন্টিমিটারের দুটি বিন্দু দেই।

IMG20230828194659~2.jpgIMG20230828194729.jpg

তারপর মাঝ বরাবর একটি রেখা টানি ও নিচের দিকে দুটি রেখা টানি।

IMG20230828194816.jpgIMG20230828194915.jpg

তারপর নিচের দিকে দুটি রেখা টেনে নেই ও 3.5 সেন্টিমিটারের দুটো বিন্দু এঁকে নেই।

IMG20230828195004.jpgIMG20230828195037.jpg
IMG20230828195113.jpgIMG20230828195155.jpg

তারপর সবগুলো বিন্দু চিত্রের মতো করে যোগ টেনে নেই।

IMG20230828195222.jpgIMG20230828195405.jpg

তারপর কলম দিয়ে গাঢ় করে একে নেই।

IMG20230828200121.jpgIMG20230828200319.jpg

তারপর মাঝের অংশটুকুর পেন্সিলের দাগ রাবার দিয়ে মুছে নেই।

IMG20230828201221.jpgIMG20230828201441.jpg

তারপর কালো জেল পেন দিয়ে কালার করে নেই।

IMG20230828202335.jpgIMG20230828202831.jpg

তারপর রেড কালার করে নেই ও গ্রিন কিছু অংশ করে নেই।

IMG20230828203232~2.jpg

তারপর বাকি অংশটুকু গ্রীন কালার দিয়ে ভরাট করে নেই ।

IMG_20230828_203609.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার কালারফুল জ্যামিতিক আর্ট । এখন আমার সিগনেচার দিয়ে দেই।



আশা করছি আপনাদের কাছে আমার কালারফুল জ্যামিতিক আর্টটি ভালো লেগেছে।আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

আপনার করা এই জ্যামিতিক আর্ট খুবই সুন্দর হয়েছে৷ এই জ্যামিতিক আর্টের মধ্যে কিছু ভিন্ন ভিন্ন জিনিস প্রকাশিত হয়েছে যা দূর থেকে দেখতে একদমই সুন্দর দেখা যাচ্ছে৷ একই সাথে আপনি এই আর্টটি করার ক্ষেত্রে অনেক সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন যা দেখে বোঝা যাচ্ছে৷ আরও একটি বিষয় হলো আপনার এই আর্টটিকে দেখতে কিছুটা ম্যাজিক কিউবের মত দেখা যাচ্ছে৷

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি যে মনোযোগ সহকারে আমার আর্টটি দেখেছেন তা আপনার মন্তব্যটি পড়েই বুঝতে পারছি। আমার কাছেও কিছুটা ম্যাজিক কিউবের মতো লেগেছে। আর্ট টি আঁকতে বেশি সময় লাগেনি তবে কালার করতে একটু সময় লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার কালারফুল জ্যামিতিক আর্ট অসাধারণ হয়েছে। সত্যি বলেছেন এই ধরনের আর্ট করার থেকে কালার করতে অনেক সময় লাগে। আপনার আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট টি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

জ্যামিতিক আর্টগুলো এমনিতেই অনেক সুন্দর হয় ,তারপরে আপনি কালারফুল একটি জ্যামিতিক আর্ট করছে সত্যি আর্টটি খুবই চমৎকার হয়েছে । নিখুঁত করে আর্টটি করেছেন একেবাড়ে প্রথম দেখাতেই চোখে লেগে গেল খুব ভালো লেগেছে আর্টটি ।

 2 years ago 

আপু আমার আর্ট টি আপনার কাছে এত ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে খুবই দারুণ একটি জ্যামিতিক আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর দেখতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে এই আর্ট তৈরি করেছেন। পাশাপাশি খুব সুন্দর করে আপনি বর্ণনাও করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আমার তৈরি আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি জ্যামিতিক আর্ট করেছেন। আপনার এরকম আর্ট গুলো সবসময়ই আমার অনেক ভালো লাগে। আজকের টাও কিন্তু খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনি এই জ্যামিতিক আর্ট গুলো আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনার করা কালারফুল জ্যামিতিক আর্টটি অনেক সুন্দর হয়েছে। আর্টটি পিরামিডিয় আকৃতির। আপনি বেশ চমৎকারভাবে সাজানো গোছানোভাবে জ্যামিতিক আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে মনোযোগ সহকারে আমার আর্ট টি দেখার জন্য আর সুন্দর একটি মন্তব্য করার জন্য । ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

এই ধরনের থ্রিডি জ্যামিতিক আর্ট এমনেতেই অনেক ভালো লাগে। তার উপর যদি এর কালার করা হয় তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই আর্ট সম্পূর্ণ শেষ করে কালার করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে আমার আর্ট টি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আসলে একটা বেশি সময় লাগেনি কিন্তু কালার করতে প্রচুর সময় লেগেছে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

বেশ সুন্দর এঁকেছেন জ্যামিতিক আর্টটি। এ ধরনের আর্ট করতে বেশ সাবধানতা অবলম্বন করতে হয় । তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে । আর কালার করার সময় আরও সতর্কত থাকতে হয় ।তা নাহলে ভুল অংশ রং করার সুযোগ থাকে। ধন্যবাদ আপু সুন্দর একটি জ্যামিতিক আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এ ধরনের আর্ট করার ক্ষেত্রে এবং কালার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে একটি কালারফুল জ্যামিতিক আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে পোস্ট দেখেই বোঝা যাচ্ছে অনেক কালারের পেন ইউজ করেছেন পোস্ট তৈরি করতে। আপনার তৈরি পোস্টটি দেখে সত্যি বেশ মুগ্ধ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া কয়েকটি কালার ইউজ করে আর্ট টি করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার থ্রিডি আর্টটি চমৎকার হয়েছে।আপনি কালার করাতে আরো বেশী ভালো লাগলো। আপনি খুব সুন্দরভাবে ধাপগুলো তুলে ধরেছেন। এ ধরনের আর্টে সময় দিতে হয়।সময় দিয়ে আর্টটি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।আসলে আর্ট করতে বেশি সময় লাগেনি তবে কালার করতে বেশ সময় লেগেছে ।ধন্যবাদ।