❤️ বাসায় প্রিয়জনের মেলা ❤️
হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী,সবাইকে আমার নমষ্কার/আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
বিগত বেশ কিছুদিন ধরেই আমার সময়টা ভীষণ ভীষণ ভালো কেটেছে। এর কারণ, আমার বাসায় আমার ভীষণ প্রিয় দুজন মানুষ এসেছিলেন আমায় সঙ্গ দিতে। তারা আর কেউই নন, আপনাদের সকলের পরিচিত @bristychaki এবং তার হাসবেন্ড। @bristychaki সম্পর্কে আমার জ্যাঠাতো দিদি হন, আমি উনাকে দিদিভাই বলেই ডাকি। দিদিভাইয়ের আসার কথা ছিলো মূলতো আগের শুক্রবার। তবে কিছু কারণে তখন আর আসা হিয়ে উঠে নি। আগের দিন আমায় ফোন করে বললো, মনা, আসা হবে না। আমার তো শুনে ভীষণ মন খারাপ। ঠিক তার কিছুদিন পরেই হুট করে রাতে বেলা ম্যাসেজ এ জানায় যে পরের দিন আসছে! তখন আমার খুশী আর দেখে কে!এভাবেই অনেকটা হুট করে এসে আমাকে অনেকটাই সারপ্রাইজ দিয়েছে দিদিভাই!
দিদিভাই, জামাইবাবু সহ এবারে কয়েকটা দিন আমরা ভীষণ ভীষণ মজা করে কাটিয়েছি। দিদিভাই আর জামাইবাবু তো আসার সময় কয়েক রকমের ফল-মিষ্টি-চকলেট-চিপ্স-জুস-কেক থেকে শুরু করে আমার জন্য কাচের চুড়ি পর্যন্ত এনেছেন! মানে কী আর বলবো! প্রতিটি মেয়েই জানে, কাচের রেশমী চুড়ি তাদের কতটা পছন্দের একটি জিনিস! এর মাঝে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি, সংসদ ভবনের সামনে গিয়ে মজার মজার পিঠা খেয়েছি, মিরপুর হোপ মার্কেটে গিয়েছি, আড়ং এ গিয়েছি। এসব না হয় পরবর্তীতে অন্য কোনো পোষ্টে শেয়ার করবো।
তবে, আমি মেয়েটা ব্যক্তিগত ভাবে যথেষ্ট অগোছালো এবং অলস প্রকৃতির মেয়ে। তারউপর চাকরি করে " সংসার" টা খুব একটা পারফেক্টলি করা হতো না তেমন! উনারা এবারে এসে আমার অগোছালো সংসার টাকেও বেশ গুছিয়ে দিয়ে গেছেন। এখন তো নিজের ঘর নিজেই দেখে অবাক হয়ে গিয়েছি- এমন ভাবে রুপ বদলে দিয়েছেন তারা মিলেমিশে! যেটা উনারা না হলে অন্য কারোর পক্ষে বোধ হয় সম্ভব ই হতো না! আমার জামাইবাবু এককথায় একজন অমায়িক মানুষ! আমার তো মনে হয় যে এমন কোন কাজ নাই যেটা সম্পর্কে ঊনার আইডিয়া নাই বা উনি করতে পারেন না! পুরাই যেন একজন ম্যাজিক ম্যান! উনার সম্পর্কে যত বলবো, তারপরেও যেন কম বলা হবে! ভগবানের আশির্বাদ সর্বদা তাদের মাথার উপর থাকুক, এইটাই প্রার্থনা তাদের জন্য!
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
আজ আর কথা বাড়াচ্ছি না। আজকে এইপর্যন্তই থাকলো। খুব শীঘ্রই কথা হবে পরবর্তী পোষ্টে।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
অনেক দিন পর তোমার সাথে খুব ভালো সময় কাটিয়েছি।এর আগে যখন যেতাম তখন তো তোমার দেখা পেতাম না সারাদিন একা কাটানো লাগতো। এবার খুব আনন্দের সাথে সময় গুলো কাটিয়েছি।সবসময় ইচ্ছে থাকলেও পারফেক্ট ভাবে সব কাজ করা সম্ভব হয়ে উঠে না। তোমাকে সাহায্য করতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছিলো মনা।সুন্দর করে অনুভূতি গুলো প্রকাশ করেছো। খুব ভালোবাসি তোমাকে।❤️❤️
এটা জেনে খুবই ভালো লাগলো যে তারা আপনার বাসায় এসে আপনার ঘরের রুম বদল করে দিয়েছে। মানুষ হিসেবে আমাদের আসলেই সত্যিকারের ভালো মানুষ হয়ে গড়ে ওঠা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে আপনার জামাইবাবুর কথা শুনে মনে হচ্ছে আসলেই তিনি অনেক ভালো মনের একজন মানুষ এরকম মানুষ বর্তমান সময়ে খুব একটা দেখা যায় না। যদিও আপনি তেমন একটা অগোছালো নয় চাকুরী করেন যার কারণেই হয়তো বা গুছিয়ে রাখতে পারেন না। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট তুলে ধরার জন্য।
আমার জামাইবাবু আসলেই বেশ ভালো মনের একজন মানুষ। সর্ব কর্মে কর্মা টাইপ। তার কাছে কোন কাজের কথা বললে, না নেই!
সত্যি বলতে বাসাতে যদি প্রিয়জনদের আগমন ঘটে তখন অন্যরকম ভালোলাগা কাজ করে। খাওয়া দাওয়া বিষয় নয়, সবচাইতে বড় বিষয় হচ্ছে সবাই একসাথে আনন্দ করতেই মজা লাগে। আর মনটা প্রফুল্ল হয়ে উঠে। যাই হোক ভাইয়া আসলেই ম্যাজিক ম্যান।আর উনার কথাটা শুনে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বিশেষ করে আমরা যারা শহরে থাকি, যাদের মন চাইলেই কোথাও যাওয়া টা তেমন একটা সুযোগে হয় না, তাদের বাসায় কোন আপনজন আসা মানেই অনেক কিছু! মনটা খুশীতে ভরে ছিলো কয়েকটা দিন। আসলেই ভীষণ ভালো সময় কাটিয়েছি।