অর্ধবৃত্ত ও প্রজাপতির ম্যান্ডেলা আর্ট
আমার বাংলা ব্লগের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো অর্ধবৃত্ত ও প্রজাপতির ম্যান্ডেলা আর্ট। অনেক দিন হয়েছে ম্যান্ডেলা আর্ট শেয়ার করা হয় না। আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। এই ধরনের আর্ট দেখতেও খুব সুন্দর লাগে। আমার এই আর্ট করতে অনেক সময় লেগেছিল। ছোট ছোট কাজের জন্য এই আর্ট আমার কাছে বেশি ভালো লাগে। এই আর্ট করতে যেমন ধৈর্য্যের প্রয়োজন তেমনি যথেষ্ট সময়েরও প্রয়োজন। এই আর্ট রঙিন দেখতে যেমন সুন্দর লাগে তেমনি সাদা কালো দেখতেও খুব সুন্দর লাগে। ম্যান্ডেলা আর্ট কি জানা ছিল না কিন্তু আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার পর সবার এত সুন্দর ও নিখুঁত আর্ট দেখে নিজেও করার চেষ্টা করলাম। এখন এই আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে।
আজকের এই ম্যান্ডেলা আর্ট এর মধ্যে দু'টো জিনিস ফুটিয়ে তুলেছি। একপাশ প্রজাপতি আরেকপাশে বৃত্ত। দুটি ডিজাইন মিলে খুব সুন্দর ভাবে এই আর্ট ফুটে উঠেছে। প্রজাপতি কালার করার জন্য আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ম্যান্ডেলা আর্ট যত বেশি সময় নিয়ে করা হয় ততই দেখতে আরও বেশি সুন্দর দেখায়। সম্পূর্ণ আর্ট শেষ করার পর আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের দেখিয়ে নেই আমার আর্টের ধাপগুলো।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜
★ সাদা পেপার
★ সাইন পেন
★কালো কলম
★কম্পাস
★রাবার
★পেন্সিল
🪔১ম ধাপ🪔
![]() | ![]() |
---|
প্রথমে পেন্সিলের সাহায্যে একটি প্রজাপতি এঁকে নিলাম।
🪔২য় ধাপ🪔
![]() | ![]() |
---|
এবার প্রজাপতির দু'পাশে লতাপাতা এঁকে নেব।
🪔৩য় ধাপ🪔
![]() | ![]() |
---|
এখন প্রজাপতির সামনে বেশ কিছু অর্ধবৃত্ত এঁকে নেব। এরপর প্রথম বৃত্তের ভিতরে ডিজাইন করে নেবো।
🪔৪র্থ ধাপ🪔
![]() | ![]() |
---|
এবার পরের দুটি বৃত্তের ভিতরে ছোট ছোট ডিজাইন করে নিলাম।
🪔৫ম ধাপ🪔
![]() | ![]() |
---|
এখন শেষের বৃত্ত সুন্দর ডিজাইন করে নেবো।
🪔৬ষ্ট ধাপ🪔
![]() | ![]() |
---|
এবার প্রজাপতির পাখার ভিতরে হলুদ কালার করে নিয়েছি।
🪔৭ম ধাপ🪔
![]() | ![]() |
---|
এরপর প্রজাপতি কালো কালার করে নিলাম।
🪔শেষ ধাপ🪔
![]() | ![]() |
---|
এবার সবশেষে পাতাগুলো সবুজ কালার করে নিলাম। তাহলেই হয়ে যাবে আমার আজকের অর্ধবৃত্ত ও প্রজাপতির ম্যান্ডেলা আর্ট।
𒆜ফাইনাল আউটপুট 𒆜
সবশেষে আর্টের ভিতরে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে, জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



Comment link
Comment link
Comment link
Comment link
আপু আপনার ম্যান্ডেলা আর দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর বানিয়েছেন আপনি। আমিও কয়েকদিন ধরে ভাবছি না দিলে আর্ট বানাবো কিন্তু সে আর সুযোগ হয়ে উঠছে না। আপনার আজকের অংকনটি সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মত।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
আরে বাহ্ আপু, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি।
হ্যাঁ আপু এই আর্ট সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপনার তৈরি ম্যান্ডেলা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার দক্ষতা সুন্দরভাবে ফুটে উঠেছে এই ম্যান্ডেলা আর্টের মাধ্যমে। সবচেয়ে সুন্দর লেগেছে প্রজাপতির অংশটি। প্রজাপতি অনেক সুন্দর ভাবে এঁকেছেন আপনি। ধন্যবাদ আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর সুন্দর আর্ট গুলো দেখলেই ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে। এই ধরনের আর্ট গুলো করলে অনেক সুন্দর হয়। বিশেষ করে নিখুঁতভাবে যদি আর্ট গুলো অঙ্কন করা হয় তাহলে সুন্দর লাগে দেখতে। এরকম ভাবে সুন্দর সুন্দর আর্ট করার চেষ্টা করলে, আপনি আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন পরবর্তীতেও। সুন্দর একটা আর্ট সবার মাঝে এত সুন্দর ভাবে ভাগ করে নিয়েছেন দেখে অসম্ভব ভালো লাগলো।
বেশ সুন্দর হয়েছে আপনার ভিন্ন রকমের এই কালারফুল ম্যান্ডেলাটি, আমার কাছে আইডিয়াটি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার কাছে আমার এই ম্যান্ডেলা আর্ট এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে আরও বেশি উৎসাহিত হলাম। ধন্যবাদ।
এই আর্টটি আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম। এককথায় দুর্দান্ত একটি আর্ট করেছেন আপু। ম্যান্ডেলা ডিজাইন গুলো নিখুঁত হয়েছে এবং প্রজাপতিও দারুণভাবে এঁকেছেন। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সব সময় আপনি যেভাবে সুন্দর সুন্দর কিছু ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন সেগুলো আমার অনেক ভালো লাগে৷ সব সময় আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ম্যান্ডেলা আর্ট দেখার মধ্য দিয়ে যেন একটি আলাদা সৌন্দর্য কাজ করতে থাকে৷ যেরকম আজকে আপনি এত সুন্দর আর্ট শেয়ার করেছেন তা একেবারে ভিন্ন ধরনের হয়েছে৷ এর মধ্যে যেভাবে আপনি বৃত্ত এবং প্রজাপতিকে ফুটিয়ে তুলেছেন তা একেবারে নিখুঁতভাবেই দিয়েছেন।