বাবা- মা আজ বৃদ্ধাশ্রমে- ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য
আসসালামু আলাইকুম
আশা করি সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।
আজ আমি নিজের কিছু কথার ঝুড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেহেতু আমার লিখতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি মাঝে মাঝেই কিন্তু এরকম কিছু লেখালেখি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি খুবই ইউনিক একটি বিষয় নিয়ে লিখব। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের সবার কাছে ভালো লাগবে।
আমি আজ বাবা মাকে নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। বাবা- মা আমাদের কত আদর যত্ন দিয়ে বড় করেন। কিন্তু আমরা বড় হয়ে তার সঠিক মূল্য দিতে পারিনা। তার জন্য আজ অনেক বাবা- মা বৃদ্ধাশ্রমে।আমরা যখন বড় হয়ে সাংসারিক জীবনে ফিরে যাই তখন আর বাবা-মার কথা আমাদের কাছে ভালো লাগে না।বাবা-মা যদি আমাদের এককথা বারবার বলেন তাহলে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। কিন্তু আমরা একবারও চিন্তা করিনা ছোট বেলায় বাবা-মা কে কত বিরক্ত করেছি তাও বাবা-মা আমাদের উপর রাগ করেনি। কিন্তু আমাদের একটু রাগ হলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই।
আমার মায়ের কাছে একটা গল্প শুনেছিলাম এক বৃদ্ধ বাবা তার ছেলেকে বললো বাবা আমার আপেল খেতে অনেক ইচ্ছে করছে। তখন ছেলে চিন্তা করলো বাবা তো শুধু আপেল চেয়েছে এনে দেই। তারপর ছেলে তার বাবার জন্য আপেল এনে দিল। তখন বাবা বললো আমার পাহাড়ের উপর বসে আপেল খেতে ইচ্ছে করছে।ছেলে তখন মনে মনে অনেক বিরক্ত হলেন। তারপরও তাকে নিয়ে পাহাড়ের কাছে গেলো। তারপর ছেলেটি তার বাবা-কে পাহাড়ের উপরে বসিয়ে দিলো এবং হাতে একটি আপেল ধরিয়ে দিয়েছে। কিন্তু তার বাবা না খেয়ে আপেল নিচে ফেলে দিলো তখন ছেলেকে বলল নিচে থেকে এনে দেওয়ার জন্য। এভাবে করে বাবা আবারো আপেল ফেলে দিলো তখন ছেলেকে আবারো এনে দিতে বললো।
কিন্তু ছেলেটি বিরক্ত হয়ে বলল এবার আপনি নিচে নেমে নিয়ে আসেন। তখন বাবা বলল দেখো বাবা তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার জন্য কি করেছি। এভাবে তুমি একদিন আপেল খেতে চেয়েছিলে তাও আবার পাহাড়ের উপরে বসে। আমি সেই পাহাড়ের উপর বসিয়ে তোমাকে আপেল খাইয়েছি। তুমি বারবার আপেল ফেলে দিতে আর আমি তোমাকে বারবার উঠিয়ে দিতাম। তারপরও আমি তোমার ওপর একটুও বিরক্ত হয়নি। কিন্তু আজ আমি একবার ফেলে দিয়েছি আর উঠিয়ে দিতে পারবেনা বলে তুমি বিরক্ত হয়ে গিয়েছো। এই হলো আমাদের অবস্থা।
বর্তমানে আমাদের প্রতিটি ঘরেই দেখা যায় একটু সমস্যা হলেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। কিন্তু আমরা কখনো চিন্তা করিনি একদিন আমরাও বাবা-মা হবো তখন যদি আমাদের সন্তানেরা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাহলে আমাদের কেমন লাগবে। আমি মনে করি আমাদের বাবা-মার স্থান হল আমাদের হৃদয়ে বৃদ্ধাশ্রমে নয়।
বাবা-মা আমাদের মাথার উপরে একটা ছায়া। সেটা যেই সময়ই হোক না কেন। যাদের বাবা-মা আছে তারা বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে সময় থাকতে তাদের সেবা-যত্ন এবং তাদের সম্মান করুন না হয়তো একদিন আমার মতো শুধু কেঁদেই যাবেন। আমার বাবা মারা গেছে আজ নয় বছর চলে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তেমন বেশি বুঝিনি কিন্তু মারা যাওয়ার পর থেকে প্রতিটা মুহূর্ত বাবাকে অনেক মিস করি।সে জন্য আমার মাকে ততটুকু পারি ভালো রাখতে চেষ্টা করি।বাবার কথা মনে হলে কান্না চলে আসে আর মানুষ না কি সেই বাবা-মাকেই বৃদ্ধাশ্রমে রেখে আসে।
আজ এই পর্যন্তই, সকলের বাবা-মার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো, আপনারাও আমার বাবার মাগফেরাত ও মায়ের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1511183876839727106?s=20&t=VEUxsRSlswCWMD938D90UQ
আপু মা বাবা নিয়ে লেখা গুলো খুবই ভালো লেগেছে।সেই ছোট্ট থেকে বড় করে তুলে আমাদের মা বাবা।কত কষ্ট করে আমাদের বড় করে। কিন্তু সেই মমতা ময়ী মা কে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। এটা বড় কষ্টের। আপনার গল্প টি আমার মনকে কাঁদিয়ে দিল। ভীষণ কষ্ট পাচ্ছিলাম এই পোস্টটি পড়ে। আপনার জন্য শুভকামনা রইলো।
ভাই আপনি আমার সম্পূর্ণ পোস্ট করেছেন তার জন্য অনেক ভালো লেগেছে। আসলে বাবা মাকে নিয়ে এরকম লিখতে গিয়ে আমার অনেক খারাপ লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
বাবা মাকে নিয়ে লিখা গুলো আমার কাছে ভালো লেগেছে আপু।আমাদের সমাজে এমন হাজারো লোক আছে যারা বাবা মাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে। অথচ বাবা মা এই ছেলেমেয়েদের জন্য ছোটবেলায় কত্ত কষ্ট করেছে।কত্ত কষ্ট করে বড় করেছে ,লালন পালন করেছে।আপনার পোষ্ট টি আপনার কাছে খুব ভালো লেগেছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ অন একটি সুন্দর পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
অনেক সুন্দর কথা বলেছেন আপু। যে বাবা মা আমাদের জন্য এত কিছু করে আমরাই তাদের কষ্ট দিয়ে অনেকেই। আপনার জন্য শুভকামনা রইল আপু মনি।
খুব ভালো লিখছেন আপু। আসলে আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার এই বিষয় টা অনেক ভালো লাগে। শুভকামনা আপনার জন্য।
ঠিক বলছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সম্পুর্ণ পড়ার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।