$PUSS এর মাধ্যমে স্বপ্ন পূরণের যাত্রা
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
সময় কত দ্রুত চলে যায়। দেখতে দেখতে আমাদের প্রিয় $PUSS প্রায় বেশ কয়েকমাস অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরাও $PUSS এর পাশে থেকে নিজের স্বপ্ন পূরণ করার দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু জীবনে স্বপ্ন দেখার সাহস সবার থাকে না, আর সেই স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়ে যাওয়ার সাহস তো আরও দুর্লভ। কিন্তু যাদের পাশে $PUSS-এর মতো শক্তিশালী কমিউনিটি ও প্রকল্প রয়েছে, তাদের জন্য স্বপ্ন আর কল্পনা থাকে না—পরিণত হয় বাস্তবে। $PUSS সবার স্বপ্ন কে বাস্তবে পরিণত করে তুলতে এগিয়ে যাচ্ছে।
@rme দাদা $PUSS মজার ছলে তৈরি করলেও এখন এই $PUSS আমাদের যেন স্বপ্ন পূরণের মাধ্যম হয়ে উঠেছে। $PUSS শুধু একটি টোকেন না বরং এটা একটা মুভমেন্ট। $PUSS শুধু মাত্র বিনিয়োগের জন্য নয় বরং $PUSS আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্লকচেইন দুনিয়ায় $PUSS হচ্ছে নতুন আশার আলো। নতুন জেনারেশন $PUSS এর মাধ্যমে তাদের জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে পারবে।
আমার নিজের কথাই যদি বলি—আমি কখনও ভাবিনি আমাদের নিজস্ব কোনো কয়েন হবে আর তার মাধ্যমে একদিন স্বপ্ন পূরণ করতে পারবো। কিন্তু যেদিন দাদা আমাদেরকে কে $PUSS এর কথা বলেন তখন থেকেই $PUSS এর প্রতি কেমন জানি একটা ভালো লাগা কাজ করছিল। কারণ $PUSS আমাদের নিজস্ব কয়েন এটা সত্যিই গর্বের বিষয়। $PUSS কমিউনিটি শুধু টোকেন হোল্ডিং নয়, জ্ঞান, অভিজ্ঞতা আর সাপোর্টের দিক থেকেও অমূল্য। আজ আমি শুধু একধাপ না, বরং অনেকদূর এগিয়ে এসেছি আমার স্বপ্নের পথে।
$PUSS-এর আসল শক্তি হলো তার কমিউনিটিতে। সবাই এখানে একে অপরকে সাহায্য করে, প্রেরণা দেয় এবং একসঙ্গে এগিয়ে চলে। কেউ নতুন হলে তাকে দিক নির্দেশনা দেয়, কেউ প্রযুক্তিগত সমস্যা সমাধানে সাহায্য করে, আবার কেউ মেন্টরশিপ অফার করে। আমরা সবাই $PUSS এর পাশে থেকে অসীম পথ পাড়ি দিতে চাই। সেই পথ অতিক্রম করতে একটা কমিউনিটিতে যা যা প্রয়োজন $PUSS কমিউনিটিতে সব রয়েছে। একদিন অবশ্যই আমরা $PUSS কে নিয়ে স্বপ্ন পূরণের চূড়ান্ত পর্যায়ে চলে যাবো। সেই দিনের অপেক্ষায় বসে আছি।
আজ $PUSS শুধু আমার জন্য একটা টোকেন নয় বরং একটা জার্নি, একটা অনুভব, একটা স্বপ্ন পূরণের হাতিয়ার। আপনারা যদি এখনো $PUSS এর অংশ না হয়ে থাকেন, তবে এখনই সময়—চলে আসুন এই দুর্দান্ত যাত্রায় এবং $PUSS-এর সাথে গড়ে তুলুন আপনার ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ কখনও হতাশায় পরিণত হবে না বরং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



Comment link
Comment link
আপু আপনার সাথে আমি ও একমত। পুস এর মাধ্যমে আমরা স্বপ্ন পূরণ করতে পারবো অবশ্যই। আপনি পুস নিয়ে অনেক সুন্দর লিখেছেন। আসলে আপনার পোস্ট পড়ে স্বপ্ন আরো বেড়ে গিয়েছে। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে আপনি ঠিকই বলেছেন পুশ কয়েন আমাদের কমিউনিটির বিভিন্ন মেম্বার সহ বাহিরের যারা ইনভেস্ট করেছে সবার স্বপ্ন পূরণ হয়েছে। কারণ পুশ শুন্য থেকে এখন হিরো তে পরিণত হয়েছে। আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
পুস নিয়ে আমার অনুভূতি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
পুস কয়েন স্বপ্নের চেয়েও অনেক বড় কিছু। যেটা আমাকেও সাক্ষী হিসেবে গড়ে তুলেছে। কখনো কল্পনাও করতে পারিনি এভাবে আমাদের কমিউনিটিতে নতুন একটি কয়েন নিয়ে আসবে দাদা যেটার মাধ্যমে আমাদের কমিউনিটিতে সহযোগিতা মূলক ঐক্য তৈরি হবে।
পুস দিয়ে আপনিও স্বপ্ন পূরণ করেছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপু খুব সুন্দর লিখেছেন পুশ কয়েন নিয়ে। আসলেই, আমাদেএ নিজস্ব কয়েন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে -ভাবতেই ভালো লাগে।পুশ এর দুর্বার গতির সাথে আমাদের ও বহু স্বপ্ন পূরণ হয়েছে। এবং ভবিষ্যতেও অনেক আশা ও স্বপ্ন রয়েছে পুশকে ঘিরে।
হ্যাঁ আপু পুস কে নিয়ে অনেকের অনেক স্বপ্ন রয়েছে আর তা একটু একটু করে অবশ্যই পূরণ হবে। ধন্যবাদ।