রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। নতুন নতুন পোস্ট করতে সবারই ভালো লাগে। তাছাড়া এতে পোস্টের কোয়ালিটিও বেড়ে যায়। আজ নিয়ে এসেছি রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট। যেকোনো ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের ওয়ালমেট শেয়ার করি। ওয়ালমেট বানিয়ে দেয়ালে টানিয়ে রাখতে খুব ভালো লাগে। তাছাড়া রঙিন কাগজের জিনিস গুলো দেখতে একটু বেশিই সুন্দর লাগে। বিশেষ করে ফুল বানালে দেখতে বেশি ভালো লাগে।
আজকের এই ওয়ালমেট বানাতে অনেক সময় লেগেছিল। বিশেষ করে ছোট ছোট গোলাপ বানাতে বেশি সময় লেগেছে। আজকের ওয়ালমেট গোলাপ ফুল দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। গোলাপ ফুল সবাই পছন্দ করে আর সেটা বাস্তবের কিংবা আর্টিফিশিয়াল যেটাই হোক না কেন? আমি লাল গোলাপ বানানোর চেষ্টা করেছি। কারণ ওয়ালমেটের মধ্যে লাল গোলাপ দিলেই বেশি ভালো লাগে। সম্পূর্ণ বানানোর পর দেখতে বেশ চমৎকার দেখাচ্ছিল। এমন সুন্দর ওয়ালমেট দেখলে যেনো মন ভরে যায়। আশা করি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
২.পোস্টার রং
৩. তুলি
৪. কাটুন পেপার
৫. কাঁচি
৬. গাম
৭. নিউজ পেপার
১ম ধাপ |
---|
![]() | ![]() |
---|
প্রথমে গোল করে কেটে রাখা কাটুন পেপার কে কালো কালার পোস্টার রং দিয়ে কালার করে নিলাম।
২য় ধাপ |
---|
![]() | ![]() |
---|
এবার নিউজ পেপার চিকন ভাবে ভাঁজ করে নিলাম
তারপর কালো কালার পোস্টার রং দিয়ে কালার করে নিয়েছি।
৩য় ধাপ |
---|
![]() | ![]() |
---|
এবার এই চিকন কাঠি গুলো গোল কাটুন পেপারের পিছনে গাম দিয়ে লাগিয়ে নিলাম।
৪র্থ ধাপ |
---|
![]() | ![]() |
---|
এখন লাল কালার রঙিন কাগজ চার ভাগে কেটে নিয়েছি। এরপর কোণা বরাবর সমান করে ভাঁজ করে নিলাম।
৫ম ধাপ |
---|
![]() | ![]() |
---|
এবার লাভ শেপের মতো করে ফুল এঁকে কেটে নিলাম। এরপর ভাঁজ খুলে নিয়েছি।
৬ষ্ট ধাপ |
---|
![]() | ![]() |
---|
এবার প্রতিটা ফুলের পাপড়ি কেটে নেবো। এরপর স্কেল দিয়ে ফুলের পাপড়ি একটু ছড়িয়ে নিয়ে গাম দিয়ে লাগিয়ে নেবো।
৭ম ধাপ |
---|
![]() | ![]() |
---|
এরপর একটির ভিতরে একটি দিয়ে বড় গোলাপ ফুল বানিয়ে নেবো। তারপর ওয়ালমেটের মাঝখানে গাম দিয়ে লাগিয়ে নেবো।
৮ম ধাপ |
---|
![]() | ![]() |
---|
এবার সবুজ পেপার দিয়ে পাতা বানিয়ে নেবো। এরপর গোলাপ ফুলের চারপাশে চারটি লাগিয়ে নেবো।
৯ম ধাপ |
---|
![]() | ![]() |
---|
এবার আবারও লাল কাগজ গোল করে কেটে নেবো। এরপর আবার ভিতরে সম্পূর্ণ গোল অংশ কেটে নেবো।
শেষ ধাপ |
---|
![]() | ![]() |
---|
সবশেষে একটি স্টিকের সাহায্য ছোট ছোট গোলাপ বানিয়ে নেব। এরপর ওয়ালমেটের চারপাশে গাম দিয়ে লাগিয়ে নিলাম। এভাবেই হয়ে গেলো আমার ওয়ালমেট বানানো।
ফাইনাল আউটপুট |
---|
সম্পূর্ণ ওয়ালমেট বানানোর পর আমি বিভিন্নভাবে ফটোগ্রাফি করে নিলাম। এই ওয়ালমেট বানাতে আমার মোটামুটি অনেক সময় লেগেছিল। সম্পূর্ণ বানানোর পর আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। আশা করি আমার মত আপনাদের কাছেও আমার এই ওয়ালমেট ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর মন্তব্য করে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। |
---|
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টগুলো তৈরি করে থাকেন। আজকে গোলাপ ফুল দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। আপনার এত সুন্দর ওয়ালমেট তৈরি করতে দেখে বেশ ভালো লেগেছে। অসাধারণ হয়েছে আপনার ওয়ালমেট তৈরি করা।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু। বিশেষ করে টকটকে লাল গোলাপ ফুলের সৌন্দর্যটা যেন সবচেয়ে বেশি ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে।। আজ আপনি রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি করেছেন যা দেখতে অনেক সুন্দর লাগছে ওয়ালমেট তৈরির প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে বর্ণনা করে আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
লাল গোলাপ দেখতে এমনিতেই অনেক সুন্দর আর আপনি লাল গোলাপ দিয়ে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করছেন। আপনার ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।
প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
https://x.com/TanjimaAkter16/status/1847215654602240064?t=bDW1ICqFVNxGjPEtImbaqw&s=19
মাঝের অংশে বড় ফুল আর চারপাশে ছোট ফুল দেওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে আপু। আপনার তৈরি করা ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে আপনি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার তৈরি এই ওয়ালমেট দেখে। কালো কাগজের উপর লাল রঙের কাগজের ফুল গুলো খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। ছোট ছোট গোলাপ ফুল গুলো কে বেশ কিউট লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
আপু এই ছোট ছোট গোলাপ বানাতেই সবচেয়ে বেশি সময় লেগেছিল। যাই হোক আপনার কাছে আমার এই ওয়ালমেট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
বাহ আপু অসাধারণ আপনার গোলাপ ফুলের ওয়ালমেট। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে গোলাপ ফুলের ওয়ালমেট বানিয়েছেন। সত্যি বলতে বাস্তব ফুলের মত গোলাপ ফুলের পাপড়ি গুলো বানালেন। এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া চেষ্টা করেছি সুন্দর ভাবে বানানোর জন্য আর আপনাদের কাছে যখন ভালো লেগেছে তখন সার্থক হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।