গল্প// ভুল মানুষকে ভালোবাসার পরিনাম মৃত্যু(২য় পর্ব)
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ গল্পের ২য় পর্ব নিয়ে এসেছি। প্রথম পর্বে বলেছিলাম রিমার বিয়ে হয়ে যাওয়ার পরেও সে তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রেখেছে। তবে রিমা এটা জানতো না সেই ছেলে বিয়ে করে ফেলেছে আর তার একটি সন্তানও হয়েছে। যখন রিমার স্বামী আসিফ বিদেশে চলে যায় তারপর থেকে ঐ ছেলের সাথে রিমার যোগাযোগ বেড়ে যায়। আসিফ তার বউকে বিশ্বাস করে তার নামে একাউন্ট খুলে দেয়। বিদেশে গিয়ে আসিফ রিমার নামে টাকা পাঠাতো আর রিমা সেই টাকা তুলে তার বয়ফ্রেন্ড কে দিয়ে দিতো। এই কথা রিমার স্বামী কখনও জানতো না। তাছাড়া রিমার শ্বশুর বাড়ির লোকজন ও কিছু বুঝতে পারেনি।
এভাবে বেশ কয়েকমাস কেটে যায়। একদিন রিমা তার বয়ফ্রেন্ড এর সাথে কথা বলে তার গয়নাগাটি ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। রিমা বাড়ি থেকে যাওয়ার সময় ও কেউ তাকে সন্দেহ করেনি। কারণ সে বলেছে তার বাপের বাড়ি যায়। রিমা চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর রিমার স্বামী ফোন করলে রিমার মোবাইল বন্ধ পায়। এরপর সে বাড়িতে তার ভাবিকে ফোন করলে বলে রিমা বাপের বাড়ি গিয়েছে। তারপর আসিফ রিমার বাবাকে ফোন করলে তিনি বলেন আসেনি। এভাবে আরও কিছু সময় পার হয়ে যায়।
ঐ দিকে রিমার টেনশনে আসিফের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপর রিমা যেই ছেলের সাথে পালিয়েছে তারই পরিচিত একজনের কাছ থেকে আসিফ জানতে পারে রিমা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। এই কথা শুনে আসিফ খুব ভেঙ্গে পড়ে। এরপর পরিবারের সবার কথায় ও বিদেশে তার বন্ধুদের সাপোর্টে সে নিজেকে শক্ত করে নেয়। এদিকে রিমা তার বয়ফ্রেন্ড এর সাথে একটি হোটেলে গিয়ে উঠে। রিমা বারবার ঐ ছেলেকে বলতে থাকে বিয়ে করার কথা। কিন্তু ছেলেটি বিয়ের কথা শুনলেই রাগারাগী শুরু করে।
তারা বিয়ে করা ছাড়াই হোটেলে দু'দিন কাটায়। দু'দিনে ছেলেটি রিমার সব টাকা পয়সা ও গয়নাগাটি নিয়ে যায়। এরপর রিমাকে জানায় আমি বিয়ে করেছি আর আমার একটি সন্তান আছে। আমি তোমাকে কিভাবে বিয়ে করবো। এই কথা শুনে রিমা খুব ভেঙ্গে পড়ে। তখন ছেলেটি বলে আমাদের কাছে যা টাকা পয়সা রয়েছে তা দিয়ে এই হোটেলে আমরা একমাস থাকতে পারবো। এরপর না হয় বিয়ে করে দু'জনে আমাদের বাড়িতে গিয়ে উঠবো। ছেলের এই কথা শুনে রিমা রাজি হয়ে যায়। এরপর তারা অবিবাহিত হয়েও একসাথে থাকা শুরু করে।
একমাস পর রিমার জীবনে কি ঘটতে চলেছে জানতে হলে পরবর্তী পর্বের অপেক্ষায় থাকতে হবে। আজ না হয় বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।
(চলবে----)
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



দারুন একটি গল্প আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। ভুল মানুষকে ভালোবাসা মানে জীবন ধ্বংস হয়ে যাওয়া। আর এ ধরনের মেয়েদের কপালেও কখনো শান্তি হয় না। যারা সুখের সংসার থাকতে মরিচিকার পিছনে ছুটে বেড়ায় সেই মরিচিকা একদিন তাদের ধ্বংস বয়ে আনে। যাইহোক রিমার পরবর্তীতে কি হবে সে দেখার অপেক্ষায় রইলাম।
ঠিক বলেছেন আপু ভুল মানুষের কাছে পড়লে খারাপ ছাড়া ভালো হয় না কখনো। আপনার গল্পটি পড়ে রিমার জন্য খারাপ লাগছে। রিমা সুখের সংসার ভেঙে এখন কি করবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। ধন্যবাদ আপু।
সবার কপালে সুখ সহ্য হয় না তাইতো সুখে ছেড়ে রিমা দুঃখের সাগরে পা দিয়েছে। ধন্যবাদ।
বেশ অদ্ভুত একটা গল্প শোনালেন আপু। অদ্ভুত হলেও বাস্তবে এই জিনিসটা এখন প্রতিনিয়ত অহরহ ঘটছে।যার কারনে হাজার হাজার মেয়ের জীবন হয়ে যাচ্ছে নষ্ট। রিমার পরবর্তীতে কি হলো সেই পর্বের অপেক্ষায় রইলাম।
আপু কিছু মেয়েরা তাদের স্বভাবের জন্য নিজের বিপদ নিজেই ডেকে আনে। ধন্যবাদ।
বর্তমান সময়ে রিমার মতো অনেক মেয়েই এভাবে নিজের স্বামীকে রেখে অন্যের কাছে গিয়ে প্রতারণার শিকার হয়। একই সাথে বর্তমান সময় অনেক ছেলেরা মেয়েদেরকে নিয়ে এভাবে এক প্রকার ব্যবসা করে। এতে রিমার মত মেয়েরা উভয় সংকটের সম্মুখীন হয়। এখন দেখা যাক আপনার পরবর্তী পর্বে রিমার ভাগ্যে কি আছে।
ঠিক বলেছেন ভাইয়া বর্তমানে এমন ঘটনা অহরহর ঘটে চলেছে। ধন্যবাদ পরবর্তী পর্বের অপেক্ষায় থাকার জন্য।
রিমার মতো মেয়েদের শেষ পরিণতি খুব খারাপ হয়। আমার মনে হচ্ছে সেই ছেলে রিমাকে বিয়ে করবে না। কারণ তার তো স্ত্রী এবং সন্তান রয়েছে। ১ মাস হোটেলে থাকার পর সেই ছেলে রিমাকে রেখে পালিয়ে যাবে। তবে আসিফের জন্য খুব খারাপ লাগছে। এমন মেয়েদেরকে বিয়ে করলে জীবন একেবারে তছনছ হয়ে যায়। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।
হ্যাঁ ভাইয়া আসিফের জন্য খুব খারাপ লেগেছিল কিন্তু আসিফের ভাগ্য ভালো আগেভাগেই বিপদ সরে গিয়েছে। ধন্যবাদ।
আসলে কিছু মানুষের নিজেদের ভুল সিদ্ধান্তের কারণেই নিজেদের জীবনটা নষ্ট হয়ে যায়। যেমনটা রিমা এখন তার জীবনটা নষ্ট করছে। বিয়ে না করা সত্ত্বেও ছেলেটার কথামতো তার সাথে হোটেলে থাকছে। এখন দেখা যাক পরে আবার কি হয়। অপেক্ষায় থাকলাম আপু পরবর্তী পর্বটা পড়ার জন্য।
আপু খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব শেয়ার করবো। ধন্যবাদ।
অনেক সময় মানুষের ভুল সিদ্ধান্ত তাদের জীবনকে বিপথে ঠেলে দেয়। রিমার ক্ষেত্রেও এখন একই অবস্থা। বিয়ে না করলেও, ছেলেটার সঙ্গে হোটেলে থাকা তার জন্য বড় একটি ভুল হতে পারে। এখন সময়ই বলবে পরবর্তী ঘটনা কী হবে। অপেক্ষায় আছি আপু, পরবর্তী পর্বের জন্য।
ঠিক বলেছেন আপু ভুল সিদ্ধান্ত অনেক সময় আমাদের বিপদে ফেলে দেয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে নেওয়া উচিত। ধন্যবাদ।
এই জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা মানুষের অবশ্যই দরকার বারবার ভেবে দেখা, এর পরিমাণ কি হতে পারে। একটা ভুলের পরিণাম কিন্তু মৃত্যুও হতে পারে। রিমার একেবারেই উচিত হয়নি এভাবে ছেলেটির সাথে পালিয়ে আসা। আর বিয়ের আগে তার সাথে থাকা। তার এই ভুলের পরিণাম ভয়ংকর হবে এটা বুঝতেই পারছি। অপেক্ষায় আছি এখন পরের পর্বের জন্য।
গল্পের মোড় যেদিকে যাচ্ছে তাতে বুঝা যাচ্ছে ভয়ংকর কিছু হতে চলেছে। ধন্যবাদ পরের পর্বের অপেক্ষায় থাকার জন্য।
আসলে কি বলবো ভালোবাসার কথা নিয়ে। এইরকম কাহিনি বাস্তবেও হয়ে থাকে তবে এগুলো থেকে বিরতি থাকতে হবে।ভালোবাসা এমন একটি জিনিস যেটা ধরলে একেবারে ধংশ করে দেয়। ঠিক তেমনি এই গল্পে হয়েছে। তবে ছেলেটি শুধু তার টাকা খাওয়ার জন্য প্রেম করছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ভাইয়া এটা বাস্তবের ঘটনা আর হ্যাঁ ছেলেটি টাকা খাওয়ার জন্যই এমন করেছে। ধন্যবাদ।
আপু আপনার গল্পের প্রথম পর্বটি আমি পড়ি নাই। তবে আজকের দ্বিতীয় পর্বটি পড়ে বুঝতে পারলাম। রিমা তার সংসার রেখে অন্য ছেলেদের সাথে চলে গেল। তবে আপু আমি মনে করি বিয়ে ছাড়া দুই দিন তারা হোটেলে ছিল একসাথে। এতে করে বোঝা যায় ছেলেটির উদ্দেশ্য ভালো না। আর রিমা যে টাকাগুলো নিয়ে গেল মনে হয় সেই টাকা শেষ হয়ে গেলে রিমাকে সে গ্রহণ করবে না। তবে এক মাস পর রিমার কপালে কি আছে সেটি পরে পবে জানতে পারবো আশা করি আপু।
হ্যাঁ ভাইয়া ছেলেটির উদ্দেশ্য খারাপ ছিল বলেই তারা হোটেলে উঠেছে। যাই হোক দেখা যাক পরবর্তীতে কি হয়। ধন্যবাদ।