🥰 " শ্বশুরবাড়িতে এসে আম গাছ থেকে আম পাড়ার অনুভূতি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
শ্বশুরবাড়িতে এসে আম গাছ থেকে আম পাড়ার অনুভূতিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করতে।আজকে শেয়ার করছি লাইফ স্টাইল পোস্ট।আপনারা তো অনেকেই জানেন আমি ঈদ উৎসব উদযাপন করতে শ্বশুরবাড়িতে এসেছি প্রায় ৮/৯ দিন হবে।আমার শ্বশুরবাড়িতে আম গাছ কয়েকটা ই আছে।তবে ছাদ থেকে যে আম গাছটি খুব কাছে কাল হঠাৎ মাগরিবের আজানের আগে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখি আম গাছে অনেক আম। আর সাইজে ও খুব বড় বড়।আমিতো টক ভীষণ পছন্দ করি।কিন্তু আজান দিয়ে দিবে ইফতার করবো তাই আর কাল আম পাড়া হয়নি।কিন্তু আমার তো তখন থেকেই আম খাওয়ার জন্য মনটা ছটফট ছটফট করছিলো।আর যেনো তর সইছিলো না।
আজ বিকেলে ছাদে গিয়ে আম পাড়ার চেষ্টা করেছি।আর বিফল হইনি।কিছু আম নিয়েই নীচে নেমে এসেছি।রোজা আছি তাই আম কেটে খাওয়া হলো না।রাতে ইনশা আল্লাহ খাওয়া হবে।এতো সুন্দর মূহুর্ত আপনাদের মাঝে শেয়ার না করতে পারলে মনটা খচখচ করবে।তাইতো সুন্দর অনুভূতি গুলো শেয়ার করে নিলাম।যদিও গাছে অনেক আম আছে।কিন্তু হাত দিয়ে ধরা যায়না।একজন কে দিয়ে পাড়তে হবে কিছু আম।
এ কয়দিন প্রচুর গরম পরেছে।গরমে জীবন অতিষ্ঠ।যদিও এসেছিলাম যখন তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল।এখন গরমে জীবন অতিষ্ঠ।রমজানের শেষ আর গরম পরতে শুরু করেছে।আর তো আছে দুটো রমজান।আশাকরি এই রমজান দুটো ও খুব সুন্দরভাবে কেটে যাবে।এমন গরমে ঝাল আর টক খেতে খুব ইচ্ছে করে।সবার এলাকার ওয়েদার কেমন??অবশ্যই জানাবেন।এই গরমে সবাই খুব সাবধানে থাকবেন।আর বেশী বেশী পানি পান করবেন সবাই।আমিতো আজ শ্বশুরবাড়িতে এসে আম গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছিলাম।আর সন্ধ্যার পর আম কেটে খেয়েছি।আর সজনে আর আম দিয়ে মসুর ডাল রান্না করেছি।এই আম ডাল আমার ভীষণ প্রিয়।আপনারা কে কে আম ডাল পছন্দ করেন জানাবেন কিন্তু!
আজকে আম পেড়ে ভীষণ ভালো লাগলো।আশাকরি আজকের অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঝালকাঠি |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter002/status/1905983712551895156?t=lU4TBAOh120zn1MndKzPgg&s=19
https://x.com/shimulakter002/status/1905986410831835495?t=f91-EGSfROf7l09Wi_aBGQ&s=19
https://x.com/shimulakter002/status/1905988818395693293?t=d1euVA8DDhiS3FsYUL8sZQ&s=19
https://x.com/shimulakter002/status/1905989989399502860?t=BeiHl7SGMcmmyv5nA69eHg&s=19
https://x.com/shimulakter002/status/1905990528849584585?t=1g4Fns7d0GXGQK2VRZNk7w&s=19
https://x.com/shimulakter002/status/1905896595000033607?t=sJWqbbK4DOe7gZER-doxAg&s=19
https://x.com/shimulakter002/status/1905900051010068785?t=RKcnOaPI7iS5trXuU9CUwQ&s=19