বাংলা কবিতা । অভিযাত্রী
আমি ধ্বংস স্তুপের মাঝে দাঁড়িয়ে
দেখি অনিবার্ণ বিজয়ের স্বপন,
আমি শীতের পত্রহীন শাখে
ফেরারী কিশলয় বসন্ত ঘন বন।
আমি গোপন স্বপন বুকে লয়ে
আঁধার পথের এক অভিযাত্রী,
আমি ঊষার দ্বারে আঘাত করে
ভেঙে দিব সব করুণ রাত্রি।
আমি মেঘে ঢাকা সূর্য দুপুর
কেহ রাখতে পারেনি করে বন্দী,
আমি আপন তেজে প্রাচীর টুটি
বৈরীর সাথে কখনো করিনি সন্ধি।
আমি রিক্ত বুকের দুরন্ত আশা
দৃষ্টিহীন চোখে আলো ঝলমল
আমি অনাথ শিশুর ভালোবাসা
চির হতাশায় আশা মনোবল।
ভালো লিখেছেন ভাইয়া। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ ধন্যবাদ ভাইয়া কবিতাটি পড়ার জন্য 💖
কবিতাটি দুর্দান্ত হয়েছে । আমিও এই স্টাইল ফলো করি :)
অসংখ ধন্যবাদ ভাইয়া💖
অসাধারণ হয়েছে কবিতাটি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀