DIY ||| ‎এসো নিজে করি ||| চুলের যত্নে ন্যাচারাল রেমেডি।

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি। তবে সৃষ্টিকর্তা যে রকম করে রেখেছেন সেটাই সব সময় শুকরিয়া আদায় করতে হয়। তাই আপনাদের দোয়ায় এবং আল্লাহর কৃপায় চলছে ভালোই দিন আমার।

Messenger_creation_40970875-6766-4951-8519-E59763CED68C.jpeg


বর্তমান সময়টা এমন অবস্থায় দাঁড়িয়েছে প্রত্যেকটি পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে আছে। যারাই একবার অসুস্থ হয়েছে কেন জানি সুস্থ হওয়ার পর আবারও পুনরায় সেই অসুস্থতা ফিরে আসছে। এরকম অসুস্থ আমি কখনো হইনি এবং অন্যান্যদেরও ঠিক একই অবস্থা খেয়াল করলাম । কেন সবাই এত অসুস্থ হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তারপরও সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে।তবে দোয়া রইল যারা অসুস্থ হয়নি তারা যেন ভালো থাকে এবং যারা অসুস্থ আছে তারাও যেন সুস্থ হয়ে যায় ।

বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চুলের যত্নে নতুন একটি রেমিডি নিয়ে। চুল সৌন্দর্য বৃদ্ধি করে একটি মানুষের। চুলের সৌন্দর্য যেকোনো মানুষের ফেসকে আকর্ষণীয় করে তুলে। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ সবকিছুরি যত্ন নেওয়া দরকার। কথায় আছে যত্নে রত্ন বারে তাই যে কোন জিনিস আপনি যত যত্ন করবেন সেই জিনিসটি অত সুন্দর ও সতেজ থাকে। বিশেষ করে প্রাকৃতিক বা ন্যাচারাল উপকরণ গুলো দিয়ে যদি আমরা আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গুলোর যত্ন নেই তাহলে ক্যামিকেল থেকে অন্তত মুক্ত থাকতে পারবো।আর বর্তমান সময়টা এমন হয়েছে যেটাই ব্যবহার করেন না কেন প্রথম প্রোডাক্টগুলো হয়তো ভালো পাওয়া যায় তারপরেই আবার নকল পণ্য শুরু হয়ে যায় । তাইতো নকল এড়াতে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নিজে ভালো থাকার জন্য অনেক ঘরোয়া টোটকা মেনে সুন্দর কিছু রেমেডি আমরা ব্যবহার করতে পারি। আমি আজ আপনাদের জন্য চুলের যত্নে প্রাকৃতিক রেমিডি নিয়ে হাজির হয়েছি। চলনার কথা না বাড়িয়ে রেমিডিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।মেহেদি পাতা।
২।অ্যালোভেরা।
৩।সামান্য নারকেল তেল।
৪।চা।

Messenger_creation_0FA2526B-B081-412E-A0EB-F573C6AC5508.jpegMessenger_creation_11EBB843-FAA5-44EA-8D11-92B9295980C5.jpeg
Messenger_creation_11D789F9-319F-4BC1-B8CA-0A5A4146A379.jpegMessenger_creation_B4F83745-C1C3-46D9-AC43-0E30BDD9D890.jpeg

↩️প্রস্তুত প্রণালীর↪️

💠প্রথম ধাপ💠

IMG_20250818_001003.jpg

প্রথমে মেহেদি পাতাগুলো সুন্দর করে ডাল থেকে পাতা ছাড়িয়ে নিয়েছি।

💠দ্বিতীয় ধাপ💠

Messenger_creation_F212B442-DEE1-49A5-8586-E1DBBAC9CF39.jpeg

এবার সেই পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি।

💠তৃতীয় ধাপ💠

Messenger_creation_B2CCAB1B-107F-4047-A607-85924D022571.jpeg

এবার মেহেদি পাতাগুলো মিহি করে বেটে নিয়েছি

💠চতুর্থ ধাপ💠

Messenger_creation_52C54A0D-0BC3-4497-B94E-91910CAB5E0C.jpeg

অ্যালোভেরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।

💠পঞ্চম ধাপ💠

Messenger_creation_57411EC5-B05E-46DB-953E-87958EFD1B1E.jpeg

এবার অ্যালোভেরা শিলপাটায় বেটে নিয়েছি।

💠ষষ্ঠ ধাপ💠

Messenger_creation_ED957696-1034-49A0-890F-44AE25D82A10.jpeg

চা মিক্স করে নিয়েছি।

💠সপ্তম ধাপ💠

Messenger_creation_402FF13E-E7F7-4C1A-ACBA-68E03701F2AB.jpeg

সামান্য পরিমান নারকেল তেল দিয়ে সুন্দর একটি রেমেডি তৈরি করে নিয়েছি । আর এভাবে হয়ে গেল আমার প্রাকৃতিক এভাবে "চুলের যত্নে ন্যাচারাল রেমেডি"। এবার এই "চুলের যত্নে ন্যাচারাল রেমেডি" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png




Sort:  
 9 days ago 

এমন ন্যাচারাল রেমেডি ব্যবহার করে চুলের যত্ন নেওয়া অনেক বেশি ভালো। বাইরের বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে যা আমাদের চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর তবে আমাদের নিজে তৈরি করা এমন হোম রেমেডি কখনোই আমাদের চুলের জন্য ক্ষতিকর হবে না। আজকে আপনার চুলের যত্নের এই রেমেডিটি দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি রেমেডি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 days ago 

অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর উৎসাহ মূলক একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ।

 8 days ago 

চুলের প্রতি যত্নশীল হওয়া উচিত। চুলের প্রতি যত্নশীল হলে চুল ভালো থাকবে। আমরা অনেক সময় ব্যস্ততার মধ্যে নিজের যত্ন করতেই ভুলে যাই। আপু আপনার এই পোস্ট দেখে ভালো লাগলো।

 7 days ago 

সত্যিই বলেছেন আপু আমরা নিজের যত্ন করতেই ভুলে যাই এই সংসারের পেছনে পড়ে।