রেসিপি পোস্ট ||| মজাদার ছোট মাছের দোপেঁয়াজি ||| original recipe by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে এই বৃষ্টিময় আবহাওয়ায় সুন্দর পরিবেশে সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। কয়েকদিন হল প্রচন্ড বৃষ্টি। বৃষ্টি ভালো লাগে কিন্তু প্রত্যেকটি জিনিসের একটি সীমা থাকে। যে কোন কিছু সীমা অতিক্রম করলে তখন আর ভালো লাগেনা। বৃষ্টির বেলায় হয়েছে ও তাই অতিরিক্ত বৃষ্টির কারণে সবকিছু কেন জানি স্বেতসেতে এবং বিরক্ত লাগছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে যারা গ্রাম অঞ্চলে নদীর আশেপাশে তাদের পথঘাট গুলো রাস্তা একদম পানিতে ডুবে গেছে তাদের জন্য কষ্ট লাগছে।প্রাণ ভরে দোয়া রইল সৃষ্টিকর্তা যেন তাদের এই বিপদ থেকে রক্ষা করে।কারণ মানুষ মানুষের জন্য। অনেক কথা বলে ফেললাম।আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে। ছোট মাছ খেতে জানিনা কার কেমন লাগে। তবে ছোট মাছ আমার অনেক ভালো লাগে। বিশেষ করে একদম পেঁয়াজের সঙ্গে যে মাছটি মিশে যায় সেই মাছটি খেতে খুব ভালো লাগে। ছোট মাছ আমাদের চোখের জন্য অনেক ভালো দৃষ্টিশক্তি বাড়ায়। এবং অন্যান্য ভিটামিন পুষ্টিগুনে ভরপুর।আমি আজ আপনাদের মাঝে "মজাদার ছোট মাছের দোপেঁয়াজি" নিয়ে হাজির হয়েছি। চলন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক।
# উপকরণ সমূহঃ-
১।ছোট মাছ
২।পেঁয়াজ ।
৩।কাঁচা মরিচ ।
৪।হলুদের গুড়া।
৫।জিরা গুড়া ।
৬।ধনিয়া গুড়া।
৭।রসুন।
৮।লবণ।
৯।সয়াবিন তেল।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
প্রথমের ছোট মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
এবার সেই পরিষ্কার করে ধোয়া মাছগুলো আবারো লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি।
কাঁচা মরিচ পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি ।
পেঁয়াজ রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার একটি ফ্রাই প্যানে কাঁচামরিচ কুঁচি ও পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি ।
মেখে নেওয়ার সমস্ত মসলার ভিতরে ছোট মাছগুলো দিয়ে আলতো ভাবে আবারো মেখে নিয়েছি।
এবার সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করে নিয়েছি।
![]() | ![]() |
---|
রেসিপি পানি যখন শুকিয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "মজাদার ছোট মাছের দোপেঁয়াজি"।এবার এই "মজাদার ছোট মাছের দোপেঁয়াজি" র একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩
আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এরকম রেসিপি গুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনি আজকের রেসিপিটা খুব সুন্দর ভাবে তৈরি করলেন। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল রেসিপিটি। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এটা। অন্যরাও তৈরি করতে পারবে এটা দেখলে।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
ছোট মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই ছোট মাছগুলো খেতে কাঁটা একদম লাগে না। যার কারনে আমার কাছে ভালোই লাগে খেতে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আমার রেসিপি আপনার ভালো লেগেছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
ছোট মাছ খেতে আমার খুবই ভালো লাগে। এইভাবে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে খেতে দুর্দান্ত হয়। আপনি খুব সুন্দর ভাবে রেসিপি টি উপস্থাপন করেছেন আপু। দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ছোট মাছ খেতে খুবই ভালো লাগে। আর ছোট মাছ অনেক পুষ্টিকর। আমি বাজারে গেলেই ছোট মাছ কেনার চেষ্টা করি। চমৎকার একটি রেসিপি উপস্থাপন করেছেন আপু। অনেক ধন্যবাদ জানাচ্ছি।
উৎস মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমারও কিন্তু ছোট মাছ খেতে বেশ ভালো লাগে। তাছাড়া ছোট মাছগুলো একটু ঝাল করে রান্না করলে খেতে আরো দারুন হয়। আপনার এই ছোট মাছের দোপেয়াজি রেসিপিটি দেখে মনে হচ্ছে ভীষণ লোভনীয় হয়েছে। এ ধরনের রেসিপি দেখলে ভীষণ লোভ লাগে। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
মজাদার ছোট মাছের দোপেঁয়াজি রেসিপি শেয়ার করেছেন। আমার ছোট মাছ ভীষণ পছন্দের।আমি বড় মাছ তেমন একটা খাই না বললেই চলে,, তবে ছোট মাছ ভাজি খেতে ভীষণ পছন্দ করি। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।
ঠিক বলেছেন ভাই ছোট মাছ ভাঁজিও অনেক মজা লাগে।
https://x.com/mst_akter31610/status/1945813242770600219?t=5rLI9EIAS153VAhQCGTZ7A&s=19
https://x.com/mst_akter31610/status/1945817634177536077?t=UwEpTDmz9e_JZtPw4mmuwA&s=19
ছোট মাছ এভাবে রান্না করলে, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া রেসিপির কালারটাও চমৎকার এসেছে। খুব ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাই এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অনেক মজার।