ডাই পোস্ট ||| তরমুজের বিচি ও ক্লে দিয়ে টপসহ ফুলের গাছ ||| original diy by@saymaakter.

in আমার বাংলা ব্লগ19 days ago

div class="text-justify">

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল সদস্যরা পরিবারকে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।তবে আবহাওয়া এতটা উত্তপ্ত যার কারণে কখন কে অসুস্থ হয়ে যায় ঠিক বলা যায় না। এই ভালো এই খারাপ এ যেন হঠাৎ বৃষ্টি। তেমনি মানুষও হয়তো এক সময় সুস্থ আরেক সময় অসুস্থ হয়ে যাচ্ছে সবার মঙ্গল কামনা করছি সৃষ্টিকর্তা সবাইকে যেন ভালো রাখে।

Messenger_creation_E514C74B-987F-4A71-8F15-4EBFAF851195.jpeg


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে ডাই পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে ক্লে ও তরমুজের বিচি দিয়ে টপসহ একটি ফুল গাছ নিয়ে হাজির হয়েছি। ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি তৈরি করতেও বেশ ভালো লাগে। নিত্য নতুন আকর্ষণীয় জিনিস তৈরি করে ঘর সাজিয়ে রাখলেও ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাইতো তরমুজের বিচি ও ক্লে দিয়ে সুন্দর একটি টপসহ ফুলের গাছ তৈরি করে ফেললাম। চলুন আর কথা না বাড়িয়ে তরমুজের বিচি ও ক্লে দিয়ে টপসহ ফুল গাছটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।তরমুজের বিচি।
২।ক্লে।
৩।কাঠি।
৪।বোতলের মুখ।
৫।গ্লিটার কাগজ।

Messenger_creation_17FFAFEF-E224-4027-BC56-516E7724D751.jpegMessenger_creation_845F9806-DF6E-46C3-994B-B1A6BDE22A5D.jpeg
Messenger_creation_42AE41C5-C738-41F7-86F8-32AA3E9C9B71.jpegMessenger_creation_0F9AA7C8-A0EE-470B-945C-448E99B760AA.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

💠প্রথম ধাপ💠

Messenger_creation_F47EC64F-F6C2-4E21-AD2C-2CA8095FFDA1.jpeg

প্রথমে সামান্য কিছু ক্লে নিয়েছি।

💠দ্বিতীয় ধাপ💠

Messenger_creation_5E5E0E95-8420-4C44-B949-EDF73FF6DC7E.jpeg

Messenger_creation_76DB6F43-9F3F-49F3-A7E8-6B80164B0C57.jpeg

এবার সেই ক্লে হাতের সাহায্যে গোল করে নিয়েছি।

💠তৃতীয় ধাপ💠

Messenger_creation_0DA0AE69-0345-4B04-A878-9A5F37656E80.jpeg

গোল করে নেওয়া ক্লে এর চতুর সাইডে তরমুজের বিচি একটি করে পাপড়ির মত লাগিয়ে নিয়েছি।

💠চতুর্থ ধাপ💠

Messenger_creation_B83FB761-D2CD-42B0-9ED8-E2CE957F9E8F.jpeg

এবার নীল রংয়ের ক্লে গোল করে নিয়েছি।

💠পঞ্চম ধাপ💠

Messenger_creation_052D2360-09CE-40D6-B352-ED26BDACD9A5.jpeg

ঠিক একইভাবে সবগুলো ক্লে তে তরমুজের বিচি লাগিয়ে ফুল বানিয়ে নিয়েছি।

💠ষষ্ঠ ধাপ💠

Messenger_creation_E50A3BB9-D690-4FBF-B1B9-7E67E136E661.jpeg

এবার একটি বোতলের মুখে কিছু ক্লে দিয়ে নিয়েছি ।

💠সপ্তম ধাপ💠

Messenger_creation_60E88BEC-23DA-45D7-B1D6-101A6571BDED.jpeg

একটি কাঠিতে সবুজ রঙের ক্লে দিয়ে গাছ তৈরি করে নিয়েছি ।

💠অষ্টম ধাপ💠

Messenger_creation_EFB612D6-B9DE-4E88-AD41-27086101744A.jpeg

এবার ফুলের সাথে গাছ লাগিয়ে নিয়েছি।

💠নবম ধাপ💠

Messenger_creation_F3538437-AE4E-4F25-872E-AF86E6041286.jpeg

কিছু পাতার সেভ করে নিয়েছি।

💠দশম ধাপ💠

Messenger_creation_678D998A-6839-4A31-AC22-0C2BEB583812.jpeg

গাছের সাথে পাতাগুলো লাগিয়ে নিয়েছি।

💠এগারো তম ধাপ💠

Messenger_creation_C48FA6D3-33D0-48B2-9430-0EB805709DAD.jpeg

এবার একটি করে গাছ টপে লাগিয়ে দিয়েছি এবং টপের বাইরের সাইডটা গ্লিটার কাগজ দিয়ে লাগিয়ে নিয়েছি সৌন্দর্য বাড়ানোর জন্য আর এভাবেই হয়ে গেল আমার "তরমুজের বিচি ও ক্লে দিয়ে টপসহ ফুলের গাছ"। এবার এই "তরমুজের বিচি ও ক্লে দিয়ে টপসহ ফুলের গাছ" এর একটি ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 17 days ago 

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই ফুলের গাছ৷ যেভাবে আপনি তরমুজের বিচি দিয়ে ক্লে এর সাথে এই ফুলের গাছ তৈরি করে ফেলেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে এই গাছ তৈরি করার ধাপ গুলো একের পর এক খুব সুন্দর ভাবে আপনি শেয়ার করেছেন। এটি তৈরি করার পর যখন শেষ পর্যন্ত আপনি এর মূল ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি দেখে খুব ভালো লাগছে৷

 4 days ago 

প্রশংসা মূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 16 days ago 

বাহ বেশ দারুণ তো। খুবই সুন্দর লাগছে দেখে। বেশ নতুন একটা জিনিস দেখলাম। তরমুজের বিচি এবং ক্লে দিয়ে টপসহ গাছটা বেশ তৈরি করেছেন। খুবই সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

 4 days ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।