স্বরচিত কবিতা ||| মায়ের ভালোবাসা ||| original poetry by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা এই প্রচন্ড তাপদাহ আবহাওয়ায় আশা করছি সবাই পরিবারকে সুন্দরভাবে দিন যাপন করছেন। সেই সাথে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আপনাদের মাঝে ভিন্ন ধরনের ব্লগ নিয়ে হাজির হয়েছি।এই পৃথিবীতে যে সব থেকে সবার প্রিয় সে হচ্ছে মা। মায়ের মত আপন এই পৃথিবীতে আর একটিও কেউ নেই। মায়ের ভালোবাসাটাই অন্যরকম নিঃস্বার্থ ভালোবাসা। যেকোনো ভালবাসায় বর্তমান এই সমাজে স্বার্থ জড়িয়ে থাকে। একমাত্র মায়ের ভালোবাসাটাই নিঃস্বার্থ।মা কত কষ্ট করে দিনের পর দিন তার সন্তানকে মানুষ করে। কত রাত জেগে খেয়ে না খেয়ে সন্তানের ভালো থাকার জন্য দিনের পর দিন কত কষ্টের মধ্যে দিনগুলো পার করে। সন্তান ভালো থাকবে বলে তার কত শখ বিসর্জন দেয়। মা দেরও থাকে কত রকমের শখ কিন্তু সে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছুই বিসর্জন দেয়।
আসলে মায়ের কথা বললে মায়ের কথা লিখলে শেষ হবে না লেখা। পৃথিবীর সব কিছু লিখে শেষ করা যাবে মায়ের কথা লিখে শেষ করা যাবে না। কারণ তার ভালোবাসা তার স্নেহ মায়া-মমতা সন্তানের যেন এতটা গভীর এবং এতটা নিঃস্বার্থ। একটি সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে তার মা। মায়ের মাধ্যমে তার পথ চলা। মায়ের কাছ থেকেই তার ভাষা শেখা। সন্তানের সবকিছুতেই মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি। তাইতো আজ মা দিবসে পৃথিবীর সকল মা ভালো থাক এবং তারা সুস্থ থাক এই কামনাই করি। আজ মা দিবস উপলক্ষে আমার স্বরচিত কবিতা মায়ের ভালোবাসা। চলন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতাটি দেখে নেওয়া যাক ।
সে যে আমার মা
মায়ের তুলনা এই পৃথিবীতে
কোন কিছুতেই মিলেনা।
নেই যে তুলনা,
মা ছাড়া এই পৃথিবীতে
কেউ আপন না ।
এই ভুবনের সেরা
তুমি পাশে থাকলে
হব না দিশাহারা।
তুমি মুখের ভাষা,
তুমি তো যত্নে গড়েছো
ভালোবাসার মায়া।
তুমি হৃদয়ের যত ভাবনা
তুমি থাকলে পাশে
হৃদয়ের শান্তি মেলে।
যতই লিখি হবে না তা শেষ
তোমার প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকবে জীবনভর।
তোমায় ছাড়া জীবন
হতো মিথ্যে এবং অসহায়।
ভালো থেকো সকল মা ভালো থেকো তোমরা
মা দিবসে এই কামনা করি আমরা।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 1/8) Get profit votes with @tipU :)
https://x.com/mst_akter31610/status/1921755395120394706?t=Z7Y7_x_Ydb3UzFwXZqRPSQ&s=19
https://x.com/mst_akter31610/status/1921756443876769997?t=0E8YlN538PHaLSVuKVDhnw&s=19
মাকে নিয়ে কবিতা অসম্ভব সুন্দর লিখেছেন আপনি। সত্যি মায়ের কোন তুলনা হয় না। মাই আমাদের পথ নির্দেশক, আমাদের মুখের ভাষা। আমাদের অসময়ে সবসময় একমাত্র মাই আমাদের পাশে থাকে। আমাদের যত্নে আগলে রাখে। ধন্যবাদ মা সম্পর্কে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু আপনি মাকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন আজকে।মাকে নিয়ে কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। মা হচ্ছে আমাদের প্রান মনি।যাইহোক আপনার পুরো কবিতা টি পড়ে মনটা ভরে গেলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মায়ের ভালোবাসার কোন তুলনা হয় না। মা আমাদের জন্য আমাদের আত্মার মতো কাজ করে। আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে এবং আমাদের দুঃখের সময় সব সময়ই পাশে থাকে। ধন্যবাদ মায়ের ভালোবাসা সম্পর্কে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দাদা।