সতর্কতা মূলক পোস্ট ||| সুস্থ থাকি নিরাপদ পানি পান করি ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সতর্কতা মূলক পোস্ট নিয়ে যার নাম "সুস্থ থাকি নিরাপদ পানি পান করি"।
আর যখন পোস্ট লিখব কি পোস্ট লিখব ভেবে পাচ্ছিলাম না তখন হঠাৎ করে মনে হলো একটু সতর্কতা মূলক পোস্ট লিখি। বর্তমান সময়ে মানুষের প্রচন্ড অসুখ বিসুখ হচ্ছে।প্রত্যেকটি পরিবারে গেলে দেখা যায় একজন না একজন সেই পরিবারের অসুস্থ হয়ে রয়ে গেছে। আসলে পরিবারে কেউ অসুস্থ হয়ে থাকলে মনটাও ভালো লাগেনা। মনে হয় কোন মুহূর্তে তাকে সুস্থ করে তুলতে পারবো। পরিবারটা এমন সুতা দিয়ে গাথা সবাই যেন গৃহিণীর কাছে সমান। পানির মাধ্যমে বিভিন্ন রকমের রোগ ছড়াচ্ছে।
প্রচন্ড বৃষ্টির কারণে নদী নালা খাল বিল সবকিছু ভরপুর হচ্ছে। নোংরা আবর্জনা গুলো নদীতে গিয়ে দূষিত হচ্ছে। এতে করে যেখানে ভালো কোন ব্যবস্থা নেই নদীর উপর নির্ভরশীল তারা সেই পানি পান করছে এবং অসুস্থ হয়ে পড়ছে। আবার অনেক সময় গ্রামের লোকজনরা কলসের ভেতরে পানি রাখে এবং সেই পানি হয়তো মনের ভুলে ঢাকনা দিয়ে ঢাকতে ও ভুলে যায় কারণ এই বর্তমান গ্রীষ্মকালীন সময়ে পোকামাকড় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ শুকনা জায়গায় আশ্রয় নেয়।
হয়তো সেই অসাবধানতায় সেই কলসের পানির ভেতরে কীটপতঙ্গ গুলো পড়ে গেলে সেই পানি আমরা না দেখে অনেক সময় পান করি। আর এভাবেই পানি দূষিত হয়ে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। নদীর সেই দূষিত পানি পান করেও বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হই। শহর বা গ্রামের যেখানেই বলেন না কেন নিজেকে সুস্থ রাখার জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হয় আমাদেরকে। পানির কোন সমস্যা মনে হলে সেই পানি আমাদের ফুটিয়ে খাওয়া উচিত।পানিতে জীবাণু থাকলে সেই পানিকে জীবাণুমুক্ত করে খেতে হবে। নিরাপদ পানি পান করি সুস্থ থাকি সবাই বাঁচি।
আজকের মত এখানে শেষ করছি আবারো নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে।সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩
https://x.com/mst_akter31610/status/1945080915400532160?t=36z_3H7wfVdBMHJQlD6T1A&s=19
https://x.com/mst_akter31610/status/1945082221385117910?t=r9PIVRk5ogxUuVoL_CG8FA&s=19