জেনারেল রাইটিং ||| ভালো লাগে গ্রামের বাড়ি ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে ঈদের এই ছুটিতে অনেক সুন্দর সময় উপভোগ করছেন এবং পরিবারের সকলকে নিয়ে অনেক আনন্দঘন পরিবেশে সময় কাটাচ্ছেন। আমিও আলহামদুলিল্লাহ সপরিবারে গ্রামের বাড়িতে গিয়ে অনেক আনন্দঘন সময় অতিবাহিত করেছি।
আজকে আবারো আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। । আশা করি আমার ব্লগগুলো আপনাদের অনেক ভালো লাগে কারণ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে ব্লগ লেখার আগ্রহ দিন দিন অনেক বেড়ে চলেছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মাঝে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আনন্দঘন সময় অতিবাহিত করার কিছু মহত্ব আপনাদের সাথে শেয়ার করব।আশা করি আমরা লোকটি অনেক মনোযোগ দিয়ে পড়বেন।
বিজনেস এর কারণে ঈদের আগে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। তাই ব্যবসায়িক সকল সমস্যার সমাধান করে ঈদের পরে গ্রামের বাড়িতে সপরিবারে যাওয়া। আর গ্রামের বাড়ি মানে আমার ছেলেদের অনেক আনন্দের একটি জায়গা কারণ তারা গ্রামের বাড়িতে গেলে অনেক দৌড়াদৌড়ি এবং অনেক খেলাধুলা করে।আমিও তাদের সম্পূর্ণ স্বাধীন করে দেই, যে কয়দিন গ্রামের বাড়িতে থাকি ওরা ওদের মন মত সবকিছু করে,এতে ওদের মাইন্ডটা ফ্রেশ হয় আমি বুঝতে পারি।এই কারণে গ্রামের বাড়িতে গেলে কখনো ওদেরকে ধরা বাধা কোনো নিয়মের মধ্যে রাখতে চাই না, গ্রামে যে কয়দিন থাকবে ওদের মন মতো ঘোরাফেরা করুক, খেলাধুলা করুক এবং সকল চাওয়া গুলো পূর্ণ করুক এটাই আমি করে থাকি।
এবার ঈদের পরে গ্রামের বাড়িতে যাওয়ার পরে অনেক আনন্দ এবং অনেক ভালোলাগার সময় অতিবাহিত করেছি। কারন। কারন আমাদের সকল আত্মীয়স্বজনের সঙ্গে ঘোরাফেরা করেছি এবং অনেক আত্মীয়দের বাসাতেও বেড়াতে গিশেছি।এজন্য আমার নিজেরও অনেক ভালো লেগেছে, তবে আরো কিছু বিশেষ মানুষের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে আসলে সাক্ষাৎ করতে পারেনি। এরপরেও যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং যাদের বাসায় গিয়েছি বেশি ভালো লেগেছে। এরপরে হয়তো বা আরেকটু সময় নিয়ে যাব যাতে আর বাকি যাদের সঙ্গে দেখা করতে পারিনি বা যাদের বাসায় যেতে পারিনি তাদের বাসায় যেন অনেক সময় অতিবাহিত করতে পারি।
আসলে গ্রামে গেলে সকলের সঙ্গে দেখা করি এবং সকলের বাসায় কিছু সময় দেই এবং সকলের সঙ্গে একটু চা চক্র করি।এতে মনটা অনেক ভালো হয় এবং পরবর্তী বাসায় এসে সকল কাজ করতে অনেক বেশি আগ্রহ এবং ইচ্ছা হয়ে থাকে। এজন্য যখনই সময় পাই তখনই ছুটে যাই গ্রামের বাসায় এবং গ্রামে গিয়ে সবার সঙ্গে দেখা করার চেষ্টা করি এবং সবার সঙ্গে মন খুলে গল্প করার চেষ্টা করি। এতে আমার অনেক ভালো লাগে এবং আমি মনে করি যাদের সঙ্গে আলাপচারিতা করি তাদেরও ভালো লাগে। এইজন্যই গ্রামের পরিবেশটাকে আমার অনেক বেশি ভালো লাগে,তাই গ্রামকে খুব বেশি মিস করি।
আজকের মত এখানেই শেষ করছি আবারো নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত সকলের কাছে বিদায় নিচ্ছি।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
ঈদের পর বেশ কিছুদিন গ্রামে ছিলাম। গ্রামের পরিবেশটা আমার কাছে ভালোই লাগে। সবকিছু প্রাকৃতিক, ন্যাচারাল জিনিসপত্র পাওয়া যায়। গ্রামের আবহাওয়া খুবই ভালো। অনেক ধরনের গাছপালা এখানে রয়েছে। অথচ শহরে ইট পাথরের দালানকোঠা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। শহরের মানুষগুলো পাথরের মত শক্ত। পরিশেষে বলতে চায় আমার কাছেও গ্রাম ভালো লাগে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
https://x.com/mst_akter31610/status/1908767440533938598?t=JMn6Cs23lGqlBiDXvhHhFA&s=19
https://x.com/mst_akter31610/status/1908768400685621514?t=udB1fMuLJoXAGw1LI8GvWg&s=19
https://x.com/mst_akter31610/status/1908768959198814695?t=M-nhJv9NC7ycQnbAamVxqA&s=19
https://x.com/mst_akter31610/status/1908769615150538942?t=QKufh1DnfWV7VDDACD6VPw&s=19
https://x.com/mst_akter31610/status/1908770338156015806?t=z_Jdd14ezOKr_fxqKjb8XQ&s=19
https://x.com/mst_akter31610/status/1908893723922235449?t=TOwAJ037CroMiuk6RmhlKQ&s=19
https://x.com/mst_akter31610/status/1908896041207742857?t=j-HVxsM8VXc2DGsJVRCVOQ&s=19