ছোট গল্প ||| আমার চোখে তুমি পর্ব-০৮ ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং পরিবারসহ সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানিনা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে? আজকে আমি আমার ছোট গল্প "আমার চোখে তুমি পর্ব-০৮" নিয়ে হাজির হয়েছি। গত পর্বগুলোতে আপনাদের সুচিন্তিত মতামত পড়ে অনেক ভালো লেগেছে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্বে কি আছে তা দেখে নেওয়া যাক।
তখন হৃদয় বললো আমি সবকিছু শোনার জন্য প্রস্তুত। হৃদয়ের বন্ধু হৃদয়কে সব কথাগুলো খুলে বলল। হৃদয় কথাগুলো শুনে অনেকক্ষণ চুপ করে রইল। হৃদয় বলল আমি যাকে মন থেকে ভালোবেসেছি তাকেই পাবো এবং তার চোখ আছে কিনা হাত আছে কিনা সেটা আমার দেখার বিষয় না আমি ভালোবেসেছি তাকে নিয়েই সারা জীবন চলতে চাই। আমার চোখে এই কোন দুনিয়াটা দেখবে নীলা। ভালোবাসা এতটা সহজ না যার জন্য দেশ ত্যাগ করে অর্থ উপার্জনের জন্য এই বিদেশে পাড়ি জমালাম যাকে নিয়ে এত স্বপ্ন কল্পনা তাকে আমি কিছুতেই হারাতে পারবো না।
প্রয়োজন এ নীলাকে আমি বিদেশে নিয়ে এসে ভালো ট্রিটমেন্ট করে তার চোখে আলো ফিরিয়ে দিব। তারপর নিলা যখন ফোন ধরছিলই না কিছুদিন পর হৃদয় দেশে ফিরল। এবং বিয়ের সকল মারকেট নিয়ে চলে এলো দেশে। হৃদয় তার মনের কথাগুলো নীলার বাবা-মাকে বলল। কিন্তু হৃদয়ের বাবা-মা কিছুতেই রাজি ছিল না। হৃদয় তার বাবা মাকে বললো তোমরা যদি নীলাকে গ্রহণ না কর তাহলে আমাকে হারাবে। তারপর দুইপক্ষের কথাবার্তা চলে একটি বিয়ের ডেট ফিক্স করে নিলা ও হৃদয়ের বিয়ের কাজ কমপ্লিট হয়। নীলা হৃদয়ের কাছে নিজেকে অনেক অপরাধী মনে করছে।
হৃদয় নীলাকে সব বুঝিয়ে বলল তুমি মন খারাপ করো না আমি তোমাকে দেশের বাইরে নিয়ে গিয়ে তোমার চোখ ঠিক করে আনবো। এরপর এটি ডেট ফিক্সড হয় মিলা ও হৃদয় দুজনে দেশের বাইরে চলে যায়। সেখানে ভালো ডাক্তার দেখিয়ে নীলার চোখের আলো আবার ফিরে পেল। নীলা ডাক্তারদের বলল আমার এই চোখের ব্যান্ডেজ প্রথম খুলে আমি আমার প্রিয় মানুষটিকে দেখতে চাই। আমার এই নতুন চোখে শুধু তুমিই থাকবে। তারপর যখন চোখের ব্যান্ডেজ ডাক্তাররা খুলল পেছন থেকে আস্তে আস্তে তাকাতে বলল এবং সামনে হৃদয়কে বসিয়ে রাখল। হৃদয়কে দেখে নীলা খুশিতে আত্মহারা হয়ে পড়ল।
এই আমার স্বপ্নের হৃদয় যাকে এক নজর একটু দেখার জন্য কতটা মন ব্যাকুল ছিল। আজ কত কষ্টের পর আমি তাকে অতি কাছ থেকে দেখতে পেলাম।সত্যিকারের ভালবাসা কখনো অপূর্নতা থাকে না। আজ এই পর্যন্ত আবারও হাজির হব নতুন কোন গল্প নিয়ে।আমার চোখে তুমি গল্পটি কেমন লাগলো আশা করছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাব।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1905890173742715359?t=ViR0jp8fCDCJeyvlQNGE9A&s=19
https://x.com/mst_akter31610/status/1905891335477076351?t=jDXi1Q-TigxljV1PwkGuaw&s=19