জেনারেল রাইটিং ||| সুসময় অনেক বন্ধু হয় কিন্তু অসময়ে পাশে কেউ নেই।
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি এই পবিত্র মাহে রমজানের সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং সুখের সময় সবাই থাকে কিন্তু দুঃখের সময় কেউ পাশে থাকে না।
সৃষ্টিকর্তা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন।পৃথিবীটা যেমন সুন্দর তেমনি এই পৃথিবীর মানুষজন। সুন্দর পৃথিবীতে আমরা সবাই এসেছি দুদিনের জন্য। কিন্তু এই দুদিনের জন্য আসা-যাওয়া এই কথাটি আমরা কেউ হৃদয়ের মাঝে রাখি না। আমরা নিজেকে অনেক বড় মনে করি আমরা মনে করি আমরা হয়তোবা এই পৃথিবীতে এসেছি সারা জীবনের জন্য আর হয়তো আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে যাব না।
আর তার জন্যই মানুষ অন্যরকম হিংস্র পশুর মত হয়ে যাচ্ছে। মানুষ আর মানুষের মধ্যে নেই। ভদ্রতা নর্মতা মানবতা আজ হারিয়ে গেছে মানুষের ভেতর থেকে।স্বার্থের জন্য মানুষ মানুষকে এতটুকু ছাড় দিচ্ছে না। যেখানে পাচ্ছে সেখানেই মানুষকে জবাই করছে। এ স্বার্থপর দুনিয়ায় সম্পর্কগুলো আগের মত নেই।মায়া মমতা সব কিছুই হারিয়ে গেছে টাকার সম্পর্কের জন্য । সুখের সাথি সবাই হতে চায় কিন্তু দুঃখের সময় কেউ পাশে থাকে না।যখন আর্থিক অবস্থা ভালো থাকবে মা বাবা ভাই বোন সবাই আপনার কদর করবে কিন্তু যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় তখন আপনার বাসার ওই বুয়া টি ও আপনাকে মূল্যায়ন করবে না।
আসলে সবাই তেলের মাথায় তেল ঢালতে বেশি পছন্দ করে।যে কষ্টের ভিতরে থাকে কিভাবে তার দিন চলছে হয়তো সে কষ্টের কথা কাউকে বলতেও পারছে না। তারও দিন যাচ্ছে কোন রকম। সে বিলাসিতায় দিনগুলো কাটাচ্ছে না। তবে যারা ধৈর্য ধরে কষ্ট করে চলতে পারে এবং পরিশ্রম করে তাদের জীবনটাও একসময় পরিবর্তন হয়। আসলে কার ভাগ্যের কি আছে আমরা কেউ বলতে পারি না। ভাগ্য সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে।তবে আমাদের উচিত যারা নিজের কষ্ট মুখ ফুটে কাউকে বলতে পারেনা শুধু আল্লাহর দিকে চেয়ে থাকে। তাকে কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করা। কোন না কোন ভাবে এবং তাকে বুঝতে দেওয়া উচিত না তাকে আমরা সাহায্য করছি।
আমাদের সেটাই করা উচিত যেটা করলে সেই ভাই অথবা বোনটি মনে কষ্ট না পায়। গোপনীয় ভাবে সাহায্য করা উচিত। গোপনীয় ভাবে সাহায্য করা অনেক সোয়াবের কাজ।কোন সাহায্য সহযোগিতা কারে কারও মাঝে প্রকাশ করাটাও আমাদের সৃষ্টিকর্তা পছন্দ করে না। সুখের সময় আত্মীয়-স্বজন সবাই আপনার খবর নিবে দাওয়াত করবে।
আপনি তাদের বাসায় না গেলে মন খারাপ করবে আপনাকে ফোনে মেসেজ করবে। সবদিক থেকেই আপনার জন্য অন্যরকম একটি আয়োজন করবে। কিন্তু একই পরিবারের যদি দুটো ভাই থাকে একটির অবস্থা খারাপ থাকে তখন সেই ফ্যামিলির কোন খবর কেউ রাখে না কারণ তার দোষ সে অনেক কষ্টে বা দুখে আছে। সৃষ্টিকর্তা পারে না এমন কিছু নেই। কাকে কখন কোন পজিশনে সৃষ্টিকর্তা দাঁড় করাবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো বোঝেন। তবে আমার মনে হয় দুঃখের সময় কারো পাশে একটু হলেও থাকা উচিত।
যদিও সেই ব্যক্তিটি অনেক হতাশাগ্রস্ত তাই তাকে শুধু টাকা দিয়ে সাহায্য করা নয়, কথা দিয়েও সাহায্য করা যেতে পারে। আমরা অনেক কিছুই খেয়াল করলে বুঝতে পারি সুখী ও দুঃখী মানুষের পার্থক্যগুলো। নিজেকে দিয়েও অনেক কিছু প্রমাণ পাওয়া যায়। একটা মানুষ সব সময় আনন্দ বা সুখে থাকে না। দুঃখ আসে তবে চিরস্থায়ী নয়। কাজেই এখান থেকেও অনেকটা প্রমাণ আমরা পেয়ে যাই। সুখের সময় সবাই পাশে থাকে দুঃখের সময় কেউ পাশে থাকে না।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1904232498751782915?t=pj8kLSrcY6nMxHj0zNBxWw&s=19
https://x.com/mst_akter31610/status/1904241254260752611?t=4Vufsw9eVgTMmEIs-wz0Cg&s=19
অনেকেই সুখের সময় পাশে থাকে কিন্তু দুঃখের সময় যাদের পাশে পাওয়া যায় না। নিজের অনেক আত্মীয়-স্বজন এমন আছে যারা ভালো সময় পাশে থাকে খারাপ সময়ে খোঁজ নিয়েও দেখেনা। বিপদে যে সকল মানুষ পাশে থাকে তারাই আসল আত্মীয় আসল বন্ধু। অনেকেই আছেন যারা শুধু সময়ের সুযোগ নেয়। আমাদের সকলের উচিত একে অপরের পরিপূরক হয়ে মানুষকে সাহায্য করে তাদের দুঃসময় তাদের পাশে থাকা। লেখাটি পড়ে ভালো লাগলো আপু। আপনাকে ধন্যবাদ।
আমার লেখাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।