মুভ অন থেকে ল্যাপটপ নেওয়ার কিছু অভিজ্ঞতা
নমষ্কার,,
প্ল্যান ছিল সকাল সকাল বাড়ি থেকে বের হবো গতকাল । কারণ মিরপুর ডি ও এইচ এস যেতে হবে। সেখান থেকে আবার দিয়া বাড়ি। আসল কারণ বন্ধু তর্পণ এর বাবার জন্য ল্যাপটপ নিয়ে সেটা ওর বাবার হাতে পৌঁছে দেওয়া। আঙ্কেল মেট্রো রেলে আছেন। একটা ল্যাপটপ দরকার। তর্পণ যেহেতু ঢাকাতে নেই, তাই আমার ওপর দায়িত্ব টা ফেলেছে। আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে দুই দিন আগেই। শুধু ল্যাপটপ টা আনতে যাওয়া টাই বাকি ছিল।
যাইহোক আলসেমি করে বের হতে হতে প্রায় দুপুর বারোটা বেজেই গিয়েছিল। আর একা একা এত দৌড় ঝাঁপ করতে কার ভালো লাগে। তাই আমার বন্ধু তানজিম কে ডেকে নিয়েছিলাম সাথে। অবশেষে জ্যাম ঠেলে ভরা দুপুরবেলা পৌঁছে গেলাম মুভ অনের অফিসে। বেশ সুন্দর লাগলো অফিসটা। নতুন করে ডেকোরেশন করেছে কয়েকদিন হলো।
এক কথায় বলতে গেলে এখান থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেওয়া হয়। বাইরের বিভিন্ন দেশ গুলো থেকে নিয়ে আসা। তর্পণ আগে থেকেই ঠিক করে রেখেছিল কোন প্রোডাক্ট টা নেবে। তাই ওই মডেল সহ আরো তিন রকমের ল্যাপটপ আমরা ওখানে দেখি। আমার তো বেশ ভালোই লাগছিল সব গুলোই। কোর আই ফাইভ এবং এইট জেনারেশনের তোশিবা ল্যাপটপ টা নেই আমরা। আমার অবশ্য এইচ পির আরেকটা মডেল বেশ ভালো লেগেছিল। যেহেতু আমারও একটা ল্যাপটপ নিতে হবে, ইচ্ছে আছে এভাবেই দেখেশুনে একটা নেওয়ার।
আমি আর তানজিম বেশ সময় নিয়ে নানান কিছু দেখে শুনে ল্যাপটপ টা নিলাম। তারপর পেমেন্ট টা করে দিলাম। অফিসের মানুষ গুলোর সাথে পরিচিত হয়ে বেশ ভালো লাগলো। একজন তো আরো বগুড়ার ছিল। এলাকার মানুষের সাক্ষাত পেলে তো আরো ভালো লাগে। যাই হোক আশা করি ল্যাপটপ টা ভালোই সার্ভিস দেবে। বাকি টা এখন দেখার পালা। মুভ অন অফিসে গিয়ে আজ বেশ সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরতে পেরেছি। পরবর্তীতে আবার কোন দরকারে অবশ্যই যাব হয়তো।
দাদা আমারাও খুব ইচ্ছে একটা ল্যাপটপ নেওয়ার ৷ যদিও এখন না তবে নিবো আর যেহেতু নিব তাই একবারে নিউ দেখেই নিব ৷
যা হোক মুভ অন থেকে ল্যাপটপ নেওয়ার কিছু অভিজ্ঞতার৷ গল্পটা পড়ে অনেক ভালো লাগলো ৷
নতুন জিনিস নেওয়া টা আমিও প্রিফার করি কিন্তু বর্তমানে এসব জিনিসের দাম অত্যাধিক বেশি। মন মত কনফিগারেশনের জিনিস পেতে গেলে বেশ টাকা খরচ করে নিতে হয়। তাই এমন দেখে নেওয়া। আর এগুলোও খুব একটা খারাপ হয় না।
কত নিয়েছেন দাদা
২৬৫০০ নিয়েছে
আসলে ঠিক বলেছেন একা একা কোথাও যেতে তেমন একটা ভালো লাগে না। এর জন্য আপনি আপনার বন্ধু তানজিম কে সাথে নিয়েছেন যেনে ভালো লাগলো। আপনার ফটোর মাধ্যমে দেখতে পারলাম অফিসের ডেকোরেশনটা বেশ ভালই ছিল। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে মুভ অন থেকে ল্যাপটপ নেয়ার অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য।
হ্যাঁ বন্ধু সাথে থাকলে তো কথায় নেই। সময় গুলো বেশ ভালো কেটে যায়। অনেক ধন্যবাদ ভাই।
সকাল সকালেই তো গোসল করতে চলে গেলেন কথা না বলে। তারপরওতো বের হতে হতে সেই দেরি করে ফেলেছেন। আপনি তো দেখছি বেশ অলস। যাইহোক তারপরও আলসেমি কাটিয়ে বন্ধুর বাবার জন্য ল্যাপটপ কিনতে পেরেছেন দেখে ভালো লাগলো । এরকম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো কি ভালো হয়? কোন আইডিয়া নেই। যাইহোক আশা করি ভালই হবে।
আমি সত্যিই অনেক অলস আপু। এটার জন্য অনেক বকা খাই। আর এমন ল্যাপটপ গুলো বেশ ভালো সার্ভিস দেয় আপু। অহরহ কিনছে সবাই। পাবলিক ভার্সিটিতে পড়ুয়ারা আরো বেশি কিনে । মোটামুটি অর্ধেক দামে ভালো প্রোডাক্ট হয়ে যায়। আমার অনেক বন্ধু ইউজ করছে এখনো।
আপনার বন্ধু তর্পনের বাবার জন্য অনেক সুন্দর একটি ল্যাপটপ নিলেন মুভ অন থেকে।ঠিক বলেছেন মুভ অন এর ডেকোরেশন টা বেশি ভালো লেগেছে আমার কাছে।বিভিন্ন দেশ থেকে সেকেন্ড হ্যান্ড এর নিয়ে আসা অনেক ভালো ভালো ল্যাপটপ এখানে পাওয়া যায়।আপনি যে ল্যাপটপ টি সিলেক্ট করেছেন নেওয়ার জন্য এটি বেশ ভালোই হয়েছে।এত কষ্ট করে ভর দুপুরে আপনার বন্ধুর বাবার জন্য অনেক ভালো একটি কাজ করেছেন ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ল্যাপটপ টা বেশ ভালো লেগেছে আমারও। সবাই বেশ পছন্দ করেছে। আশা করি ভালো সার্ভিস দেবে। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।