রুক্ষ প্রকৃতির দৃশ্য অঙ্কন
নমষ্কার,
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আকাশের রূপ বদল হচ্ছে ভীষণ রকমের। এই মেঘ এই বৃষ্টি। আবার ধুম করে রোদ। প্রকৃতির খেলায় নিজের মনটাও কেমন যেন নানান সাজে সেজে ওঠে। এই ভালো এই খারাপ।
কখনো কষ্টেরা খুব করে হওয়া দিয়ে যায়। আবার কখনো ভালো স্মৃতিগুলো ঝলমলিয়ে সোনালী রোদের মত সামনে ভেসে ওঠে। কি এক ব্যাপার সেপার। কি করি কি করি এসব ভাবতে ভাবতেই যেন অর্ধেক দিন শেষ। মনের অবস্থার ওপর আমাদের কাজ নির্ভর করে। এটাই স্বাভাবিক। ভাবলাম আজ আবার ছবি আঁকতে বসি। অন্য জগতে হারিয়ে যাওয়া যাবে কিছু সময়।
মনের অবস্থা বুঝেই আসলে কেমন ছবি আঁকবো সে দিকে মন আসে। ভাবলাম অনেক কেই তো দেখি সবুজ প্রকৃতির দৃশ্য অঙ্কন করে। আমি বরং আজ রুক্ষ প্রকৃতির একটা ছবি আঁকি। ব্যাস এই চিন্তা থেকেই শুরু করে দিলাম ছবি আঁকা। যার কিছু ধাপ আপনাদের সবার সামনে উপস্থাপন করছি। আশা করি ভালো লাগবে।
প্রথমে একটা গাছ আকতে শুরু করি। আগে থেকেই ভেবে নেই যে পাতা ছাড়া গাছ আঁকবো। রুক্ষ ভাবটা যেন থাকে।
এই পর্যায়ে এসে গাছে বডির অংশটা এঁকে ফেলি। আর তার সাথে সাথে ডালপালা এঁকে দিই। যতটা বিস্তৃর্ণ করা যায় ততটা করেছি।
এবার পাশ দিয়ে একটা নদী এঁকে দিলাম। আর অনেক দূর থেকে পাহাড় দেখতে যেমন হয় অমন ধরণের কিছুটা আঁকার চেষ্টা করলাম।
নদীটা একটু বড় করে দিয়ে তার পাড় দিয়ে হেটে যাওয়ার মত একটা রাস্তা দেখানোর চেষ্টা করি। চার পাশে ঘাসের মত কিছু আঁকার চেষ্টা করি।
এবার গাছের সাথে বাঁধা আছে এমন দুটো নৌকো আঁকা শুরু করি।
নৌকা গুলো বেশি বড় না। খেয়া পারের ছোট নৌকা যেমন হয়। সম্পূর্ণ নৌকার আকার দিয়ে ফেলি।
আর যে গুলো ছোট ছোট কাজ বাকি ছিল ছবিতে সে গুলো সেরে ফেলে পুরো ছবিটা আঁকার কাজ সম্পন্ন করি।
রং এর ব্যাপারে আমি বড্ড কাচা। আগেই যেহেতু বলেছি রুক্ষ প্রকৃতির ছবি আকব। তাই রং গুলোও একটু অন্যরকম ভাবেই করেছি। প্রথমে গাছে হালকা রং দিলাম।
এরপর বিবর্ণ রূপে চারপাশ টা রং করলাম। প্রকৃতি যেন তার সৌন্দর্য হারিয়েছে। অনেক টা এমন ব্যাপার।
এটা হলো আমার সবশেষ ছবি। নিজের মতো করে সবটা করলাম। যেমন চেয়েছি তেমন রুপ দিলাম। আপনাদের কেমন লাগবে জানি না। আসলে আমি মনের অবস্থা বুঝে এটুকু করেছি। আমার মন যেমন রং হারিয়েছে তাই প্রকিতিকেও রং ছাড়া করে দিয়েছি।
কি আর বলবো। আজ এই ছিল আমার উপস্থাপনা। আপনাদের দেখে দেখে আর্ট করার উৎসাহ পেয়েছি। সেখান থেকেই চেষ্টা । হয়তো ধীরে ধীরে আমিও একদিন পরিণত হব। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন।
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
যে হারে তাপমাত্রা বাড়ছে আর কয়দিন পর এমন দৃশ্যই চারদিকে দেখ যাবে😁।
যাইহোক অনেক ভালো আর্ট পারছেন দেখছি।সুন্দর ছিল আর্ট এর প্রতিটি ধাপ।
খাটি কথা বলেছেন একদম।
ভাইয়া আপনার রুক্ষ প্রকৃতির দৃশ্য অংকনটা বেশ সুন্দর হয়েছে। আসলে প্রাকৃতি অনেক ধরনের রূপ ধারণ করে থাকে। আর আপনার প্রকৃতির দৃশ্যটা রুক্ষ রূপের চিএাংকন। এটি দেখতে সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন।
রুক্ষ প্রকৃতির দৃশ্য অঙ্কন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। আপনার এই দৃশ্য অঙ্কন আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে এই চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। পাশে থাকবেন।
রূক্ষ প্রকৃতির চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে চিত্রটি অঙ্কন করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই
আপনি খুব সুন্দর ভাবে ব্রহ্ম প্রকৃতির দৃশ্য অংকন করেছেন ।এই ধরনের দৃশ্য তৈরি হয় মূলত শীতকালে খরা মৌসুমে ।চারপাশে খা খা করে গাছের পাতা পড়ে যায় শীতকালে। আপনার অংকন করার দৃশ্য অনেক সুন্দর হয়েছে। আপনি তো ভালোই অংকন করতে পারেন দাদা। এত সুন্দর একটি রুক্ষ প্রকৃতির দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করে চলেছি আপু। পাশে থাকবেন সবসময়।
যাক ভিন্ন চিন্তা ধারার একজন মানুষ পেলাম। ভিন্নধর্মী এআর্ট টি বেশ সুন্দর ছিল ভাইয়া। খুব সুন্দর ভাবে রুক্ষ প্রকৃতির চিত্র ফুটিয়ে তুলেছেন আপনি। আপনার জন্য শুভকামনা জানাই ভাইয়া। পরবর্তী আর্টের অপেক্ষায় রইলাম
আসলে আমাদের কাজ তো মনের ওপর নির্ভর করে বেশি। মন টা একটু কেমন যেন হয়ে ছিল। তাই এমন ধারার আর্ট করেছি আপু। পাশে থাকবেন এভাবে।
দাদা কি বলবো রক্ষ প্রকৃতির দৃশ্য অংকন আপনি দারুণ দক্ষতায় করেছেন। আমার ভীষণ ভালো লাগলো এবং ছবি আঁকতে বেশি ভালই লাগে। তো দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন
।আপনার জন্য শুভকামনা রইল
তোমার কাজ গুলো খুব দারুন হয় ভাই। অনেক শুভ কামনা রইলো তোমার জন্য।
সবাই শুধু প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছে কিন্তু আপনি একটু ভিন্নভাবে প্রকৃতির রূপ ও পরিবেশের দৃশ্য তুলে ধরেছেন। একদম সম্পূর্ণ ভিন্নধর্মী ছিল দাদা। রুক্ষ প্রকৃতির দৃশ্য অঙ্কন করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
একটু ভিন্ন ভাবে ভেবে চেষ্টা করেছি ভাই। অনেক ধন্যবাদ।
প্রকৃতি রুক্ষ হলেও আর্টটি কিন্তু বেশ সজীব লাগছে।কারণ একেবারে পারফেক্ট কালার কম্বিনেশন।
একদম অল্প কথায় এত মিষ্টি করে যে অনুভূতি প্রকাশ করা যায় সেটা আপনার থেকে শিখতে হবে আপু। অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন, ছবি আঁকা মানেই হচ্ছে নিজের মনকে চিত্রের সাথে ভাবনায় হারিয়ে যাওয়া। আর আপনি এটাও ঠিক বলেছেন যে সবাইতো পরিবেশের চিত্র অঙ্কন করে। তবে আপনার রুক্ষ পরিবেশের চিত্র টি ছিল বেশ দারুন এবং আকর্ষনীয়। এবং আপনার চিন্তাধারা ছিলো ইউনিক। এত সুন্দর পরিবেশের রুক্ষ চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
খুব চমৎকার করে কথা বলেছেন ভাই। সত্যি মনে একটা তৃপ্তি পেলাম । ভালোবাসা রইলো।