সময় বলে দেয় সব কথা//by ripon40

in আমার বাংলা ব্লগ9 days ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সময় বলে দেয় সব কথা
  • ১২, জুলাই ,২০২৫
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " স্কুল জীবনের গল্প " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



school-work-851328_1280.jpg

Source

আমরা অনেক সময় বুঝতে পারি না কোন ঘটনা, মানুষ বা পরিস্থিতি আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলবে। কিন্তু সময়ের পরতে পরতে সত্য উদঘাটিত হয়, আর তখনই আমরা উপলব্ধি করি বাস্তবতা।সময় কারো পক্ষপাত করে না। এটি ধৈর্যের পরীক্ষা নেয় এবং ধীরে ধীরে সত্যকে সামনে নিয়ে আসে। উদাহরণস্বরূপ, একজন নির্দোষ ব্যক্তি যদি ভুলভাবে অভিযুক্ত হন, তখন হয়তো মানুষ তার বিরুদ্ধে চলে যায়। কিন্তু সময়ের সাথে সাথে সত্য উদঘাটিত হলে সেই নির্দোষ ব্যক্তি পুনরায় সম্মান ফিরে পান।

অনেক সম্পর্কের প্রকৃত রূপ সময়ের সাথে প্রকাশ পায়। কেউ কেউ শুরুতে খুব আপন মনে হয়, কিন্তু সময়ই প্রমাণ করে কে আসল বন্ধু আর কে শুধুই স্বার্থান্বেষী। যেমন: অনেক বন্ধুত্ব থাকে শুধু সুবিধার সময় পর্যন্ত—প্রয়োজন শেষ হলে মুখ ফিরিয়ে নেয়। আবার কেউ চুপচাপ থেকে সত্যিকারের পাশে থাকে, যা সময়ই একমাত্র চিনিয়ে দেয়।যখন কেউ মিথ্যা বলে বা অন্যায় করে, তখন হয়তো সবাই বুঝে না। কিন্তু সময় গেলে সবকিছু একদিন না একদিন জানাজানি হয়ে যায়। যেমন: কেউ চুরি করে লুকিয়ে রাখলেও সময়ের পরে ধরা পড়ে যায়।

অনেক প্রতিভাবান ব্যক্তি তাৎক্ষণিকভাবে স্বীকৃতি পান না। কিন্তু সময় তাদের কাজের মূল্যায়ন করে। উদাহরণ হিসেবে বলা যায়, বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গঘ জীবদ্দশায় তার প্রতিভার স্বীকৃতি পাননি। কিন্তু মৃত্যুর পর তার কাজই তাকে কিংবদন্তি করে তুলেছে।অনেক মানুষ শুরুতে খুব ভালো ব্যবহার করে। কিন্তু সত্যিকারে কে ভালো আর কে মিথ্যা মানুষ—তা সময়ের পরেই বোঝা যায়। বিপদের সময়েই আসল বন্ধু আর স্বার্থপর বন্ধুর পার্থক্য ধরা পড়ে।

সময় আমাদের শেখায়—কে আমাদের আপন, কে পর কোন কাজ ফলদায়ক, কোনটা ক্ষতিকর। অনেক সময় আমরা আবেগে বা ভুল সিদ্ধান্তে কিছু করি, যা পরে বুঝতে পারি সঠিক ছিল না। তখন মনে হয়—ইস! যদি আগে জানতাম। কিন্তু সময়ই ছিল জানার একমাত্র উপায়।অনেকে জীবনে অনেক ভালো কাজ করে, কিন্তু তখন কেউ তার মূল্য দেয় না। সময় গেলে একদিন মানুষ বোঝে সে কত বড় মাপের মানুষ ছিল। যেমন: অনেকে মারা যাওয়ার পর তার কাজ মানুষ মনে রাখে।

সফলতার জন্য ধৈর্য ও সময়ের গুরুত্ব অপরিসীম। অনেকেই মনে করে, দ্রুত ফল না পেলে সব কিছু বৃথা। কিন্তু সময়ের সাথে সাথে পরিশ্রম ফল দেয়। যেমন: একজন কৃষক বীজ বোনার পর তাৎক্ষণিক ফসল পায় না। সময় লাগে—জল, মাটি, পরিচর্যার মাধ্যমে ফসল বড় হয়। তেমনি আমাদের জীবনের সাফল্যও সময়ের সাথে গড়ে উঠে।সময় আমাদের শেখায় কোন কাজ ভালো, কোনটা খারাপ। আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই, পরে সময়ের সাথে বুঝতে পারি — ওইটা ঠিক ছিল না। তখন আমরা বুঝি, সময় আসল শিক্ষক।অনেকে ভাবে, একদিনেই সব কিছু হয়ে যাবে। কিন্তু ভালো কিছু পেতে সময় লাগে। যেমন: গাছ লাগালে ফল পেতে সময় লাগে। তেমনি পরিশ্রম করলে সময় শেষে তার ফল পাওয়া যায়।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 9 days ago 

Screenshot_2025-07-12-16-07-39-310_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-07-12-16-07-02-240_com.twitter.android.jpg

Screenshot_2025-07-12-16-06-58-587_com.twitter.android.jpg

 9 days ago 

আসলে ভাইয়া সময়ে সব কিছু বদলে দেয়। আমরা আগে কেউ বুঝি না তবে সময় সব কিছু বুঝিয়ে দেয়। আসলে অনেক সময় আমরা আবেগে অনেক কিছু করি। তবে ধৈর্য্য আর সফলতা থাকলে জীবনে অনেক কিছু করা সম্ভব। বেশ ভালো লিখেছেন।