আমার লেখা কবিতা " জীবনের গান " (Poem of my writing "Song of life")||by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- জীবনের গান
- ১১,এপ্রিল ,২০২৫
- শুক্রবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। মানুষ যখন অসত্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। অসত্যের নেশায় মগ্ন হয়ে সত্যের জগৎ থেকে বেরিয়ে যায়। তখন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। জীবনকে করে বিভীষিকাময় । তখনই জীবন অসুন্দর হয়ে যায়। ধীরে ধীরে জীবনকে করে ধ্বংস যে প্রাপ্তিটা কেউই প্রত্যাশা করে না। আবার জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।
জীবনের গান
স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েনের খেলা।
কখনো হাসি, কখনো চোখে জল,
তবু জীবন বয়ে চলে, থামে না একদল।
কখনো শান্ত, কখনো গর্জে ওঠে দলে।
আলো-অন্ধকার মিলে গাঁথা এই পথ,
স্মৃতির পাতায় জমে কত শত কথ।
আবার বেদনায় ফুটে ভালোবাসার মায়া।
দুঃখের রাত পেরিয়ে আসে প্রভাত,
নতুন আশায় জেগে ওঠে চেনা দিন-রাত।
পথ হারিয়ে খুঁজে নেওয়া নিজের ভাষা।
হৃদয়ের গভীরে যে স্বপ্ন বাস করে,
তাকেই তো জীবন প্রতিদিন জড়িয়ে ধরে।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1910203664775737388?t=qf-NuZcJ-ZjWQ5bBwNdp0w&s=19
https://x.com/mahmudrr_r/status/1910564773902901306?t=ogxhQN4180ugA8EG14NLPg&s=19
https://x.com/mahmudrr_r/status/1910565346186321976?t=3Ax7CRL-_8bsqO7dCD6HMw&s=19
https://x.com/mahmudrr_r/status/1910566012136866072?t=utK33DDevRf7DBkdL2V5BQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1910566731892088985?t=JjaKdziF_JlFtzqf2HKdbg&s=19
https://x.com/mahmudrr_r/status/1910670497437934012?t=Cro3nXT89I9bmsFLEiMIAg&s=19
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।জীবনের গান কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব আছে। আর জীবন নিয়ে মানুষ চেষ্টা করে সুন্দর সুখী থাকতে। তবে চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।
সব সময় চেষ্টা করি বাস্তবিক জীবনের প্রেক্ষাপট কবিতার মধ্যে ফুটিয়ে তোলার। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। এভাবেই সুন্দর মন্তব্য করবেন পাশে থাকবেন এটাই কামনা করি।
আপনি বাস্তব জীবনকে তুলে ধরে অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রত্যেকটি লাইন অনেক সুন্দর করে ছন্দে উপস্থাপন করেছেন। কবিতাটি পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জীবনের গান নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত অসাধারণ কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে খুবই সুন্দর একটি কবিতা পড়তে পেরে ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷