সময়ের স্রোতে ভেসে চলা//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- সময়ের স্রোতে ভেসে চলা
- ০৯, আগস্ট ,২০২৫
- রবিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " সময়ের স্রোতে ভেসে চলা " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
সময় যেন এক অনন্ত নদী, যা থেমে থাকে না কারো জন্য। আমরা চাইলেও এর প্রবাহ থামাতে পারি না। যেমন পদ্মা নদীর পানি নিরন্তর বয়ে চলে, তেমনি আমাদের জীবনও সময়ের স্রোতে ভেসে চলছে। কারও শৈশবের খেলাধুলা, কারও ছাত্রজীবনের স্বপ্ন, কারও কর্মজীবনের ব্যস্ততা—সবই এই স্রোতে মিশে যায়।
সময় ধীরে চলার মতো মনে হলেও বাস্তবে তা দ্রুত এগিয়ে যায়। উদাহরণস্বরূপ, স্কুলে পড়ার সময় গ্রীষ্মের ছুটি যেন কখনো শেষ হয় না মনে হতো, কিন্তু এখন প্রাপ্তবয়স্ক জীবনে এক বছর চোখের পলকে কেটে যায়। এই দ্রুত পরিবর্তন বোঝায়, সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না।
জীবন সময়ের স্রোতে একটানা ভ্রমণের মতো। যেমন একটি নৌকা নদীর স্রোতে কখনো শান্ত পানিতে চলে, আবার কখনো ঢেউয়ের ধাক্কায় দুলে ওঠে। আমাদের জীবনেও কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা আসে। উদাহরণস্বরূপ, একজন কৃষক বছরের শুরুতে ফসলের বীজ বপন করে, সারা বছর সময়ের স্রোতে পরিশ্রম করে, এবং ফসল কাটার মৌসুমে ফল পায়।
সময়ের সঙ্গে পরিবর্তন অনিবার্য। প্রযুক্তির জগতে উদাহরণ ধরা যাক—যেখানে একসময় মানুষ চিঠির জন্য ডাকঘরের উপর নির্ভর করত, আজ তা বদলে গেছে ইমেইল ও সোশ্যাল মিডিয়ায়। যারা এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে, তারাই পিছিয়ে যায়নি। সময়ের স্রোতে ভেসে চলতে হলে পরিবর্তন গ্রহণই বুদ্ধিমানের কাজ।
শুধু ভেসে চলা নয়, বরং সচেতনভাবে ভেসে চলাই গুরুত্বপূর্ণ। যেমন একজন ছাত্র যদি সময়মতো পড়াশোনা না করে, পরীক্ষার আগে গন্তব্যহীনভাবে ভেসে চলে, তাহলে ফলাফল আশানুরূপ হয় না। বিপরীতে, যে ছাত্র প্রতিদিন সময়মতো পড়াশোনা করে, তার যাত্রা সঠিক গন্তব্যে পৌঁছে যায়।
একবার হারানো সময় আর ফিরে আসে না। উদাহরণস্বরূপ, একজন ব্যবসায়ী যদি সুযোগের সময়ে বিনিয়োগ না করে, পরে হয়তো সেই সুযোগ আর পাবে না। অর্থ, সম্পদ বা সম্পর্ক পরে ফিরে আসতে পারে, কিন্তু সময় ফিরে আসে না—এটাই এর সবচেয়ে কঠিন বাস্তবতাসময়ের স্রোতে ভেসে চলা মানে উদ্দেশ্যহীনভাবে ভেসে যাওয়া নয়, বরং লক্ষ্য, সচেতনতা ও পরিবর্তনের সঙ্গে অভিযোজন করে এগিয়ে যাওয়া। যেমন একজন দক্ষ মাঝি নদীর স্রোতকে কাজে লাগিয়ে নৌকা গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি আমরাও সময়কে সঠিকভাবে ব্যবহার করলে জীবনের গন্তব্যে সফলভাবে পৌঁছাতে পারি।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mahmudrr_r/status/1954235491228025174?t=SCHBSyQah6l156Bcav6LWg&s=19
https://x.com/mahmudrr_r/status/1954235828252856702?t=r3ANG_ITD9xcnpH-Gd8zfA&s=19
ভাইয়া আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনি ঠিকই বলছেন সময় এমন একটা জিনিস যা ফিরিয়ে পাওয়া মুশকিল।সম্পদ সম্পর্ক এগুলো আনা যায় কিন্তু ওই সময় টি দ্বিতীয়বার আনা যায় না।যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।