বাগান থেকে লিচু কেনার অভিজ্ঞতা //by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- বাগান থেকে লিচু কেনার অভিজ্ঞতা
- ০১, জুন ,২০২৪
- শনিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। বাগান থেকে লিচু কেনার অভিজ্ঞতা মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন গল্পটি শুরু করি |
---|
আজকে আপনাদের সাথে লিচুর বাগান থেকে লিচু কেনার অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ঘূর্ণিঝড় রেমালের এক সপ্তাহ আগে তখন প্রচন্ড রোদ বাগানে বসে ছিলাম ।প্রচন্ড রোদে একমাত্র আশ্রয় নেওয়ার জায়গা হল গাছতলা। বন্ধু হাসান আমাকে বলল লিচু কিনতে হবে। আমি বললাম কোথায় থেকে কিনবি। আমাদের বাসা থেকে তিন কিলোমিটার দূরে গোপগ্রাম সেখানে কয়েকটি বাগান আছে। তার কথায় আমি রাজি হয়ে গেলাম বললাম চল যাই। বাইক নিয়ে বারোটার দিকে আমরা দুজন সেই লিচু বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। গ্রীষ্মকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। লিচু যেটা সবার কাছে খুবই প্রিয়। যখন লিচু পেকে যায় দেখতে দারুন লাগে লাল বর্ণের লিচুগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে।
Device : Redmi Note 11
লিচু বাগানের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

বিভিন্ন জাতের লিচু আছে যেগুলোর নাম হয়তো জানা নেই অনেক শুনেছি। যাইহোক, ১০ মিনিটের মধ্যে আমরা সেই বাগানে পৌঁছে যাই। রাস্তার দুপাশে বাগান হয়তো অনেক বড় বাগান নয় ছোট ছোট বাগান সেই বাগান গুলোর মধ্যে যাওয়ার জন্য গাড়ি রাস্তার পাশে রেখে প্রবেশ পথ দিয়ে ভিতরে গেলাম। দেখলাম লিচু ব্যবসায়ীরা লিচু পেরে প্রক্রিয়া জাত করছে। তারা খুবই ব্যস্ত কারণ কয়েকদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হলে নাকি লিচুতে পোকা হয়ে যায় । যেটা ব্যবসায়ীদের অনেক লস হয় সেজন্য তারা বাগানের সব লিচু দ্রুত পেরে বিক্রি করে দেয়ার ব্যবস্থা করছে। তারা আমাদের দেখে বলল লিচু কিনতে এসেছেন নাকি? আমরা বললাম হ্যাঁ খাওয়ার জন্য কিছু লিচু কিনব। তারা খাওয়া দাওয়া করছিল আমাদের বলল এই যে লিচু এখানে আছে দেখেন পছন্দ হয় কিনা। লিচু আমার কেনার ইচ্ছা ছিল না কিন্তু দেখে ইচ্ছাটা পোষণ হল।
Device : Redmi Note 11
কত সুন্দর করে লিচু সাজিয়েছে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

বন্ধু হাসান বলল কি করবি! আমি বললাম যেহেতু অনেকগুলা বাগান আছে প্রত্যেকটা বাগান ঘুরে ঘুরে দেখব তারপরে লিচু কিনব। আসলে লিচু বাগানে গেলে শুধু লিচু বাগান নয় যে কোন বাগানে গেলে ফল গুলো দেখলে মন ভরে যায়। বাগানের লিচু প্রায় শেষের দিকে কয়েকটি গাছে লিচু আছে এত পরিমাণ লিচু ধরেছে শুধু দেখতে ইচ্ছে করছে দেখেই মন ভরে গেল। আমরা প্রতিটা বাগানে গেলাম লিচু বাগানের মালিক এবং ব্যবসায়ীরা তারা লিচু নিয়ে অনেক ব্যস্ত । আমাদেরকে দেখে বলল তোমরা নিচু খাও নতুন কোন জায়গায় গেলে আমার খুব লজ্জা করে।😐 তাদের রিকোয়েস্টে কয়েকটি লিচু খেলাম বন্ধু হাসান সে অনেকগুলো লিচু খেয়েছিল। আমরা তাদের কাছে জিজ্ঞেস করলাম লিচু কয় টাকা পিস। তারা প্রথমে ৩০০ টাকা চাইলেও ১০০ লিচু তিন টাকা পিস পরে। আর যে ব্যবসায়ীরা সেই লিচুর বাগান কিনেছিল তারা চল্লিশটা করে লিচু একসঙ্গে বেঁধে ১২০ থেকে ৩০ টাকা বিক্রি করবে।
Device : Redmi Note 11
লিচুগুলো দেখতে দারুণ লাগছে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

যিনি বাগানের মালিক তিনি আমাদেরকে বললেন যেহেতু তোমরা খাওয়ার জন্য নিতে এসেছ তোমাদের কাছে আড়াইশো টাকা রাখা যাবে একশত লিচু। বাগানের মালিক তিনি আমাদেরকে বারবার লিচু খেয়ে টেস্ট করতে বলছে।আমরা কয়েকটি গাছের লিচু খেলাম মোটামুটি ভালই ।শুনেছি বোম্বাই লিচু সবচেয়ে বেশি স্বাদের কিন্তু এটা ভিন্ন জাতের নাম জানা নেই দেখতে অনেক সুন্দর লাল টকটকে। যারা এই লিচু প্রক্রিয়া জাত করছিল তাদেরকে বাগানের মালিক ২০০ পিস লিচু বেধে দিতে বলল। বাগানের মালিকের সাথে অনেক সময় কথা বললাম তিনি অনেক ভালো মানুষ। বৃষ্টি হওয়ার কারণে অনেক লিচু নষ্ট হয়ে গিয়েছে তিনি আমাদের সাথে সেই বিষয়ে অনেক সময় কথা বললেন। প্রত্যেকটা বাগান ঘোরাঘুরি করে দেখলাম তারপর আমরা লিচু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লিচু কেনার অভিজ্ঞতার গল্প পড়ে।
পোস্ট বিবরণ
শ্রেণী | বাগান থেকে লিচু কেনার অভিজ্ঞতা |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @ripon40 |
লোকেশন | Kushtia |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
বাগান থেকে লিচু কেনা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। এখন লিচুর সিজন। বাগান থেকে কমদামেই লিচু পেয়েছেন। বৃষ্টি-ঝড়ের কারণে আম ও লিচু চাষীরা অনেকটা ক্ষতির সন্মুখীন হয়েছেন। বাগান মালিক আপনাদের বৃষ্টির কারণে অনেক লিচু নষ্টের কথা জানিয়েছেন।আসলে কৃষকরা প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতি কখনো তাদের পক্ষ্যে কখনো বিপক্ষ্যে। এই নিয়েই চলতে হয় তাদের। পোস্টের ছবি গুলো খুব সুন্দর হয়েছে। সবমিলে আপনার পোস্টটি ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
প্রাকৃতিক দুর্যোগের উপরে তো কারো হাত নেই। বৃষ্টি এবং ঝড়ের কারণে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে মাছের ঘের এবং সিজনাল ফল যাদের ছিল তাদের ক্ষতিটা একটু বেশি হয়ে যায়।
বাগান থেকে লিখো কিনার দারুন অভিজ্ঞতা শেয়ার করেছেন সেই সাথে ফটোগ্রাফি গুলো দারুন ছিল।
রসালো ফল গুলো দেখে সত্যি লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা ছিল।
বাগান থেকে আপনার লিচু কেনার অভিজ্ঞতাটি পড়ে অনেক ভালো লাগলো। লিচু আমারো খুবই পছন্দের একটি ফল। তাই লিচুর ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি লোভ হয় লেগে গেল। লিচুগুলো অনেক ফ্রেশ লাগছে। ফ্রেশ ফলগুলো দেখলে এমনিতেই মন ভরে যায়।
এ ধরনের লিচু বাগানে অনেক বড় হয়ে থাকে আর লিচুগুলো অনেক সুস্বাদু লাগে খেতে। যেটা ইচ্ছা সেই লিচুটা পেড়ে খাওয়া যায়। বাগান থেকে ষ অনেকগুলো লিচু কিনে নিয়ে এসেছেন। বাগান থেকে লিচু কেনাররা অভিজ্ঞতা পড়ে আমারও অনেক অভিজ্ঞতা অর্জন হল।
ভাইয়া বাগানের মালিক সত্যিই অনেক ভালো আপনাদের তো অনেক কম দামে অনেকগুলো লিচু দিয়েছে। আমাদের এই দিকে তো ৩৫০ টাকা পোন লিচু। তবে এ বছর অনেক লিচু খাওয়া হয়েছে। আপনি যে জাতের লিচু গুলো কিনেছেন এ লিচু গুলো অনেক স্বাদ। তবে বোম্বাই লিচু ও ভালো লাগে ছোট বিচি অনেক শ্বাস থাকে। বাগান থেকে লিচু কেনার সুন্দর অভিজ্ঞতা আজকে আমাদের সাথে শেয়ার করবেন ভাইয়া ধন্যবাদ।
লিচুর বাগানে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছেন। আমি সামনাসামনি কখনো লিচুর বাগান দেখিনি। গাছে লাল রঙের লিচুগুলো দেখতে তো খুবই ভালো লাগছে। ফটোগ্রাফি গুলো দেখে খেতে ইচ্ছে করছে। লিচু আমারও ভীষণ প্রিয় একটা ফল। ফটোগ্রাফি গুলো দেখে ইচ্ছে করছে এখনই গাছ থেকে পেড়ে খেয়ে নেই। তবে বৃষ্টিতে লিচু বাগানের মালিকের অনেক ক্ষতি হয়েছে জেনে খুবই খারাপ লাগলো।
বন্ধু হাসানের সাথে গোপগ্রামে গেলেন। আর লিচু বাগানের বেশকিচু ফটোগ্রাফি শেয়ার করলেন।লিচু গুলো দেখে খুবই ভালো লাগলো।আপনাদের কাছে ১০০ লিচু ৩০০ টাকা করে চাইলো।পরে আড়াইশো টাকায় দিল।আমিও সেদিন লিচু কিনলাম ১০০ টি ৩৬০ টাকায়।ঢাকা তো একটু বেশীই চাইবে দাম।তবে লিচু গুলো মিষ্টি ছিল।আপনারা বাগান ঘুরে ঘুরে দেখলেন।বাগানের মালিক খুব ভালো মানুষ জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
লিচু আমার খুব পছন্দের ভাই। আসলে লিচু খাওয়ার মজাটাই অন্যরকম। আপনি বাগান থেকে তরতাজা লিচু কিনেছেন বেশ ভালো হয়েছে। কৃষকের হাত থেকে সরাসরি লিচু কিনলে লিচু বেশ ভালো পড়ে। এবারের প্রাকৃতিক দুর্যোগে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তা সত্যি খুব দুঃখজনক। লিচু কিনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
নিজে বাগানে গিয়ে লিচু কেনার মজাই আলাদা। এখানে এখটি ছবিতে দেখলাম সুন্দর করে লিচু সাজিয়েছেন। ছবিটা অনেক সুন্দর হয়েছে। এমনিতে বাজারে ৩০০-৩৫০ টাকায় একশো লিচু পাওয়া যায়। বাগানে যাওয়ার কারনে আড়াইশো টাকায় টাটকা লিচু পেয়ে গেলেন। ধন্যবাদ।
ভাইয়া আপনার লিচুর ফটোগ্রাফি গুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। মন চাইতেছে আজকেই লিচু বাগানে চলে যায়। এত সুন্দর লিচু দেখলে লোভ সামলানো কঠিন। ধন্যবাদ।