জোসনা রাতে নদীতে কাটানো দারুণ মুহূর্ত || by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • জোসনা রাতে নদীতে কাটানো দারুণ মুহূর্ত
  • ০৮, জুলাই ,২০২৩
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি জোসনা রাতে নদীতে কাটানো দারুণ মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1688801371542-01.jpeg


Device : Redmi Note 11
জোসনা রাতে নদীতে কাটানো দারুণ মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


দেখতে দেখতে ঈদের আনন্দ ঘন মুহূর্তটা পার হয়ে গেল ।এবার ঈদে সবাই খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছে সেটাই প্রত্যাশা করি। ঈদ মানে আনন্দ অনেক মজা এবং পরিবারের সাথে দারুন মুহূর্ত উপভোগ করা। তাছাড়া বন্ধুদের সাথে কাটানো মুহূর্তটা সবচেয়ে সেরা মুহূর্ত যেটা বলার অপেক্ষা রাখে না। এবার ঈদের ছুটিতে সকল বন্ধু একত্রিত হয়েছিলাম তাছাড়া গ্রামের ছোট ভাই ব্রাদার সবাই বাড়িতে দারুণ মুহূর্ত অতিবাহিত করেছি। অনেক ধরনের মজা আড্ডা তামাশায় মেতে উঠেছিলাম। জোসনা রাতে নদীতে গিয়ে দারুন একটা মুহূর্ত পার করেছিলাম সেই মুহূর্তটা সত্যিই মনে রাখার মত।

IMG_20230704_211013-01.jpeg

IMG_20230704_211035-01.jpeg


Device : Redmi Note 11
চাঁদের আলোর দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা প্রতিবছর ঈদের আগের দিন বন্ধুদের সাথে পিকনিক করে থাকি কিন্তু এবার সেটা হয়নি কারণ সবাই একই সময়ে একত্রিত হতে পারিনি। যেটা সত্যি একটু কষ্টদায়ক ছিল। যাইহোক, বাস্তবতাকে মেনে নিতেই হবে। ঈদের পরবর্তী এক সপ্তাহে দারুণ মুহূর্ত উপভোগ করলাম সবাই এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে চায়। ঈদের তৃতীয় দিনে আমরা সিদ্ধান্ত নিলাম নদীতে গিয়ে নৌকার উপর গভীর রাত পর্যন্ত আড্ডা দিব গান হবে মজা হবে তার পাশাপাশি খাওয়া-দাওয়া হবে। আমার কয়েকজন বন্ধু আছে তারা খুব ভালো গান পারে তাদের কয়েকজনের সাথে আপনারা পরিচিত আছেন। বন্ধু অংকন খুবই ভালো গান করে বিশেষ করে লালন গীতি গান সে উপস্থিত ছিল এই আড্ডায়।

IMG_20230704_214609-01.jpeg

IMG_20230704_222937-01.jpeg

IMG_20230704_211223-01.jpeg


Device : Redmi Note 11
আড্ডা মুহুর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমাদের প্লান অনুযায়ী বাজারে আমাদের পরিচিত এক হোটেলে খিচুড়ি এবং ভুনা মুরগির মাংস রান্না করার অর্ডার দিয়েছিলাম। আমাদের আইডি অনুযায়ী ১১ জন হবে সম্ভবত সেই অনুযায়ী রান্নার অর্ডার দিয়েছিলাম। তিনি বললেন বিকেল সাড়ে পাঁচটার দিকে আমাদের অর্ডার কমপ্লিট করে দিবে। আমরা সন্ধ্যার মুহূর্তে খাবার নিয়ে নদীতে যাব। দিনটি অনেক ভাল ছিল রাতে কোন বৃষ্টি হয়নি আকাশ ভরা তারা নিম নিম করে বাতাস বইছে খোলা আকাশের পানে দারুন একটা মুহূর্ত। আমার পরিচিত এক আঙ্কেলের নৌকা ছিল ঘাটে বাঁধা। সেই নৌকা আঁকারে ছোট হলেও অভিজ্ঞতা আছে নৌকায় যাওয়া যাবে কি যাবে না নৌকার মাঝি হিসেবে আমি ছিলাম আর কেউ নৌকা বইতে পারে না।

IMG_20230704_211204-01.jpeg

IMG_20230704_211053-01.jpeg

IMG_20230704_201348-01.jpeg


Device : Redmi Note 11
খাওয়া দাওয়া মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



পদ্মা নদীর শাখা নদী সেখানে মাত্র পানি ঢুকেছে নৌকা নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। একটু ফাঁকা স্থানে যাব নদীর মাঝামাঝি জায়গায় সেখানে গিয়ে গান হবে আড্ডা হবে সকল ধরনের গল্প হবে। যেহেতু নৌকার মাঝি আমি নৌকা কোথায় নিতে হবে সেই দায়িত্বটা আমার। অনেকদিন পর একসাথে হয়েছি দারুন মজা করার জন্য এখানে এসেছি। কিছুক্ষণের মধ্যেই গান শুরু হয়ে গেল তাদের সাথে আমরাও তাল মিলালাম অনেক মজা অনেক বিনোদনের মাধ্যমে এক ঘণ্টা কাটালাম। তখন রাত দশটা বাজে সবাই খাওয়া-দাওয়া শেষ করি তারপর আবার আমাদের আড্ডায় মেতে উঠি । আকাশ ভরা তারা ফুটফুটে চাঁদের আলো সত্যিই এই সৌন্দর্য খোলা আকাশের নিচে এতটাই সুন্দর ছিল যেটা উপভোগ না করলে বলে বোঝাতে পারবো না। দারুন একটা মুহূর্ত ছিল।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রাত্রেবেলা নদীর পাড় গুলো দেখতে এমনিতেই অনেক চমৎকার লাগে। আর যদি জ্যোস্না রাত হয় তাহলে তো আর বলার কোন কথায় থাকে না। জোসনা রাতে নদীর পাড় গুলো খুবই চমৎকার দেখায়। যখন নদীর পাড়ে চাঁদের আলো পড়ে তখন সেখানে অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়। আপনার নদীর পাড়ে দশটা সময় খাওয়া দাওয়া করেছেন এবং খুব আনন্দ করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যেই বোঝা যাচ্ছে আপনারা কতটা সেখানে আনন্দ করেছেন। আপনার আনন্দের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এমন মুহূর্তের সাক্ষী সরাসরি হতে পারিনি কখনো, তবে যখন আপনার লেখা পড়ছিলাম, তখন মনে হচ্ছিল কল্পনাতে আমিও আপনাদের সঙ্গে সেই আড্ডায় যুক্ত হয়েছিলাম।

আপনাদের সকলের জন্য শুভেচ্ছা রইল 🙏❤️

 2 years ago 

ভাই এই সুন্দর মুহূর্তের অনুভূতিটি এতটাই দারুন ছিল যে সেটা বলার অপেক্ষা রাখে না। সময় করে আমাদের এখানে একদিন আসুন এভাবে আপনাকে সুন্দর মুহূর্ত উপভোগ করার আয়োজন করব।

 2 years ago 

ন্দীর ধারে সুন্দর সময় কাটালে জোসনা রাতে অনেক ভালো লেগেছে। বন্ধুরা মিলে যদি এভাবে সময় কাটানো হয় তাহলে ভালো লাগে। নৌকাতে খুব সুন্দর সময় কাটালেন খাওয়া-দাওয়া করলেন গান করলেন সাথে আড্ডা করলেন তাহলে তো দারুন সময় গেলো আপনাদের।ভসত্যি আপনাদের দৃশ্য গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

বর্ষাকাল, নদীভরা পানি এগুলো কিন্তু সবই আমায় টানে। কিন্তু কি আর করার কপালে নাইকো ঘি ঠুকঠুকালে হবে কি? জোৎস্না রাত্রি আর ভরা বর্ষা এমন সময় নদীতে প্রিয় কিছু মানুষের সাথে নৌকায় ঘুরে বেড়ানোর মজাই কিন্তু আলাদা। আপনারা যে বেশ ইনজয় করেছেন তা কিন্তু দেখেই বুঝা যাচ্ছে।