ফিরে আসুক এমন ঈদ আনন্দ//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- ফিরে আসুক এমন ঈদ আনন্দ
- ১৬, এপ্রিল ,২০২৪
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। ফিরে আসুক এমন ঈদ আনন্দ সেই দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন গল্পটি শুরু করি |
---|
পবিত্র মাহে রমজান মাসের পর ঈদুল ফিতর যেটা অনেক বড় একটি আনন্দের দিন। চারিদিকে উৎসবমুখর পরিবেশে নতুন পোশাক পড়ে সবাই বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়। আলহামদুলিল্লাহ একটি মাস রোজা থাকার মধ্যে যে প্রশান্তি খুঁজে পেয়েছি। সত্যিই জীবনের অনেক বড় একটা প্রাপ্তি । তারই উপহারের একটি অংশ হল ঈদুল ফিতরের আনন্দময় মুহূর্ত। ঈদের কয়েকদিন আগ থেকে এলাকার সবাই যারা বাইরে কর্মরত আছেন বাড়িতে চলে আসে। ঈদ উদযাপন করার জন্য । পরিবারের সাথে এলাকার সবার সাথে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। এলাকায় যেন এক মিলন মেলার সৃষ্টি হয়।
Device : Redmi Note 11
ঈদের নামাজের পড়তে যাওয়া মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

কর্মজীবনে সবাই অনেক ব্যস্ত জীবনের তাগিদে অনেক জায়গা ছুটে যেতে হয়। তারই ফাঁকে এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপলক্ষে যে ছুটি পায়। সবাই বাড়িতে এসে দারুন সময় কাটায়। অনেক ধরনের পরিকল্পনা থাকে সবার সাথে সময় কাটানোর মাধ্যমে। সেই ব্যস্ত সময়ের পাশাপাশি সুন্দর সময় অতিবাহিত করে। আমাদের অনেক প্লান ছিল ঈদুল ফিতর নিয়ে ঈদের আগের দিন এলাকার ছোট বড় ভাই-ব্রাদারের নিয়ে একসঙ্গে ইফতার আয়োজন করে খাওয়া দারুন একটা পরিবেশ তৈরি করা যেটা এবার ঈদুল ফিতরে করতে পেরেছি। তাছাড়া অনেকদিন পর দেখা-সাক্ষাৎ আড্ডায় মেতে ওঠা। যেন জীবনের সেরা মুহূর্ত গুলোর মধ্যে একটি এই ঈদুল ফিতরে সবাই যখন বাড়িতে আসে তাদের সাথে সময় কাটানো।
Device : Redmi Note 11
ঈদের নামাজ শেষে হাগ মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

ঈদের আগের রাতে আড্ডা দেওয়া হয়েছিল গভীর রাত পর্যন্ত । এদিকে সকালে ঘুম থেকে উঠে গোসল করে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদের নামাজের জন্য বের হতে হবে। ঘুমাইতে গিয়েছিলাম সেদিন রাত তিনটার দিকে। আবার সকাল ৭:০০ টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য। বন্ধু এলাকার ভাই ব্রাদারের সাথে বাবার সাথে বেরিয়ে পড়লাম ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম।পথে পথে পরিচিত মানুষের সাথে সাক্ষাৎ তাদের সাথে ঈদের হাগ করলাম। অনেক ভালো লাগছিল এই মুহূর্তগুলো একটি বছরের সেরা মুহূর্ত । যেটা প্রতিবছরে ন্যায় অপেক্ষায় থাকি। আমরা কয়েকজন একসঙ্গে বসলাম। ঈদের নামাজের টাইম ছিল সকাল ৯ঃ০০ টায় । আমরা ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম।
Device : Redmi Note 11
ঈদের নামাজ শেষে ক্যামেরা বন্দী
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

ঈদের নামাজ শেষ করলাম । সবাই যখন একসঙ্গে তখন একটু কোলাকুলি করতেই হবে। আমাদের আঞ্চলিক ভাষায় হাক করাকে কোলাকুলি বলা হয়। সবাই যখন এরকম কোলাকুলি করছিল আহ কি দারুন লাগছিল। কতটা আনন্দের সাথে সবাই একসঙ্গে হয়ে এই ঈদুল ফিতর উদযাপন করলাম। এবারের ঈদ উদযাপন সত্যি অনেক আনন্দের ছিল। সবার সাথে অনেক ভালো মুহূর্ত পার করেছি। আমাদের মসজিদের সামনে গিয়ে সবাই ক্যামেরাবন্দি হলাম। এই স্মৃতিগুলো হয়তো থেকে যাবে ।একসময় আমরা অনেকে থাকবো না। কখন কিভাবে আমরাই পৃথিবী ছেড়ে বিদায় নেব যেটা কেউই জানে না ।গোরস্থানে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করলাম সবাই মিলে। তারপরে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি মুহূর্ত আছে। যেটা ঈদের সবচেয়ে বড় আনন্দময় মুহূর্ত। আশা করি ঈদের দিনের কাটানো মুহূর্ত আপনাদের কাছে ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফিরে আসুক এমন ঈদ আনন্দ |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @ripon40 |
লোকেশন | Kushtia |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
ঈদ আনন্দ নিয়ে লেখা আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভাই ঈদের আনন্দ বছরে আমাদের জন্য দুইবার আসে। আর এই দুইবার আমাদের মাঝে যে পরিমাণ ঈদের আনন্দ বিরাজমান হয় সেটার রেস প্রায় পুরো বছরই থাকে। যাহোক ঈদ আনন্দ নিয়ে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের ওখানে ৯ টাই। এদিকে আমাদের এখানে ঈদের নামাজের টাইম ছিল সকাল ৭:৩০। ঈদের সময় যখন বাইরে থেকে সবাই এলাকায় চলে আসে ঈদ উৎযাপন করার জন্য তখন আলাদা একটা পরিবেশ আলাদা একটা আনন্দদায়ক মূহুর্ত সৃষ্টি হয় এলাকায়। আপনার পোস্ট টা পড়ে এইরকম কিছু মূহূর্ত সম্পর্কে জানতে পারলাম। বেশ দারুণ লিখেছেন ভাই।
ঈদের ছুটিতে সবাই যখন গ্রামে যায় তখন আপনাদের এলাকায় মিলন মেলা হয় আর আমাদের এদিকে সবকিছু ফাঁকা হয়ে যায়। ঈদের ছুটিতে মানুষজন একদমই দেখা যায় না। যাইহোক ঈদের দিনের মুহূর্ত টা শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। বন্ধুরা মিলে একসাথে ঈদের নামাজ পড়েছেন। দারুন ভাবে ঈদ উদযাপন করলেন। মুহূর্তগুলো দেখে ভালো লাগলো।
ঈদের দিনের স্মৃতি আমাদের মাঝে আবারও ব্যক্ত করেছেন দেখে বেশ ভালো লেগেছে। আসলে ঈদের দিনটা বেশ সুন্দর কেটেছিল আমাদের। ঠিক তেমনি সুন্দর অনুভূতি আপনি আমাদের মাঝে প্রকাশ করেছেন। বেশ ভালো লাগলো আবারো আপনাদের এই স্মৃতিময় ফটোগুলো দেখে।