সুন্দর একটি বিকেল || ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40 by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- সুন্দর একটি বিকেল
- ২৪, মার্চ ,২০২৩
- শুক্রবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বিকেল কাটানো মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
Device : Redmi Note 11
সুন্দর বিকেলের দৃশ্যপটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

তাহলে চলুন গল্পটি শুরু করি |
---|
এইতো গত কয়েকদিন আগে বন্ধুদের সাথে গিয়েছিলাম আমলাবাড়ী কোলের ধারে। এই জায়গাটি দুই সময়ে দুই রকম সৌন্দর্য । বর্ষাকালীন সময়ে এখানে ভরপুর পানি থাকে আবার বর্ষার শেষে এখানে একদম শুকিয়ে যায়। এই জায়গাটি বিকেল মুহূর্তে কাটানোর দারুণ একটা জায়গা। বিকেল মুহূর্ত হলে এখানে অনেক লোকের সমাবেশ হয় । এটি একটি শাখা নদী এই সময়ে সামান্য পরিমাণ পানি থাকে তার চারিপাশে কৃষকেরা ধান চাষ করে। সবুজের সমরাহ দ্বারা বেষ্টিত থাকে রাস্তার পাশে অনেক বড় একটি দীঘি আছে উঁচু জায়গা সেখানে অনেক গাছপালা। এই জায়গাটি যার তিনি মানুষের সুন্দর মুহূর্ত কাটানোর একটা পরিবেশ তৈরি করেছে নাম দিয়েছে সুখ বিলাস।
জায়গাটিতে বসার পরিবেশ করা হয়েছে। বিকেল মুহূর্ত থেকে সন্ধ্যাকালীন মুহূর্ত দারুন সময় কাটানো যায়। আমরা সেখানে বাইক নিয়ে গিয়েছিলাম আমাদের বাসা থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করার পর সেখান থেকে ৮ কিলোমিটার দূরে একটি বাঁধ মাঠের মাঝ দিয়ে একটা শাখা নদী বরাবর করা হয়েছে। সেখানে অনেকদিন হলো যাওয়া হয় না সবাই সম্মতি প্রকাশ করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে কিছু সময় আড্ডা দিলাম সন্ধ্যা অবধি সেখানে থেকে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।
আপনারা জানেন আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। যেখানে যাই প্রকৃতির সৌন্দর্য ভিন্ন পরিবেশ খুব সুন্দরভাবে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না সেখানে পৌঁছানো মাত্রই পরিবেশের দৃশ্যপট খুব সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছি ।আপনাদের সাথে শেয়ার করব বলে।
এই শাখা নদীর পাশেই বসার জন্য গোল ঘর তৈরি করে রেখেছে। যেটা মানুষকে এখানে আসতে আকর্ষণ সৃষ্টি করবে, সুন্দর মুহূর্ত কাটানোর বসে থাকার দারুণ জায়গা।
তারিখ : ২০, মার্চ ২০২৩
সময় : বিকেল ৪ টা ৪৫ মিনিট
স্থান : আমলবাড়ী কোল,জয়েন্তীহাজরা, খোকসা, কুষ্টিয়া, বাংলাদেশ।
গোল ঘর থেকে আমি কিছুটা দূরে নিচে গিয়ে সবুজ প্রকৃতির সামনের দিকে এগিয়ে কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। সেখানকার মানুষের ব্যস্ত সময় কাটানোর দৃশ্যপট অনেক ভালো লেগেছিল। চারিপাশের সুন্দর পরিবেশের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
তারিখ : ২০, মার্চ ২০২৩
সময় : বিকেল ৪ টা ৪৫ মিনিট
স্থান : আমলবাড়ী কোল,জয়েন্তীহাজরা, খোকসা, কুষ্টিয়া, বাংলাদেশ।
চারিপাশে খোলা মেলা পরিবেশ ছোট্ট শাখা নদীর মাঝ দিয়ে বাঁধ বেঁধে দেয়া হয়েছে। যেটা গ্রামের মানুষের সুবিধার জন্য সেই বাঁধের উপরেই সুন্দর বসে থাকার ছাতা তৈরি করে রাখা হয়েছে। আমরা সেখানে গিয়ে দারুন সময় কাটাই।
তারিখ : ২০, মার্চ ২০২৩
সময় : বিকেল ৫ টা ২৫ মিনিট
স্থান : হাসিমপুর বাঁধ , মহেন্দ্রপুর, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
বাড়ির পাশে হওয়ার পরেও যাওয়া হয়নি, জায়গাটা অনেক সুন্দর লাগছে। বিশেষ করে নদীতে পানি আসলে ঘরটি বেশি সুন্দর লাগবে।
নিঃসন্দেহে একটি সুন্দর বিকেল অতিবাহিত করেছেন ৷ তার প্রতিটি আলোকচিত্র দেখে বোঝা যাচ্ছে ৷ আসলে প্রকৃতি তার রুপ সৌন্দর্য প্রতিনিয়ত বদলায় ৷ আর এটাই সত্যি আপনি আমলবাড়ী নদীতে গিয়ে সুন্দর একটি সময় অতিবাহিত করছেন ৷ সেই সাথে ফটোগ্রাফি৷ অনেক ভালো লাগলো ভাই ব্লগটি পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই
পড়ন্ত বিকেলে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। এখন পবিত্র মাহে রমজান মাস চলতেছে এখন এমন পরিবেশে বিকেলের সময় কাটতে পারলে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি অনেক দুর্দান্ত হয়েছে।
বিকেলের সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বিকেল বেলায় এরকম জায়গাগুলোতে গিয়ে মুহূর্ত অতিবাহিত করার মধ্যে অন্যরকম একটা অনুভূতি রয়েছে। ভীষণ ভালো লাগে আমার কাছে এরকম জায়গা গুলোতে গিয়ে সময় কাটাতে। আমি তো মাঝেমধ্যে বিকেল হলে বাইক নিয়ে এরকম জায়গা গুলোতে গিয়ে থাকি। যখন ভালো লাগে না তখন মনটা ভালো হয়ে যায় এরকম জায়গায় গেলে। বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে বুঝতে পারছি ফটোগ্রাফি গুলো ও দারুন ছিল।
এই জায়গাটাই আমিও বেশ কয়েকবার গিয়েছি। সত্যি বলেছেন বর্ষার সময় একরুপ এবং এই সময়ে আরেক রুপ থাকে জায়গাটার । যা একেবারে পাগল করে দেওয়ার মতো। বিকেল বেলা সময় কাটানোর মতো পারফেক্ট একটা জায়গা। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। মেঘলা আকাশে চমৎকার ছিল সময় টা।
বিকেল বেলা ঘুরাঘুরি করতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। বিকেল বেলা বাইক নিয়ে নদীর ধারে বসে প্রকৃতি দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগে যেটা আপনি কাটিয়েছেন। এরকম সুন্দর মুহূর্ত বারবার কাটাতে মন চায়। বিকেলবেলা প্রকৃতির মাঝে কাটানো এই সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ খুব সুন্দর তো জায়গাটি।এমন জায়গায় বসে এক বিকেল নিমেষেই কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না।আর আপনার তোলা ফটোগ্রাফি গুলাও বেশ সুন্দর হয়েছে।