সুন্দর একটি বিকেল || ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সুন্দর একটি বিকেল
  • ১৫, জানুয়ারী ,২০২৩
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বিকেল কাটানো মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1673758994292-01.jpeg


Device : Redmi Note 11
সুন্দর বিকেলের দৃশ্যপটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায় অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।

IMG_20230114_123915-01.jpeg

IMG_20230114_124015-01.jpeg

IMG_20230114_123802-01.jpeg


Device : Redmi Note 11
সবুজের সমারোহে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতের মৌসুমে বিকেল মুহূর্তে মাঠে মাঠে গিয়ে এরকম সুন্দর দৃশ্য বিশুদ্ধ হাওয়া উপভোগ করতে কেন জানি ভালো লাগে। আমরা বেশিরভাগ বাইক নিয়ে ঘুরাঘুরি করতে বেশি পছন্দ করি। বিভিন্ন জায়গায় নতুন পরিবেশের সাথে পরিচিত হতে খুবই ভালো লাগে। শীতের মৌসুমে বাইক চালানো খুবই কষ্টের সেজন্য দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না বাড়ির পাশেই অনেক বড় চড় সেখানে সবুজের সমারোহে দ্বারা বেষ্টিত। বিকেল আসলেই কেন জানি মাঠের দিকে যেতে ইচ্ছে হয় । সেজন্য এই শীতে অনেকবার মাঠে গিয়ে দারুন সময় অতিবাহিত করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি।

IMG_20230114_143813-01.jpeg

IMG_20230114_143848-01.jpeg

IMG_20230114_152350-01.jpeg


Device : Redmi Note 11
ধান চাষের জমি উপযোগী করার দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাছাড়া একদিকে যেমন সবুজ প্রকৃতির ধারা ঘেরা বিভিন্ন ফসল চারিদিকে শুধু সবুজের দৃশ্য দেখতে পাওয়া যায় ।শীতের মৌসুমে কৃষকেরা আবার ধান চাষে ব্যস্ত হয়ে পড়ে ।তাদের কৃষি কাজের এই ব্যস্ততা সারাটি বছরে একইরকম থাকে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল ফলায় প্রকৃতির ভিন্ন রূপ হাজির হয় সেই দৃশ্যগুলো উপভোগ করতে আমার বেশ ভালই লাগে। কিছুদিন যাবত সরিষা ফুলের সুন্দর দৃশ্য যেটা খুব ভালোভাবে উপভোগ করেছি। আবার সেই সরিষ ার চাষাবাদ শেষ হলেই সেখানে আবার ধান চাষের জন্য উপযোগী করে ধান চাষ করা হবে। বিভিন্ন জায়গায় ধান চাষ শুরু হয়ে গিয়েছে এই ব্যস্তময় জীবন হয়তো জীবনের শেষ অব্দি চলতে থাকবে কৃষকদের। সেই দৃশ্যটি খুব ভালোভাবেই উপভোগ করি যেটা আমার কাছে খুবই ভালো লাগে।

IMG_20230114_123203-01.jpeg

IMG_20230114_123215-01.jpeg

IMG_20230114_123152-01.jpeg

IMG_20230114_154000-01.jpeg


Device : Redmi Note 11
কৃষি কাজে কৃষকের কর্মব্যস্ততা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



মাঠে গিয়ে বিকেলে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে মেঠো পথ দিয়ে অনেক দূর চলে গিয়েছিলাম আমাদের বাসা থেকে তিন-চার কিলোমিটার দূরে মাঠের এই সুন্দর দৃশ্য গিয়ে উপভোগ করতে পারা যায়। বিকেলে মাঠে গেলে মন ভালো হয়ে যায় বিশুদ্ধ হওয়া সুন্দর পরিবেশ যেটা উপভোগ করতে সবাই পছন্দ করে প্রকৃতির সৌন্দর্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমতলীয় অঞ্চলগুলোর এই দৃশ্য প্রকৃতির আলাদা একটা রূপ যেটা সত্যিই উপভোগ্য। ২ ঘন্টা যাবত এভাবে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি শেষে বিকেলের শেষ সন্ধ্যার শুরু মুহূর্তে বাড়ির দিকে রওনা দিই ।কিন্তু কৃষকের কাজের ব্যস্ততা বাড়ি যাওয়ার দৃশ্যগুলো সত্যিই যেগুলো আপনাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছি। এভাবেই তারা প্রতিটা দিন তাদের কর্মের মাধ্যমে ব্যস্ত সময় পার করে অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

আসলেই ভাইয়া ঘোরাঘুরি করতে সবাই পছন্দ করে ৷ বিশেষ করে শীতের দিনে ঘুরতে বেশি পছন্দ করি আমি ৷ যদিও একটু ঠান্ডা তবে শীতকালীন পরিবেশটা থাকে অন্য রকম সৌন্দর্যে ভরা ৷ আপনি বিকেল বেলা মাঠের দিকে বেশ ভালোই সময় উপভোগ করেছেন ৷ আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রকৃতির ছবি গুলো ছিলো অসম্ভব সুন্দর ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

শীতের সময় বিকেল মধ্যে মাঠের দিকে বেশি যাওয়া হয় মাঠের এই সুন্দর পরিবেশ উপভোগ করতে ভালো লাগে।

 2 years ago 

আসলে বর্তমান সময়ে প্রচন্ড শীত বিরাজ করছে যার কারণে বাইক নিয়ে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। তবে আমার মনে হয় বিকেল বেলা মাঠের দিকে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে কারণ প্রকৃতির মাঝে তখন অন্যরকম এক সুপ্ত অনুভূতি খুঁজে পাওয়া যায়। আপনি খুবই চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যেটা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। বর্তমান সময়ের কৃষকেরা তাদের ধান চাষ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। ভালো লাগলো আপনার সুন্দর এই মুহূর্তের কিছু দৃশ্য দেখে।

 2 years ago 

হ্যাঁ শীতের মধ্যে বাইক নিয়ে ঘুরা যেটা শরীরের জন্য খুবই খারাপ দিক সেজন্য আমরা হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেছি যেটা আপনার কাছে ভালো লেগেছে।

 2 years ago 

সে যতই পড়ুক না কেন তারপরও শীতের সময় একটু বিকেল বেলা ঘোরাফেরা করতে বেশ ভালই লাগে। আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন যা দেখে খুব ভালো লাগলো। আপনি যে পাশাপাশি খুব সুন্দর ভাবে বিকেলটা তা আপনার ফটোগ্রাফি বলে দিচ্ছে। শীতের সময় সরিষা মাঠে দৃশ্য দেখলে মন ভরে যায়। আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

শীতের সময় বিকেল মুহূর্তটা অনেক নিরিবিলি সুন্দর পরিবেশ হালকা কুয়াশাচ্ছন্ন যেটা সত্যি উপভোগ্য।

 2 years ago 

আসলেই শীতের সময় বাইক চালানো খুবই কষ্ট আর যে পরিমাণ শীত পড়ছে বর্তমানে তাতে তো বাইকে উঠতে ভয় করে। মেঠো পথ আর সবুজ ফসলের সৌন্দর্য সত্যি অনেক ভালো লেগেছে এটাই গ্রামের আসল সৌন্দর্য মনে হয়। সময়টুকু আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সেজন্যই তো আমরা বাইক নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি না এর সাথে আপনিও আছেন আমার লেখাপড়া করেছেন অনেক ভালো লাগলো।

 2 years ago 

শীতের বিকেল ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে আমার কাছেও আপনি পদ্মার চরে ঘুরে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন। সেই সাথে কৃষকদের কাজের বর্ণনা দিয়ে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো বিষয়টি।।

 2 years ago 

হ্যাঁ পদ্মার ঝরে দুপুরবেলা গিয়েছিলাম দারুন সময় কাটিয়েছি সেটা আপনারা উপভোগ করেছেন ধন্যবাদ।

 2 years ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য গুলো খুবই দারুণভাবে ফুটে উঠলো ভাইয়া। শীতের দিনে বিকেল বেলায় এই ধরনের পরিবেশগুলোতে সময় কাটাতে পারলে সত্যিই ভালো লাগে। বিশেষ করে শীতের বিকেলে সরিষা ক্ষেত ভ্রমণ করতে সবথেকে বেশি মজা লাগে।

 2 years ago 

হ্যাঁ পরিবেশটা উপভোগ্য ছিল যেটা খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে যেটা আপনাদের কাছে ভালো লাগলো।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া এখন বাহিরে প্রচুর পরিমাণে শীত হলেও ঘুরাঘুরির জন্য এটা কিন্তু উপযুক্ত সময়। আপনি খুব সুন্দর একটি বিকেল কাটিয়েছেন এবং প্রকৃতির ছবিগুলো দেখে আমার খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ শীত কালের ঘোরাঘুরি করার মজাই আলাদা সবাই এই মুহূর্তেই বেশির ভাগ ঘোরাঘুরি করে থাকে

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন আসলে শীতকাল হচ্ছে ঘোরাঘুরির একটি মৌসুম শীতকালে যে কোন জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে।তবে আপনি যে বিলের দৃশ্য শেয়ার করেছেন ছোটবেলায় এমন দৃশ্য অনেক দেখেছি অনেক মিস করি।আপনাকে অসংখ্য ধন্যবাদ বিলের এমন সুন্দর দৃশ্য শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতকালে সবাই ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে একান্ত নিরিবিলি এবং মানুষের কাজের ব্যস্ততা কম থাকে সেজন্য সবাই ঘোরাঘুরি করে থাকে।

 2 years ago 

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ৷ সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ৷
ভাই বিকেল ঘুড়তে যাওয়া গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য গুলো শেয়ার করেছেন ৷ আসলে প্রকৃতি বড়ই সুন্দর বিশেষ করে এই শীতের মৌসুমে প্রকৃতির রূপ সৌন্দর্য নিংড়ে দিচ্ছে ৷
অনেক ভালো লাগলো প্রতিটি ফটোগ্রাফি ৷ এছাড়াও দেখি আপনাদের ওই দিকে জমিতে চাষ শুরু করে দিয়েছে ৷
অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

হ্যাঁ সবুজ শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্য বাংলাদেশ ব্যতীত অন্য কোথাও এরকম সুন্দর মনের পরিবেশ পাওয়া যাবে না।