নৌকা বাইচের প্রথম দিন//by ripon40

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • নৌকা বাইচের প্রথম দিন
  • ৩০, সেপ্টেম্বর ,২০২৫
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। বিকেলে কাটানোর সুন্দর মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





তাহলে চলুন গল্পটি শুরু করি


নৌকা বাইচ গ্রাম বাংলার অন্যতম প্রাণবন্ত ঐতিহ্য, যা শুধু খেলা নয় বরং এক বিশাল সামাজিক উৎসব। বর্ষা কিংবা শরতের ভরা নদীতে লম্বা সরু নৌকা নিয়ে মাঝিরা একসাথে তাল মিলিয়ে দাঁড় টানেন, ঢাক-ঢোলের শব্দ আর স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। নদীর দুই পাড়ে হাজারো মানুষ জড়ো হয় এই প্রতিযোগিতা দেখার জন্য, সাথে বসে মেলা, থাকে গ্রামীণ খাবার আর সাংস্কৃতিক পরিবেশনা। নৌকা বাইচে শুধু শক্তি নয়, ঐক্য, সহযোগিতা ও কৌশলেরও প্রয়োজন হয়। এটি গ্রামীণ জীবনের আনন্দ, ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক হিসেবে আজও বাঙালির লোকজ সংস্কৃতিকে জীবন্ত করে রেখেছে।

IMG_20250925_174830.jpg

IMG_20250925_174833.jpg

IMG_20250925_174835.jpg

IMG_20250925_174844.jpg


Device : Redmi Note 11
নৌকা বাইচের প্রথম দিন
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের গ্রাম অঞ্চলের মধ্য দিয়ে অজস্র নদনদী বহমান রয়েছে। সেই নদীর পাড়ের মানুষের প্রাণবন্ত মুহুর্ত হলো বর্ষাকালীন মুহূর্ত। যে সময়টা তারা অনেক আনন্দ উৎসবমুখর এবং ব্যস্ত সময় পার করে। নৌকা বাইচ গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য যেটা এখনো ধরে রেখেছে । এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এতটাই সুন্দর লাগে যে সত্যিই সকল মানুষ সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য মুখিয়ে থাকে বিশেষ করে পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া এই অঞ্চলে এই ধরনের নৌকা বাইচের প্রতিযোগিতা বেশি হয়ে থাকে।

IMG_20250925_175337.jpg

IMG_20250925_175341.jpg

IMG_20250925_175406.jpg

IMG_20250925_175452.jpg


Device : Redmi Note 11
অপেক্ষামান বাইচের নৌকার জন্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই নৌকা বাইচের মাধ্যমে একটি গ্রামের ইউনিটি তৈরি করে। সকল মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের নিজস্ব নৌকাকে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ।গত কয়েক বছর যাবত আমাদের গ্রামে বর্ষাকালীন সময়ে নৌকা বাইচের জন্য লালন শাহ এক্সপ্রেস প্রস্তুত হয়। সেই দৃশ্যটি দেখতে সবাই নদীর পাড়ে এসে ভিড় জমায়। অনেকদিন পর এই ধরনের পোস্ট করছি এর আগেও অনেক পোস্ট করেছিলাম বর্ষাকালীন সময়ের নৌকা বাইচ প্রতিযোগিতার আবারো আমাদের গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে । নৌকা বাইচ যেটা সত্যি গ্রামের মধ্যে একটা উন্মাদনা ফিরিয়ে এনেছে।

IMG_20250925_175451.jpg

IMG_20250925_175419.jpg

IMG_20250925_175415.jpg

IMG_20250924_165711.jpg


Device : Redmi Note 11
সন্ধ্যাময় মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



দীর্ঘ চার বছর পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেটা দেখার জন্য গ্রামাঞ্চলের মানুষ মুখিয়ে থাকে। যেহেতু অনেক দিন পর এই ধরনের মেলা অনুষ্ঠিত হচ্ছে তাই অনেক লোকের সমাগম হবে ।অন্যান্য খেলাধুলার মতো নৌকা বাইচ খুবই জনপ্রিয় যেটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে । পাঁচ দিনব্যাপী মেলাটি আয়োজন করা হয়ে থাকে যেটা আমাদের এলাকার জন্য আনন্দমুখর মুহূর্ত গড়ে তোলে প্রথম দিনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ।যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল ।আগামী পর্বে আরো সুন্দর সুন্দর কিছু মুহূর্তের দৃশ্য পটভূমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।

পোস্ট বিবরণ

শ্রেণীনৌকা বাইচের প্রথম দিন
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞