সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত // by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত
- ১৬, এপ্রিল ,২০২৫
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি নড়াইল যাওয়া মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন শুরু করি |
---|
দীর্ঘদিন পর সবুজ প্রকৃতির মাঝে দারুন সময় কাটিয়েছিলাম যেটা স্বাভাবিকভাবেই আমরা বিকেল মুহূর্ত উপভোগ করে থাকি। গত বছরের তুলনায় এবার ঘোরাঘুরির পরিমাণ খুবই কম বিকেল হলে আগের মতো সবাই একত্রিত হতে পারে না। সময়ের সাথে সাথে আমাদের সুন্দর মুহূর্ত গুলো যেন হারিয়ে যাচ্ছে । এটাই স্বাভাবিক সময় মানুষকে অনেক কিছু হারিয়ে দেয়। জীবনের এই বাস্তবতায় অনেক কিছু সাক্ষী হয়েছি ভবিষ্যতেও অনেক কিছুর সাক্ষী হতে হবে। যাইহোক, বিকেল মুহূর্তে মাঠে প্রান্তে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করার মজাই আলাদা।
Device : Redmi Note 11
সবুজ প্রকৃতি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

কয়েকদিন আগে আমরা কয়েকজন বিকেল মুহূর্তে বেরিয়েছিলাম মাঠের উদ্দেশ্যে। বিশুদ্ধ হাওয়া বইছে সবুজ প্রকৃতির মাঝে চারিদিকে খোলামেলা পরিবেশ নিম নিম করে বাতাস বইছে। বিশেষ করে সবুজ ধানের উপর দিয়ে ঢেউয়ের তরঙ্গ ভেসে চলেছে। যেখানে ভিন্ন এক সৌন্দর্য বয়ে আনে। এই সময় কৃষকেরা মাঠে ধান চাষ করে যেটা প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য সবুজ প্রকৃতির এই ধান মাঠের সৌন্দর্য বাড়িয়ে দেয়। কৃষকের মনে হাসিফুটায় এবারের ধান চাষ খুবই পরিশ্রম এবং লাভজনক এই সবুজ প্রকৃতি এক সময় তার রূপ বদলাবে সেজন্যই বলি সময় সব কিছুই বদলে দেয়। একটি নির্দিষ্ট সময় শেষে মাঠের এই সৌন্দর্য আর থাকবে না ভিন্ন এক সৌন্দর্য দেখতে পাবো।
Device : Redmi Note 11
খোলামেলা পরিবেশ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

বিকেল মুহূর্তে এই সবুজ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। অনেক ভালো লাগছিল সবাই যদি করতে তো ভাবে এখানে দারুন সময় আগের মত কাটাতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। জীবনের তাগিদে সবাই হারিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে আমরাও একসময় এরকম সৌন্দর্য মিস করবো। আকাশের সৌন্দর্য তেমন একটা ভালো ছিল না নীল আকাশের সৌন্দর্য সবুজ প্রকৃতি দেখতে আরো ভালো লাগে। যেটা আমরা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। আজকে আপনাদের সাথে সেই সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। যেটা প্রতিনিয়ত করে থাকি। ঢেউ খেলা মাঠের দৃশ্য খুব সুন্দর ভাবে সেজে উঠেছে এটাই সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।
Device : Redmi Note 11
সূর্যাস্তের মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

সবুজ প্রকৃতির এই সৌন্দর্য হয়তো অনেকেই উপভোগ করতে পারে না। যেটা আমাদের উপভোগ করার সৌভাগ্য হয়েছে সেজন্য বিকেল হলেই ছুটে যায় মাঠে প্রান্তে এই সবুজ প্রকৃতি উপভোগ করতে সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত যেটা উপভোগ করতে পারা যায় । সূর্য অস্ত গেলে সেই সময় এর সৌন্দর্য হারিয়ে যায় এটাই প্রকৃতির নিয়ম। একটি নির্দিষ্ট সময় এসেছে প্রকৃতি তার রূপ বদলায়। ধানের এই সবুজ প্রকৃতি সত্যিই অনেক ভালো লাগার বিষয়। আশা করি আপনাদের কাছে আমার কাটানো মুহূর্তগুলো ভালো লাগবে। যেটা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে থাকি। মন ফ্রেশ করার জন্য এরকম সবুজ প্রকৃতির মাঝে দারুন সময় কাটানো উচিত যাদের সময় আছে চাইলে এরকম মুহূর্ত গুলো উপভোগ করতে পারেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @ripon40 |
লোকেশন | খোকসা |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1912205313413161078?t=P-S247Rdz5GHc-nCvF3Kjg&s=19
https://x.com/mahmudrr_r/status/1912206039237419016?t=opaFKLIuXXlnZLSG4vl6EA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
শুধু তোমার লেখাগুলো পড়ে মন ভালো হয়ে গেল। এত সুন্দর সবুজ প্রকৃতির মাঝে নিঃশ্বাস নিতেও ভীষণ ভালো লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।
সবুজ প্রকৃতির মাঝে কাটানো মুহূর্তগুলো সব সময় অনেক সুন্দর হয়। বিশুদ্ধ হাওয়া সবুজের এই সমারোহ মনকে সুন্দর করে তোলে । ধন্যবাদ মামা সুন্দর মন্তব্য করার জন্য।
বিকেল মুহুর্তে সবুজ প্রকৃতির এই সতেজতার মধ্যে হারিয়ে যেতে কার না ভালো লাগে। এরকম একটুকরো শান্তি খুঁজে পেলে হারিয়ে যেতে ইচ্ছে করে। পড়ন্ত বিকেলের সূর্যসঙ্গে সবুজ প্রকৃতির ছোঁয়া আহা কি প্রশান্তি। এই শান্তি উপভোগ না করলে হয়তো বোঝা যাবে না। বিকেলে সবুজ প্রকৃতির মাঝে দারুন মুহূর্ত কাটিয়েছেন। ভালো লাগলো পোস্ট পড়ে তবে বেশি ভালো লাগলো আপনার শেয়ার করা সবুজ সতেজময় ধান গাছের ফটোগ্রাফি গুলো দেখে।
বিকেলের মুহূর্তটা সবসময় প্রকৃতির মাঝে কাটানো হয়ে থাকে। গ্রামীণ পরিবেশের সবুজ ধানের ফসল দেখতে কতটা সুন্দর এটাই তার বড় দৃষ্টান্ত । যেটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
সবুজ প্রকৃতিতে সময় কাটাতে সত্যি অনেক বেশি ভালো লাগে। সবুজ প্রকৃতির মাঝে থাকলে যেন নিজেকে ধন্য মনে হয়।আপনি খুব সুন্দর সময় উপভোগ করেছিলেন প্রকৃতির সাথে। আর সেই সুন্দর অনুভূতি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। যা পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন সবুজ প্রকৃতির মাঝে কাটানো মুহূর্ত গুলো অনেক সুন্দর হয় মন ভালো হয়ে যায় ।রিফ্রেশ মনকে ফ্রেশ করতে আসলেই এরকম পরিবেশে যাওয়া উচিত।
আসলে প্রকৃতির মাঝে অন্যরকম ভালো লাগার অনুভূতি কাজ করে । প্রাকৃতিক সৌন্দর্য দেখলে খুব ভালো লাগে। মনে হয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে। আপনার সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
গ্রামীন পরিবেশ সবসময় অনেক সুন্দর সেজন্য বিকেল হলেই চলে যাই মাঠে প্রান্তে। এরকম সুন্দর মুহূর্ত সুন্দর দৃশ্য গুলো উপভোগ করতে অনেক ভালো লাগা কাজ করে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
প্রকৃতির মধ্যে কাটানো আপনার মুহূর্তগুলো সত্যিই মনোমুগ্ধকর। বিশেষ করে সেই সবুজ ধানের মাঠে ঘুরে বেড়ানো এবং সূর্যাস্তের সময়ের শান্ত পরিবেশ খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রকৃতির সৌন্দর্য সবসময় আমাদের মনকে প্রশান্তি দেয়। এমন সুন্দর অনুভূতিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।গ্রাম বাংলার এরকম ছবি দেখে নিজের মনটা অনেক ভালো হয়ে যায়।
সবুজ প্রকৃতি সবসময় আকৃষ্ট করে মনকে ।কি সুন্দর দৃশ্য এগুলো হয়তো সময়ের সাথে সাথে ভিন্নরূপে হাজির হবে এটাই তার বড় দৃষ্টান্ত। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।