স্পোর্টস : চ্যাম্পিয়ন্স লীগে আর্সেনালের বড় জয় //by ripon40

in আমার বাংলা ব্লগ9 days ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • চাম্পিয়ানস লীগে আর্সেনালের বড় জয়
  • ১০, এপ্রিল ,২০২৫
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20250409_221025.jpg

ছবিঃ Kirar tv থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


আর্সেনালরিয়াল মাদ্রিদ
মোট শট-১২মোট শট-০৯।
টার্গেটের শট-১১টার্গেটের শট-০৩।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৫৪%বল পজিশন -৪৬%
পাস করে -৪৮৯পাস করে -৪৩৬
পাস নির্ভুলতা-৮৯%পাস নির্ভুলতা-৮৬%
ফাউল-০৮ফাউল-০৯
হলুদ কার্ড- ০১হলুদ কার্ড - ০০
রেড কার্ড- ০০রেড কার্ড-০১
অফসাইডস-০০অফসাইডস-০২
কোণ-০৫কোণ- ০৩
সময়কাল রাত ১.০০ টায়০৯.০৪.২০২৫ইং
ফলাফল :আর্সোনাল-০৩ রিয়াল মাদ্রিদ-০০

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2025-04-09-22-05-49-096_com.google.android.youtube.jpg


চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়মে বড় বড় দলগুলো অনেকটা পিছিয়ে পড়েছে। রিয়াল মাদ্রিদ এবং ম্যানসিটি তাদেরকে প্লে অফ খেলে নকআউট পর্বে যেতে হবে যেটা কখনো ভাবতেও পারিনি। ম্যানসিটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে গেলে হয়তো সেই সুযোগটাও থাকত না। অন্যদিকে রিয়াল মাদ্রিদ মানেই চ্যাম্পিয়ন্স লিগ তাদের পারফরমেন্স যত খারাপই থাকুক। চ্যাম্পিয়ন্স লিগে তারা অবিশ্বাস্য পারফরম্যান্স করে যেটা ধারাবাহিকভাবে করে চলেছে। গত কয়েক বছরের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং ম্যানসিটির সাক্ষাৎ হয় যারা ম্যাচ জিতে নেয় তারাই চ্যাম্পিয়নস লিগ জিতে।

Screenshot_2025-04-09-22-06-14-553_com.google.android.youtube.jpg


আজকে আপনাদের সাথে আবার চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ রিভিউ নিয়ে চলে আসলাম। আসলে যারা অনেকদিন যাবত ক্লাবের খেলা গুলো দেখেন না বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ বর্তমান তারা যদি খেলা দেখে অনেক ভিন্নতা উপলক্ষিত হবে। বিশেষ করে সিস্টেম একদমই চেঞ্জ করে ফেলা হয়েছে। যেটা বুঝতে অনেক সময় লাগে আমি প্রথমে ভালোভাবে বুঝতে পারছিলাম না। লীগের খেলার মাঝে কিছুদিন বিরতি গিয়েছে জাতীয় দলের খেলা যেগুলো দেখেছি আবার চ্যাম্পিয়নস লিগ শুরু হয়ে গেছে। পয়েন্ট টেবিলের খেলা এর আগের দিন অনেকগুলো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল যেখানে বড় দলগুলোর পারফরমেন্স ভালোই ছিল। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ বনাম আর্সোনাল মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।

Screenshot_2025-04-09-22-07-17-546_com.google.android.youtube.jpg


চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে গতকাল আর্সেনালের ঘরের মাঠে খেলা ছিল। তাদের পারফরমেন্স খুবই ভালো অনেকগুলো প্লেয়ার ইনজুরিতে থাকার পরেও তাদের পারফরম্যান্সে ধরে রেখেছে । অন্যদিকে রিয়াল মাদ্রিদ এর প্লেয়ার ইনজুরিতে থাকার পরেও তাদের পারফরমেন্স তেমন একটা ভালো নেই। তবুও তারা তিনটি শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে চ্যাম্পিয়ন্স এগিয়ে তারা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলেছে লীগের খেলায় পয়েন্ট তালিকায় ২ নাম্বারে রয়েছে। এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরম্যান্স সব সময় ভালো থাকে গত কালকের ম্যাচে সেটাই আশা করেছিলাম।

Screenshot_2025-04-09-22-07-52-877_com.google.android.youtube.jpg


যাইহোক, রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে লীগের খেলায় দুর্বল প্রতিপক্ষের সাথে হেরে গিয়েছে। যেটা তাদের পয়েন্ট ব্যবধান বাড়িয়ে দিয়েছে। গতকাল রাতে আর্সেনালের মাঠে তাদের জয়ী হওয়ার বিষয়টি সত্যি এই ধরনের পারফরমেন্স নিয়ে আশা করা যায় না। তবুও চ্যাম্পিয়ন্স লিগ মানেই হারিয়াল মাদ্রিদ অন্যান্য খেলায় পারফরম্যান্স খারাপ থাকলেও তারা চ্যাম্পিয়ন্স লিগের ধারাবাহিকভাবে ভালো খেলে থাকে। এই ম্যাচটি ড্র হবে সেটাই আশা করেছিলাম। পিডিকশন দেওয়া খুবই কঠিন দুইটা দল একই ধারায় খেলা বজায় রেখেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগের অভিজ্ঞতা দিক দিয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে। সেজন্য ম্যাচটি ড্র হবে সেটাই আশা করেছিলাম।

Screenshot_2025-04-09-22-08-30-575_com.google.android.youtube.jpg


প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল কোন দলে গোল হজম করেনি । নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে খেলার চেষ্টা করেছে। অন্যদিকে আর্সেনাল ঘরের মাঠে গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। রিয়াল মাদ্রিদ নিজেদের ডিফেন্স লাইন শক্তিশালী করে খেলার চেষ্টা করে সেজন্য প্রথমার্ধে কোন গোল হয়নি। রিয়াল মাদ্রিদ ২ টি সহজ সুযোগ পেয়েছিল যেটা তারা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় অধ্যায়ের খেলা যখন শুরু হয় তখন ভেবে নিয়েছিলাম দুটি দল চেষ্টা করবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে খেলার আর্সেনাল দারুণ একটি ফ্রি কিক পায় যেখান থেকে রাইস দারুন একটি ফ্রি কিকে গোল করে। গোলটি অসাধারণ ছিল তখন রিয়াল মাদ্রিদ গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে।

Screenshot_2025-04-09-22-09-33-920_com.google.android.youtube.jpg


আর্সেনাল আবারো ৭০ মিনিটে দারুণ একটি ফ্রি কিকে পায় সেখান থেকে রাইস আবার গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়। দুইটা ফ্রি কিক অসাধারণ ছিল অনেকদিন পর দারুণ দুইটা ফ্রি কিকের গোল দেখে মুগ্ধ হয়েছি ‌। তখন ভেবে নিয়েছিলাম এই ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য কাম ব্যাক করা খুবই কঠিন যদিও তারা অনেক ইতিহাস রচনা করেছে সব সময় সেই ধরনের ইতিহাস বা কাম ব্যাক দেখতে পাবো সেটা নয়। পার্সোনাল ৭৫ মিনিটে আবারো দারুন একটি আক্রমণ করে গোল করে সেখানে গোলকিপারের কিছুই করার ছিল না। রিয়াল মাদ্রিদের গোলকিপার সব সময় দলকে অসম্ভব প্রতিরক্ষার মাধ্যমে ভাচিয়ে দেয় এবার সেটা করা সম্ভব হয়নি। সেখানেই জয় পরাজয় নির্ধারিত হয়ে যায় দারুন একটি খেলা অনুষ্ঠিত হয়েছে। আশা করি এই ম্যাচটি রিভিউ আপনাদের কাছে ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

Screenshot_2025-04-10-00-46-00-118_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-04-10-00-45-33-149_com.twitter.android.jpg

Screenshot_2025-04-10-00-45-22-559_com.twitter.android.jpg

 6 days ago 

এই ম‍্যাচ নিয়ে কিছু বলার নেই সত্যি বলার নেই। এইদিন রাইস এর দুইটা ফ্রিকিক যেমন অনবদ্য ছিল। অন‍্যদিকে মাদ্রিদর মিডফিল্ড এবং এটাকিং খেলোয়াদের খেলা ছিল খুবই বাজে। যার ফলাফল আর্সেনালের মাঠ থেকে এমন একটা খারাপ ফলাফল নিয়ে ফিরে আসতে হয়েছে।