সূর্যাস্তের আলোয় জাফলং // by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- সূর্যাস্তের আলোয় জাফলং
- ০৯, জুলাই ,২০২৫
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সূর্যাস্তের আলোয় জাফলং দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন শুরু করি |
---|
গত বছর নভেম্বর মাসের ২১ তারিখে সোমবার রাত দেড়টার সময় ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ।পার্বত্য অঞ্চলে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু সিলেট প্রথমবার যাওয়া সেটা অন্যরকম অনুভূতি ছিল। টেনে ভ্রমণ করতে আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেজন্য আমাদের ভ্রমণের বেশিরভাগ মুহূর্ত বা যাত্রা পথে ট্রেনের দৃশ্যপট দেখতে পান আপনারা। সিলেটে প্রথমবার ঘুরতে যাওয়া সেজন্য অনুভূতিটাই অন্যরকম যখন আমরা সিলেটে গিয়ে পৌঁছালাম সেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থান করেছিলাম সাগর ভাইয়ের আঙ্কেলের কোয়ার্টারে উঠেছিলাম।
Device : Redmi Note 11
রঙিন আকাশ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

জাফলং-এর শেষ বিকেল যেন এক নিঃশব্দ কবিতা। দিনের শেষ আলো গাছের পাতায়, পাহাড়ের গায়ে ও পানির ঢেউয়ে পড়ে তৈরি করে রূপকথার মতো এক দৃশ্য। সূর্য যখন পশ্চিম দিগন্তে হেলে পড়ে, তখন জাফলংয়ের স্বচ্ছ জলে ছড়িয়ে পড়ে সোনালি আভা। পাথরভরা নদী, খাসিয়া পাহাড়ের নীরবতা, আর বাতাসে ভেসে আসা পাখির ডাকে তৈরি হয় এক অপূর্ব মায়া।সন্ধ্যার আগ মুহূর্তে খাসিয়া জৈন্তা পাহাড়গুলো ঢেকে যায় মেঘের চাদরে। নিচে দিয়ে বয়ে চলেছে ডাউকি নদী, যার পানি একদম স্বচ্ছ – যেন আয়নার মতো। নদীর পাড়ে বসে থাকা পর্যটকের চোখে মুখে দেখা যায় প্রশান্তির ছোঁয়া।
Device : Redmi Note 11
উপভোগ্য মুহুর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

শেষ বিকেলের সোনালি আলো ধীরে ধীরে লালচে রূপ নিতে থাকে। নদীর পানিতে প্রতিফলিত সূর্যের সেই আলোকছটা যেন হৃদয় ছুঁয়ে যায়। এমন মুহূর্তে কেউ কেউ নদীর ধারে বসে থাকে একাকী, কেউ বা প্রিয়জনের হাত ধরে হেঁটে চলে পাথরের পথ ধরে।সন্ধ্যার হালকা ঠাণ্ডায় স্থানীয় দোকানের ধোঁয়া ওঠা লাল চায়ের কাপে চুমুক দিতে দিতে জমে ওঠে গল্পের আসর। সাথের মানুষগুলো যেন একেকটা জীবনের গল্প নিয়ে হাজির হয়েছে।এই রঙিন বিকেলের মুহূর্তগুলো অনেকেই ধরে রাখে ক্যামেরার ফ্রেমে। নদীর ধারে দাঁড়িয়ে একপাশে সূর্যাস্ত আর অন্য পাশে হাসিমুখে ছবি – স্মৃতির জন্য এক অনন্য উপহার।
Device : Redmi Note 11
সূর্যাস্তের মুহুর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

আমি যেখানেই যাচ্ছিলাম সিলেট থেকে শুধু আমার চোখে একটি বিষয় দৃষ্টি কেড়ে নিচ্ছিল। সেটা হচ্ছে মেঘালয় এত সুন্দর লাগছে দেখতে পাহাড়ের উপরে সুন্দর সুন্দর বাড়ি মেঘের আভাস সব মিলিয়ে দারুন একটা বিষয় ।আমরা যে সময় জাফলং গিয়ে পৌঁছলাম প্রচন্ড রোদ ছিল সাথে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে পানি যেটা প্রয়োজন সেই ধরনের সকল কিছুই সঙ্গে নিয়ে গিয়েছিলাম। পাহাড়ি রাস্তা দিয়ে যখন নদীর দিকে নামতে শুরু করলাম সাদা পাথরের দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। প্রথমবার সিলেটে যাওয়া অনুভূতিটাই অন্যরকম ছিল। সেখানেই অবস্থান করছিলাম যেখানেই অবস্থান করছিলাম ভিন্ন এক অনুভূতির সাক্ষী। আশা করি আপনাদের কাছেও আমার ঘোরাঘুরি মুহূর্তের গল্প ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | সূর্যাস্তের আলোয় জাফলং" |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @ripon40 |
লোকেশন | সিলেট |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1942604312448049187?t=6DHet82_XeeDZH9G1DYYZg&s=19
https://x.com/mahmudrr_r/status/1942604655667929186?t=oSpfdLbG-M74u0n77DdxhQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1942604990411071539?t=eY1ZRVXP2x_57VFJgpmIYQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1942605319299031134?t=KNazdZRDG0paGQnP183p0w&s=19
https://x.com/mahmudrr_r/status/1942605607695163693?t=4fGxAcnNs1aqRIGdLYAEUw&s=19
https://x.com/mahmudrr_r/status/1942605909576016172?t=uR_N0ApbGkQz43h1sIJSyg&s=19