|| ধূমপায়ীদের জীবনের সাথে বাস্তব কিছু সত্য ||

Source
সিগারেট বা চরিত্রের মধ্যে কোনো সমানুপাতিক ব্যস্তনুপাতিক সম্পর্ক নেই। অথচ এই দুটিকে মিশয়ে ফেলে অধিকাংশ মানুষ।
- আমি_দেখেছি,,,
সিগারেট না খাওয়া সমাজের ভদ্র ছেলেটাও নিজের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। - আমি আরো দেখেছি,,,
সিগারেট না খাওয়া ভদ্র সমাজের ভদ্র ছেলেটা রাস্তার পাশদিয়ে হেটে যাওয়া মেয়েটাকে ইপ্টিজিং করেছে - আবার সিগারেট খাওয়া অভদ্র মেয়ে/ছেলে দিব্বি বাবার ওষুধ, ভায়ের পড়াশোনা দায়িত্ব নিজের কাধে তুলে নিয়েছে।
- শুধু তাই নাই, সিগারেট খাওয়া অভদ্র ছেলেটা রাস্তার পাশদিয়ে হেটে যাওয়া মেয়েটাকে দেখে সিগারেটটাকে সুন্দর ভাবে আড়াল করে মাথা নিচু করে মেয়েটাকে সম্মান দিয়েছে।
- সিগারেট জিনিসটা কেবল শরীরের ক্ষতি করে, সেটা ব্যাক্তি চরিত্রে নির্ধারণের মাপকাঠি হতে পারে না।
বাহ ভাই আপনি সমাজের একদম সত্য কথাগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কথাগুলো একদম কলিজায় লাগল অসাধারণ বাণী ভাই। আপনার জন্য শুভকামনা রইল।