ম্যান্ডেলা আর্ট ৷

in আমার বাংলা ব্লগ7 months ago

Picsart_24-09-01_21-44-39-427.jpg

বিমানের ম্যান্ডেলা আর্ট


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো ৷ ছোট বেলার কথা মনে আছে ? কাগজ দিয়ে কত কিছুই না তৈরি করেছি ৷ একটুকরো কাগজ দিয়ে নৌকা বিমান এমন আরো কত কিছুই না বানিয়েছি ৷ আজ সে দিন গুলোর কথা মনে করে-ই ছোট্ট একটি আর্ট করার চেষ্টা করলাম ৷ যখন ছোট ছিলাম তখন প্রায় সময় বইয়ের পাতা কিংবা খাতার পাতা ছিড়ে বিমান বানানোর চেষ্টা করতাম ৷ কখনো হয়ে যেনো , কখনো বা হেরে যেতাম ৷ কাগজের তৈরি সেই বিমান গুলো বানিয়ে আকাশে উড়িয়ে দিতাম ৷ আর দেখতাম কাগজের তৈরি সেই বিমানটা কতটা দূরে উড়ে যায় ৷ ভীষণ ভালো লাগার কাজ ছিলো এগুলো ৷ যাই হোক , আজ ছোট বেলার সেই কাগজের তৈরি বিমানের মতোই দেখতে একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি ৷ আশা করি আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের সবার ভালো লাগবে ৷



বিমানের ম্যান্ডেলা আর্ট


প্রয়োজনীয় উপকরণঃ

  • আর্ট খাতা ,
  • পেন্সিল ,
  • রুল কম্পাস ,
  • রাবার এবং
  • সাইন পেন ৷

আর্টের ধাপঃ

IMG20240901205641_00.jpg

IMG20240901205821_00.jpg


শুরুতে আমি সাইন পেন দিয়ে বিমানের মতো দেখতে অংশটা এঁকে নিয়েছি ৷


IMG20240901210246_00.jpg

IMG20240901210646_00.jpg


এরপর কিছু দাগ টেনে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি ৷


IMG20240901210901_00.jpg

IMG20240901211207_00.jpg


বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে আর্টটি ধীরে ধীরে সম্পূর্ণ করার চেষ্টা...


IMG20240901211702_00.jpg

IMG20240901211957_00.jpg


ধীরে ধীরে আমি বিমানে অনেকটাই ম্যান্ডেলা ডিজাইন সম্পূর্ণ করি ৷


IMG20240901212427_00.jpg

IMG20240901212853_00.jpg


এরপর ম্যান্ডেলা ডিজাইন সম্পূর্ণ হলে মাঝখানে লাল কালার করে নিয়েছি ৷


IMG20240901213114_00.jpg

IMG20240901213728_00.jpg


লাল রঙের মাঝে হালকা কালো কালার করে নিয়েছি পেন্সিল দিয়ে ৷


IMG20240901213736_00.jpg

IMG20240901213801_00.jpg


এরপর একটি লাভ ডিজাইন এঁকে মাঝখানে এবিবি (আমাদের কমিউনিটির নাম) দিয়ে আর্টটি সম্পূর্ণ করি ৷


IMG20240901213807_00.jpg

IMG20240901213815_00.jpgIMG20240901213846_00.jpg

IMG20240901213853_00.jpg

Picsart_24-09-01_21-44-39-427.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ ম্যান্ডেলা আর্ট
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 01 Sep 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 7 months ago 

আসলে ছোটবেলায় এরকম কাগজের বিমানগুলো উড়াতাম অনেক। বেশ ভালো লাগলো আপনার আজকের এই ম্যান্ডেলা আর্ট দেখে। কাগজের বিমানের মত করে বিমান আর্ট করেছেন এবং পরে ম্যান্ডেলা ডিজাইন করেছেন। খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো। ভালোই লাগছে দেখতে। চমৎকার একটি মেন্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার চমৎকার এই ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়েছি আমি। কথা বলতে গেলে আপনার দারুন দক্ষতা রয়েছে এই বিষয়ে। এত সুন্দর সুন্দর আর্ট গুলো আমাকে মুগ্ধ করে তাই আমিও চেষ্টা করি এমন আর্ট করার।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 7 months ago 

ম্যান্ডেলা আর্ট আমি কখনো করিনি। এই ধরনের আর্ট গুলো অনেক দক্ষতার সাথে করলে দেখতে ভালো লাগে। চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 7 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 7 months ago 

ম্যান্ডেলা আর্ট খুবই কষ্টের কাজ। আর এটি অনেক ধৈর্যের সাথে করতে হয়। আর এই ধৈর্যই আমার একদম নাই। আপনার ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর হয়েছে ভাই। ভালো লেগেছে অনেক আমার কাছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 7 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 7 months ago 

এরকম নিখুঁত হাতের কাজ গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আজ আপনি অনেক সুন্দর দেখতে একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট আমার তো খুবই পছন্দ হয়েছে ভাইয়া। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। আর অনেক সময়ও লেগে যায় এগুলো অঙ্কন করতে। মাঝখানের অংশটা কালার করার কারণে আরো বেশি ভালো লাগছে এটা দেখতে। সত্যি আপনি অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করতে পারেন।

 7 months ago 

বাহ চমৎকার বেশ দারুণ লাগল আপনার মান্ডালা আর্ট টা। কাগজের প্লেনের উপর মান্ডালা আর্ট টা বেশ সুন্দর করেছেন ভাই। আর্ট এর প্রতিটা ধাপ বেশ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 7 months ago 

আপনার ম্যান্ডেলা আর্ট পোস্টটি দেখতে জাস্ট চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপনি আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। বিমানের মত করে ম্যান্ডেলা আর্ট এর নিচে লাভ চিহ্ন দেওয়ার কারণে লিখতে বেশ ভালোই লাগতেছে। তবে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে ম্যান্ডেলা আর্ট দেখতে বেশ ভালই লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

ছোট বেলায় কাগজের তৈরি বিমান বানিয়ে আকাশে উড়িয়ে দিতেন এবং সেই ছোটবেলার স্মৃতিচারণ করে করে আজকে চমৎকার সুন্দর একটি বিমানের ম্যান্ডেলা আর্ট করেছেন। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে ম্যান্ডেলা আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।