আরেকটি নক্ষত্রের পতন | ভালো থেকেও ওপারে “শেন ওয়ার্ন” || 10% for @shy-fox
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
হটাৎ করেই ধুপ করে যেনো খসে পড়লো মহাকাশের এক নক্ষত্র। হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি,আমি কার কথা বলছি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ক্রিকেট মহাবিশ্বের এক জ্বলজ্বলে নক্ষত্র শেন ওয়ার্ন।সব কিছু ঠিকঠাক এই চলছিল হটাৎ যেনো কিছু বুঝে উঠার আগেই সব কিছু এলোমেলো হয়ে গেলো এই ক্রিকেট বিশ্বে।তার এই হটাৎ মৃত্যুতে পুরো ক্রিকেট পাড়া যেনো থমকে দাড়িয়েছে।কেউ কেউ তো এখনো বিশ্বাসেই করতে পারছেন না তিনি আর আদের মাঝে নেই।
কিছু বুঝে উঠার আগেই চলে গেলেন এই লিজেন্ড।হয়তো তিনি কাউকে বুঝতেই দেন নি।তিনি একজীবনে যায় দিয়েছেন এই ক্রিকেট হয়তো সেগুলোর বোঝা আর নিতে পারছিলো না। তাইতো তাড়াতাড়ি শান্তির ঘুম ঘুমাতে গেলেন আমাদের ছেড়ে।কোনো সন্দেহ ছাড়াই তিনি কারো কাছে একজন সেরা স্পিনার,ক্রিকেটার আবার সর্বকালের সেরা খেলোয়াড়। 22 গজের ওই পিছে করা একেকটা বল যেন সদ্য ফোটা গোলাপের কাটা যা ছুঁতে গিয়ে প্রতিপক্ষক কেবল পেয়েছে কাটার আঘাত।আর দল ও সমর্থক পেয়েছে সেই গোলাপের সুবাস।
শেন ওয়ার্ন এর ঘূর্ণি জাদুতে বুদ হয়ে ছিলো পুরো ক্রিকেট বিশ্ব।এই প্রজন্মের এমন কোনো ক্রিকেট প্রেমিক কে খুজে পাওয়া যাবে না যে শেন ওয়ার্নকে চিনে না।শেন ওয়ার্ন এর সেই চোখ ধাঁধানো স্পিন বল দেখে সবাই চোখ বের করতো।এই দুনিয়ার এমন তাবৎ কোনো ব্যাটসম্যান নেই যে শেন ওয়ার্নকে ফেস করতে ভয় পেত না।তিনি ছিলেন একজন অনন্য জার ক্রিকেট জাদুতে ফুলে ফেঁপে উঠতো তার দল আর ধ্বংস হয়ে যেত প্রতিপক্ষ। তিনিই তো সেই প্লেয়ার যিনি প্রথম টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট এর মাইলফলক স্পর্শ করেন যেটা ওই সময় কেউ কল্পনা করতেও পারতো না। এইতো সেদিনের কথা শেন ক্রিকেট থেকে অবসর নিলেন।আমি যখন খুব ছোট ছিলাম খেলা তেমন একটা বুঝতাম না শুধু মাঝে মাঝে টিভির সামনে দেখতাম সবাই তালি দিত আমিও মজা পেতাম।যখন শেন ওয়ার্ন বোলিং এ আসতো সবাই বলত “এই হইসে রে” এবার মনে হয় উইকেট যায়।সবাই চুপ করে বসে থাকতো তার ভেলকি দেখার জন্য।অবশেষে কেউ একরাশ হতাশা নিয়ে ফিরে আবার কেউ আনন্দে মেতে উঠে। তিনি এমন একজন প্লেয়ার যিনি একসাথে হাজারো ভক্তদের আনন্দে ভাসিয়েছেন আবার প্রতিপক্ষকে চোখের জলে ভাসিয়েছেন।
আজ তুমি চলে গেছো কেন জানি বিশ্বাস করতে মন চাইছে না।শেন তুমি চাইলেও চলে যেতে পারো না শুধু তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে কিসের এত তাড়া ছিল তোমার।শুধু একটা কথাই বলবো তুমি যেখানেই থাকো বা কোনো এক বহুদূরে তুমি সবসময় ক্রিকেট এর আঙিনায় থাকবে এক জ্বলজ্বলে নক্ষত্র হয়ে।কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি যদি কেউ ক্রিকেট টাকে খুঁজতে যায় তবে সে কেবল তোমার অস্তিত্বই খুঁজে পাবে কারণ তুমিই যে ক্রিকেট।ভালো থেকেও শেন তোমাকে আমরা কখনোই ভুলবো না।
শেন ওয়ার্ন কে নিয়ে কিছু তথ্য:
জন্ম:১৯৬৯ সালের ১৩ই সেপ্টেম্বর অস্ট্রোলিয়ার ভিক্টোরিয়াটে জন্ম গ্রহণ করেন এবং মৃত্যু বরণ করেন ২০২২ সালের ০৪ মার্চ।এবং তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের লেগ স্পিনার এবং ডান হাতি একজন ব্যাটসম্যান ছিলেন। তার ফুল নাম শেন কেইথ ওয়ার্ন। মূলত তিনি বোলিংয়ের জন্যই বেশী জনপ্রিয় ছিলেন। আন্তর্জাতিক ম্যাচে তার প্রথম ডেব্ হয় ১৯৯২ সালে ইন্ডিয়ার বিরুদ্ধে এবং 2007 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লাস্ট টেস্ট ম্যাচ খেলে অবসরে যান। এবং ওডিআই ক্রিকেটে তার ডেব্যু হাজার ১৯৯৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং তিনি লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিলেন 2005 সালের বিশ্ব একাদশের হয়ে এবং ২০০৭ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। তিনি মোট টেস্ট ম্যাচ খেলেছেন 145 টি যেখানে তিনি বিশ্ব রেকর্ড করে তুলে নিয়েছেন 708 উইকেট। এবং ওডিআই ক্রিকেটে 194 টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৯৩ টি।
মহান লিজেন্ড এর এই অকাল মৃত্যুতে শুধু একটা কথাই বলবো “যেতে নাহি দিব হায় তবু চলে যেতে হয়”।জগতের ধ্রুব সত্যকে প্রতিষ্ঠিত করে তিনিও চলে গেলেন না ফেরার দেশে।হয়তো তার কাছ থেকে ক্রিকেট বিশ্বের এখনো অনেক কিছুই পাওনা ছিল কিন্তু যেটা দিয়ে গেছে তাই বা কম কিসে।তিনি চিরকাল বেচে থাকবেন ক্রিকেট প্রেমী প্রত্যেকটি মানুষের হৃদয়ে বেচে থাকবেন ক্রিকেট ইতিহাসের পাতায় পাতায়।তাই অশ্রুসিক্ত নয়নে আরো একবার বলি বিদায় হে লিজেন্ড ভালো থেকে ওপারে।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য 🌿

তিনি আমার ভীষণ পছন্দের একজন লেগ স্পিনার বোলার ছিলেন । ছোট বেলা থেকেই তার খেলা দেখে বড় হয়েছি । তার হঠাৎ মৃত্যু আসলেই দুঃখজনক।
তার খেলা দেখার আমার সৌভাগ্য হয়নি কিন্তু যখন ক্রিকেট বুঝেছি তার ভিডিও গুলো যখন দেখেছি তার বিশাল বড় ভক্ত হয়ে গিয়েছি আমি।🖤🖤🖤
আমার প্রিয় টিম আমার প্রিয় বোলার। ছোট বেলা থেকে অষ্ট্রেলিয়ার সাপোর্ট করি। শেন ওর্য়ানের বল দেখতে অধির আগ্রহে বসে থাকতাম টিভির সামনে। প্রতিটি ডেলিভারীই যেন নতুনত্ব থাকবে। কষ্ট পেয়েছি চলে যাওয়াতে এত কম বয়সে। আশা করতে পারিনি। যদিও আমাদের সকলেরই চলে যেতে হবে একদিন। ওপারে ভাল থেকো শেন। ধন্যবাদ ভাই প্রিয় বোলারের বিষয় পোষ্ট করার জন্য।
সত্যিই ভাই আমরা একজন লিজেন্ড কে হারালাম হয়তো এখনো তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার বাকি ছিল এই ক্রিকেট বিশ্বের।
আরেকটি নক্ষত্রের পতন | ভালো থেকেও ওপারে “শেন ওয়ার্ন” ||সত্যিই অনেক কষ্ট হয় অনেক মর্মাহত হয়ে বলতে ইচ্ছে করছে সব লিজেন্ডরাই একে একে আমাদের ছেড়ে চলে যাচ্ছে।চিরসত্য না ফেরার দেশে।এই গুণী মানুষটির জন্য প্রাণভরে দোয়া করছি পরপারে যেন খুব ভালো থাকেন♥♥
জি আপু এটাই চাওয়া এখন। তুমি ভালো থাকুক এবং এই ক্রিকেট বিশ্বের সব ক্রিকেটপাগল লোকেরা তাকে ইতিহাসের পাতায় মনে রাখুক।
আপনি শেষের ছবিটিতে ভুল সোর্স ব্যবহার করেছেন। আর প্লেয়ারের ছবি টি কোথা থেকে পেয়েছেন??
সরি ভাইয়া,একটি ছবি দিতে গিয়ে আরেকটি ছবি চলে গেছে কিন্তু কালকে ফোনের কি যেনো সমস্যা হচ্ছিল সব ঠিকি দেখাচ্ছিল তাই বুঝতে পারি নি।আর ছবিটি শুধু ব্যানার টি বানানোর জন্য গুগল থেকে নিয়েছি এতে কি কোনো সমস্যা হবে?
খবরটা আমি অনেক দেরিতে শুনেছিলাম আসলে ইদানিং ফেসবুকে তেমন যাওয়া হয় না। হঠাৎ ফেসবুকে ঢুকতেই প্রথমে নিউজে দেখলাম অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গিয়েছে। আমি খবরটি দেখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ একদম চুপচাপ ছিলাম। আমি ছোট থেকেই ক্রিকেট খেলা অনেক পছন্দ করি আর ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার দের তো অনেক শ্রদ্ধা করি। শেন ওয়ার্নের লেগ স্পিন ঘূর্ণিপাক হাইলাইটস এ দেখতাম এবং শেখার চেষ্টা করতাম। আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেন ওয়ার্ন এর ধারাভাষ্য যেন আমার মন কেরেছে। সত্যি লিজেন্ডস কে আমি অনেক মিস ।করবো
আমিও খবরটি অনেক দেরিতে শুনেছিলাম যখন দাদা অ্যানাউন্সমেন্ট করেছে ঠিক তখন আমি জানতে পারি। এবং জেনে খুবই খারাপ লেগেছিল আমার আসলে কি না আমিও একজন ক্রিকেটপ্রেমী হয়তো এ কারণেই।
সত্যিই আমরা গভীরভাবে শোকাহত তাঁর মতো বলার সত্যি আমি দেখি নাই। তার নাম শুনলেই ব্যাটসম্যানের মনের ভিতর আতঙ্ক সৃষ্টি হয়ে যেত। সাথে সাথে বল এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত। আসলেই তিনি লিজেন্ড। সত্যি ক্রিকেটবিশ্ব তাকে প্রচন্ড মিস করবে। এভাবে হারিয়ে যাচ্ছে নক্ষত্র গুলি💔🥀
হয়তো তার থেকেও আরো অনেক ভাল বলার আসবে কিন্তু শেন ওয়ার্ন একজনই তার রিপ্লেসমেন্ট কখনোই সম্ভব নয়।তিনি একজন তিনি অনন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আসলে কিছু কিছু মৃত্যু খুবই অপ্রত্যাশিত মাত্র ৫২ বছর বয়সে প্রিয় তারকা এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবে এটা আশা করি নাই। নিশ্চয়ই অপারে খুব ভালো থাকবেন শেন ওয়ার্ন। তার হাতের জাদুতে একসময় পুরো ক্রিকেট বিশ্ব কেঁপেছে । অনেক অনেক মিস করব তাকে। প্রিয় তারকা'র এত সুন্দর প্রতিবেদন তৈরি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। ভালো থাকবেন ভাই।
তারা জাদুকরী স্পিনে পুরো ক্রিকেট বিশ্ব বুধ হয়েছিল।হয়তো তিনি আর ফিরবেন না আমাদের মাঝে কিন্তু তার সেই জাদুকরী বল গুলো তো থেকেই যাবে ক্রিকেট বিশ্বের ইতিহাসে।ভালো থাকবেন পাশে থাকবেন।
সে ওপারে গিয়ে সবার হৃদয় থেকে যাবে ।আসলে লিজেন্ডরা কখনো মানুষের হৃদয় থেকে মরে যেতে পারেনা ।আমার দেখা শেন ওয়ার্ন বিশ্বের সেরা লেগ স্পিনার । ৫২বছর বয়সে হঠাৎ করে মৃত্যুবরণ করেছে জেনে খুবই ব্যথিত হয়ে ছিলাম। তবে একটা কথা মেনে নিতে হবে মানুষ মরণশীল ।মানুষকে একদিন মরতেই হবে ।আপনি খুবই সুন্দর লিখেছেন ।
ধন্যবাদ আপনাকে।
ওইযে কথায় আছেনা শিল্পীর মৃত্যু আছে কিন্তু শিল্পের তার মৃত্যু হয় না। শেন ওয়ার্ন মোর গিয়েও বেচে আছে এই ক্রিকেট প্রেমীদের হৃদয়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ক্রিকেট বিশ্ব হারিয়েছে এক কিংবদন্তি। সত্যিই তিনি অসাধারণ প্রতিভাবান একজন বোলার ছিলেন। তার প্রতিভা ছিল সত্যি অনেক মনমুগ্ধকর এবং অনেক জাদুকরী। তিনি খুবই সহজ ভাবে ব্যাটিংয়ের পরাস্ত করতে পারতেন। সত্যি তার মৃত্যু জানো কালোমেঘ বয়ে এনেছে ক্রিকেট বিশ্বে। ধন্যবাদ আপনাকে এমন হৃদয়বিদারক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।
তার সময়ে এমন কোন বাঘা বাঘা ব্যাটসম্যান নেই যে তার বল খেলতে ভয় পেত না। ব্যাটসম্যান কিভাবে যাও হত সে নিজেই বুঝতে পারছ না। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
এই লিজেন্ডের অনেক খেলার ভিডিও ইউটিউব থেকে দেখছি। বস লেভেলের লোক ছিলেন। তাকে লেগ স্পিনারের যাদুকর বলা চলে। এখনো তার অনেক রেকর্ড আছে কেউ ভাঙ্গতে পারে নাই। আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। লিজেন্ডরা আমাদের হৃদয়ে ছিলো, আছে এবং থাকবে। তার আত্মার মাগফিরাত কামনা করছি।
একদম পুরাই গড লেভেলের একজন স্পিনার ছিলেন তাতে কোন সন্দেহ নেই। আমারও সৌভাগ্য হয়নি তার খেলা দেখার কিন্তু ইউটিউবে তার অনেক ভিডিও দেখেছি। আর অবশ্যই তিনি নাই তো কি হয়েছে কিন্তু তার কীর্তিগুলো তো আমাদের হৃদয়ে চির জীবন থেকে যাবে।