আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো "ভোল্টেজ ডিটেক্টর"।বাস্তব জীবনে এটি খুবই কার্যকর একটি প্রজেক্ট।এই প্রজেক্টটির সাহায্যে আমরা খুব সহজে বুঝতে পারবো তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা কিংবা তারের কোথায় ফিউজ আছে।এবং জার ফলে আমরা খুব সহজেই সেই ছেড়া জায়গাটি ডিটেক্ট করে পুনরায় সংযোগ চালু করতে পারব।তো চলুন কিভাবে আমি এই প্রোজেক্টটি তৈরি করলাম সেই বিষয়ে আলোচনা করা যাক।
প্রয়োজনীয় উপকরণ:

তৈরীর বর্ণালী:



এই সার্কিটটি তৈরির প্রধান কাজই হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপটি সুন্দরভাবে সম্পন্ন করা গেলে বাকি গুলও অনেকটাই সহজ হয়ে যায়।তো এই ধাপেই আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি যেনো আপনারা ভালো করে বুঝেন।প্রথমে যে তিনটি থ্রিপিন ট্রানজিস্টার আছে তো ট্রানজিস্টর এর তিনটি টার্মিনাল থাকে একটি হচ্ছে কালেক্টর টার্মিনাল আরেকটি বেজ অন্যটি ইমিটর। তো এই প্রত্যেকটি টার্মিনালকে পর্যায়ক্রম অনুসারে একটি আরেকটির সাথে সোল্ডারিং করে নিতে হবে। প্রথমে ট্রানজিস্টরের টার্মিনালগুলোকে সাইড করে নিতে হবে। এরপর প্রথম ট্রানজিস্টরের ইমিটর টার্মিনালের সাথে দ্বিতীয় ট্রানজিস্টর টির বেজ টার্মিনাল সোল্ডারিং করে নিতে হবে। এবার তৃতীয় যে ট্রানজিস্টার টি আছে সেটির বেজ টার্মিনাল দ্বিতীয় ট্রানজিস্টরের ইমিটর টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে। এবং সবগুলো ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালকে কমন রেখে সোল্ডারিং করতে হবে।আর এই কাজটি অবশ্যই নিখুঁত ভাবে সম্পন্ন করতে হবে। |



এবার এলইডি বাল্বটির নেগেটিভ টার্মিনাল ট্রানজিস্টার এর কমন টার্মিনাল তথা কালেক্টর টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে। |



এবার এলইডি বাল্ব টিকে অতিরিক্ত ভোল্টেজ এরহাত থেকে প্রটেক্ট করার জন্য 200 ওহম এর একটি রেজিস্টর ব্যবহার করতে হবে। চাইলে আপনি যে কোন মানের রেজিস্টর ব্যবহার করতে পারেন। |



এবারে ট্রানজিস্টর এর অপর প্রান্ত টি বাজারের পজেটিভ টার্মিনালে সোল্ডারিং করে নিতে হবে। |



এরপর বাজারের নেগেটিভ টার্মিনালে একটি ছোট তার সংযোগ দিয়ে ট্রানজিস্টার এর কালেক্টর টার্মিনাল এর সাথে সোল্ডারিং করে দিতে হবে। এবং এ পর্যায়ে ব্যাটারীর পজেটিভ তারটি বাজারের পজেটিভ টার্মিনাল সোল্ডারিং করে নিতে হবে এবং নেগেটিভ তারটি ট্রানজিস্টরের ইমিটর টার্মিনালে সোল্ডারিং করে নিতে হবে। |



এ পর্যায়ে কপার এর তৈরি করা কয়েলটি ট্রানজিস্টরের উপরের অংশ অর্থাৎ ট্রানজিস্টরের বেজ টার্মিনালে কপার কয়েল এর তৈরি কৃত সিগনালটি সোল্ডারিং করে নিতে হবে। |
সার্কিটটি দেখতে যেমন হবে


ভিডিও:
প্রজেক্টটি যেভাবে কাজ করে
ইলেকট্রিক্যাল কাজের ব্যাপারে আপনার দক্ষতা এই পোস্টটি থেকে বোঝা যাচ্ছে। আপনি সবসময় দারুন সব ইলেকট্রিক্যাল প্রজেক্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন। আজকেও অত্যন্ত চমৎকার একটি ভোল্টেজ ডিটেক্টর তৈরি করে দেখিয়েছেন আমাদেরকে। এভাবেই এগিয়ে যান। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
জি ভাই অনেক আগে থেকেই পারি।আর ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
অসাধারণ হয়েছে ভাইয়া।
ভাইয়া আপনি ভোল্টেজ ডিটেক্টর তৈরি করেছেন অনেক দারুণ ভাবে। প্রয়োজনীয় সব উপকরণ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। যে কেউ আপনার পোস্টের মাধ্যমে শিখে নিতে পারবে। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বৈদ্যুতিক কাজ অনেক ভয় লাগে আমার। আমি বাসার একটা সুইচ লাগাতেও ছোট ভাইয়ের হেল্প নেই। আসলে অনেকের অনেক কিছুতে এলার্জি আমার বিদ্যুতে। তবে আপনার প্রজেক্টটি অনেক ভালো লাগছে ভাই। এর রকম ইউনিক পোস্ট সামনে আরো দেখতে চাই। 🤟🤚
জি ভাই চেষ্টা করব সামনে আরো এরকম ইউনিক কিছু নিয়ে আসার।
ভোল্টেজ ডিটেক্টর আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন । তাছাড়া ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।