আমার বাংলা ব্লগের ভেরিফাই মেম্বার হতে পারার অনুভূতি || 10% for @shy-fox
![]() |
---|
image source
আসসালমু আলাইকুম |
---|
সম্মানিত আমার বাংলা ব্লগ পরিবার এর সকল মেম্বার দের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন।আপনাদের দোয়ায় আমিও বেশ সুস্থ আছি এখন।সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা রেখে শুরু করছি আজকের পোস্ট।আজকে আমি কোনো রেসিপি পোস্ট,গান পোস্ট,ডাই পোস্ট কিংবা ফুড রিভিউ করবো না আজকে আমি আমার কিছু অনুভূতি শেয়ার করবো।নিশ্চই সেটা পোস্ট এর টাইটেল দেখেই বুঝে গেছেন।
আজকে সত্যিই আমি অনেক আনন্দিত,উচ্ছসিত অনেক গর্বিত,"কারণ আজকে আমিও একজন এই পরিবারের এই কমিউনিটির ভেরিফাই ব
ব্যাজ ধারি সদস্য"।ব্যাপারটা বলতেই কেমন জানি গর্ববোধ হয় সবার তাই না!আমারও হচ্ছে।সব চড়াই উত্রাই পার করে সমস্ত ক্লাস শেষ করে এই পর্যন্ত আসা চারটিখানি কথা নয়।তার জন্য থাকা দরকার ধৈর্য,মনোবল আর শেখার আগ্রহ।আর আমি সেটা করে দেখিয়েছি,আমি বলতে পারবো আমি পেরেছি।আমি বলতে চাই সত্যিই আমি ভাগ্যবান,শুধু আমি বললে হয়তো ভুল হবে আমার বাংলা ব্লগের সকল সদস্যরা অনেক ভাগ্যবান এত সুন্দর একটি প্লাটফরম পেয়েছি আমরা।আর আমাদেরও উচিৎ যিনি আমাদের এত সুন্দর একটি প্লাটফর্ম দিয়েছেন এত সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুশাসনে পথচলা।ইনশাল্লাহ আমি এমনটাই করবো।
আমার বাংলা ব্লগ নিয়ে আমার এতদিনের জানা:
আমার বাংলা ব্লগ শুধু একটি কমিউনিটির নামই না এটা এখানকার সবার ভালোবাসা,আবেগ এক কথায় এটি একটি পরিবার।যেখানে সবাই আন্তরিক কারো মধ্যে নেই কোনো ভেদাভেদ নেই কোনো অহংকার।সবাই সবার দুঃখে ব্যাথিত হয় আবার একসাথে আনন্দ গুলও ভাগ করে নিতে জানে।আমার বাংলা ব্লগ যে শুধু ব্লগিং করার জন্য এমনটা ভাবলে ভুল ভাবছেন। এখানে কি নেই সৃজনশীল পোস্ট,এন্টারটেইনমেন্ট,প্রতিযোগিতা সবকিছুই পাবেন এখানে।অর্থাৎ কমপ্লিট একটি প্যাকেজ হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য "আমার বাংলা ব্লগ"।
আমার বাংলা ব্লগ স্কুল সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা:
![]() |
---|
আমার বাংলা ব্লগের অন্যতম একটি কার্য্যক্রম এর মধ্যে আমার বাংলা ব্লগ স্কুল অন্যতম নিঃসন্দেহে।যেমন ধরুন আমার মত যারা নতুন ইউজার।আমি কিন্তু স্টিমিট কিংবা ব্লকচেইন জগতে একদম নতুন ছিলাম।আমার বাংলা ব্লগ থেকেই আমার উত্থান।এবং আমি আমার এক বন্ধুর মাধ্যমে এখানে আসি আমি যখন এখানে আসি তখন ব্লকচেইন বা স্টিমিট সম্পর্কে কোনো ধারণাই ছিল না,না ছিলো কমিউনিটি রুলস সম্পর্কে কোনো ধারণা।তারপরেও আমি আমার বন্ধুর কাছ থেকে অনেক কিছুই জানতে পারছি শিখতে পারছি।কিন্তু সবকিছু তো আর এভাবে চলতে পারে একটা সঠিন পথ প্রদর্শক ট থাকা দরকার।আর তারপরেই শুরু হলো আমার বাংলা ব্লগ এই কার্য্যক্রম।এবং একে একে শেখানো হলো সব কিছু যার আগা মাথা কিছুই জানতাম ও না বুঝতাম ও না। এবিবি স্কুল এর শিক্ষা কার্য্যক্রমটা ছিলো একদম প্ল্যানিং করা।যেখানে বেসিক থেকে শুরু করে লাস্ট স্টেজ পর্যন্ত শেখানো হয়।এবিবি স্কুলের এই পাঠদান কর্মসূচিটা ছিলো পাচটি স্তরে যেখানে বেসিক থেকে শুরু করে আপার লেভেল এভাবে পর্যায়ক্রমে সাজানো ছিল। যেখানে প্রত্যেকটা লেভেলে থাকতো আলাদা বিষয় এর উপর আলোচনা।এবং এই এবিবি স্কুলের পাঠদান কার্যক্রমে প্রফেসর হিসেবে ছিলেন আমার বাংলা ব্লগের মাননীয় অ্যাডমিন ও মডারেটর মহাদয়রা।যারা ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং আন্তরিক।যাদের প্রচেষ্টা ও আমার আগ্রহে আজকে আমি সব লেভেল সাফল্যের সহিত অতিক্রম করে আজকের এই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারছি।এবং আশা করি আমি আমার ধারাবাহিকতা বজায় রেখে আগ্রহের সাথে কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে এই পরিবারের সকলের সাথে হাতে হাত রেখে ভ্রাতৃত্ব বজায় রেখে বহুদূর পথ পাড়ি দিতে পারি।
![]() |
---|
image source
সর্বোপরি আমি আমার বন্ধু যার মাধ্যমে, যার কারণে এই পরিবারে সাথে অন্তর্ভুক্ত হইতে পারছি @sagor1233 তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করছি। জার জন্য আমি এত সুন্দর একটি প্লাটফরম সম্পর্কে জানতে পেয়েছি যেখানে আমি আমার সজাতি ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করে আর্নিং করতে পারবো,আমার সৃজনশীল চিন্তাধারার বাস্তবায়ন ঘটাতে পারবো।
সবশেষে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি @amarbanglablog ও @abb-school এর কাছে তৎসঙ্গে সেই মহান উদার মানুষটির প্রতি যার প্রচেষ্টায়, যার উদ্যোগে যার অর্থায়নে আজকের আমার বাংলা ব্লগ, তিনি আর কেউ নন আমার বাংলা ব্লগের ফাউন্ডার আমার বাংলা ব্লগের প্রাণ @rme দাদাকে।সেই সঙ্গে আমার বাংলা ব্লগের সকল নিবেদিত প্রাণ অ্যাডমিন ও মডারেটর ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের এই অযুক্তিক লেখাটি এখানেই শেষ করছি।এটি কোনো গুরুত্বপূর্ণ বা শিক্ষণীয় পোস্ট নয় এটা শুধুই আমার মনের অভিব্যাক্তি মাত্র।
আমার বাংলা ব্লগে একজন ভেরিফাইড মেম্বার হবার জন্য অনেক পরিশ্রম করতে হয় যা আপনি করেছেন এবং নিজের প্রাপ্য পেয়েছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই।🖤
এই অনূভুতি যে ভাষায় প্রকাশ করার মতো না এটা বুঝতে পারছি ভাই। তাও আপনি নিজের আবেগ ভালোবাসা দিয়ে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন। আপজ শুভকামনা। এবং আমার বাংলা ব্লগ এর সাথেই থাকবেন। ভালো লিখেছেন।
ধন্যবাদ আপনাকে।🖤
আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই। দোয়া করি আপনি অনেক দূর এগিয়ে যাবেন।🖤
আমার বাংলা ব্লগে ভেরিফাইড মেম্বার হওয়া খুবই কঠিন। প্রতিটি লেভেলে লিখিত এবং ভাইভা পরীক্ষা দিয়ে উর্ত্তীন্ন হয়ে ভেরিফাইড মেম্বার হিসেবে কাজ শুরু করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই। অনেক দূর এগিয়ে যান।
ধন্যবাদ ভাই আপনাকে।🖤