DIY- ক্লে দিয়ে বোতলের উপর সুন্দর ডেকোরেশন||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আর বোতল ডেকোরেশন করতে ইদানিং কেন জানি বেশি ভালো লাগে। তাই যখন সামনে কোন বোতল দেখি তখনই ডেকোরেশন করার জন্য তৈরি করে ফেলি। আজকেও একটি সুন্দর করে বোতল ডেকোরেশনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে।


ক্লে দিয়ে বোতলের উপর সুন্দর ডেকোরেশন:

IMG_20250910_120305.jpg
Device-OPPO-A15


ভালো লাগার কাজগুলো করতে অনেক ভালো লাগে। তবে শরীর মন কোনটাই কয়েকদিন থেকে ভালো নেই। ধীরে ধীরে ডিপ্রেশনে একদম শেষ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন বেঁচে থাকাটা এক প্রকারের লড়াই হয়ে দাঁড়িয়েছে। এর মাঝেও নিজের কাজগুলো করার চেষ্টা করে যাচ্ছি। আজকে আমি একটি বোতল ডেকোরেশনের পদ্ধতি শেয়ার করার জন্যই একটি পোস্ট শেয়ার করবো। আর বোতল ডেকোরেশন করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে যখনই সময় পাই তখনই এই কাজগুলো করে থাকি। খুব সহজ পদ্ধতিতে বোতল ডেকোরেশন করা যায় আর পদ্ধতি গুলো নিচে উপস্থাপন করলাম।


প্রয়োজনীয় উপকরণ:

১. বোতল।
২. ক্লে।

IMG20250910115022.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250910115040.jpg
Device-OPPO-A15
IMG20250910115125.jpg
Device-OPPO-A15


বোতল ডেকোরেশন করার জন্য সুন্দর করে প্রথমে ক্লে ব্যবহার করে নিয়েছি।


ধাপ-২

IMG20250910115157.jpg
Device-OPPO-A15
IMG20250910115224.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো বিভিন্ন অংশে ক্লে ব্যবহার করেছি এবং সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20250910115314.jpg
Device-OPPO-A15


এবার ফুলের নকশাগুলো সুন্দর করে করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে।


ধাপ-৪

IMG20250910115423.jpg
Device-OPPO-A15
IMG20250910115550.jpg
Device-OPPO-A15


ফুলের নকশাগুলো সুন্দর করে করা হয়ে গেলে এবার কিছু পাতা তৈরি করেছি।


ধাপ-৫

IMG20250910115555.jpg
Device-OPPO-A15
IMG20250910115917.jpg
Device-OPPO-A15


এবার ছোট ছোট কিছু সাদা রংয়ের ক্লে দিয়ে সম্পূর্ণ অংশ সাজিয়ে তুলেছি। আর অন্যান্য কাজগুলো করে সুন্দর করে এই বোতলটি ডেকোরেশন করেছি।


উপস্থাপনা:

IMG_20250910_120720.jpg
Device-OPPO-A15


বোতল ডেকোরেশন করতে আর সুন্দর করে সাজিয়ে তুলতে আমার ভীষণ ভালো লেগেছে। এই কাজগুলো করতে আমার যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে উপস্থাপন করতেও ভালো লাগে। সময় নিয়ে কাজগুলো করলে দেখতে ভালো লাগে। আশা করছি এই বোতল ডেকোরেশন সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 days ago 

ক্লে দিয়ে বোতলের উপরের অংশটা খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছেন আপু। এমন একটি পোস্ট আমিও অনেকদিন আগে শেয়ার করেছিলাম। আসলে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু করতে খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

ক্লে দিয়ে বোতলের পরে ভীষণ সুন্দর ডেকোরেশন করেছেন। বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করার কারণে সুন্দর কালারফুল হয়েছে দেখতে। ধাপে ধাপে বেশ ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

 2 days ago 

আপনার আইডিয়া তো চমৎকার। আপনি ক্লে দিয়ে বোতলের উপর চমৎকার ডেকোরেশন করেছেন। তবে এই বোতলটি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু চমৎকার লাগবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে বোতলের উপর ডেকোরেশন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।