আজ বাংলাদেশে, নির্যাতন শিকারদের সহায়তা দিবস।।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামুয়ালাইকুম, আমি মোহাম্মাদ আরিফ। "আমার বাংলা ব্লগ" মেম্বারদের সাথে আজকে একটি নতুন দিবস
সম্বন্ধে শেয়ার করছি। যেটা অনেকেরি অজানা।


images (14).jpeg

ছবি সংগ্রহীত এখান হতে।

আজ ২৬ ই জুন। আজ নির্যাতনের শিকারদের সহয়তা দিবস।

আমরা অনেকেই হয়ত এই দিবসের সাথে পরিচিত নয়। প্রতিনিয়ত আমাদের চারপাশে অনেক মানুষ নির্যাতিত হচ্ছে। নির্যাতিতদের মধ্যে হয়তো কারো মা বোন আত্মীয়-পরিজন রয়েছে।অনেক হয়েছে আর নয়, এবার সময় এসেছে নির্যাতিতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।সাহস যোগাতে হবে যাতে মানুষরূপী পশু গুলোকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার ।এই দিনে আমরা প্রতিজ্ঞা করতে পারি যে, সকল নির্যাতিত ব্যক্তিদের কাছে সহায়তার হাত বাড়িয়ে দিব।

ধন্যবাদ সকলকে পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 4 years ago 

ধন্যবাদ ভাই বিষয়টি উপস্থাপন করার জন্য।
তবে ব্লগটি আরো একটু বড় করতে পারলে ভালো হতো।

 4 years ago 

সত্যিই আমার এই বিষয়ে সম্পর্কে কোন ধারণা ছিল না ।কারণ আমি জানতাম না এই দিবসের কথা ।যাইহোক এই দিবস সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

এ দিবসকে নিয়ে খুব একটা সচেতনতা নেই। ধন্যবাদ ব্যাপারটা তুলে ধরার জন্য।

ভালো কথা লিখেছেন।