সবাইকে একদিন যেতে হবে।
আজ- ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক, কলটা রিসিভ করতেই অপর পাশের মানুষটি হাউমাউ করে কেঁদে ওঠে জানায় যে আমার এক আত্মীয় আর বেঁচে নেই। মানুষটা সম্পর্কে আমার দাদু হয় অর্থাৎ আমার আব্বুর ফুপি। এই মানুষটা আমাদেরকে অত্যন্ত আদর করতেন। এবারও ঈদে উনার সাথে দেখা করার কথা ছিল। কিন্তু সময় সুযোগ আর সবকিছু মিলিয়ে দেখা করাটা আর হলো না। হয়তো দেখা হলে শেষ বিদায় টা দেওয়া যেত। দাদু টার অনেক বয়স হলেও যেন এখনো প্রত্যেকটা মানুষকে খুব সুন্দর ভাবে আদর যত্ন এবং আগলে রাখতে জানে।
দাদুদের মেয়ে জানাই যে খুব অল্প সময়ের মধ্যে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কবর দেওয়া হবে। তাই যা দেখার তা এই অল্প সময়ের মধ্যে গিয়ে দেখে আসতে হবে। তাই তাড়াহুড়া করে আম্মুকে নিয়ে সকাল আটটার নাগাদ আমরা বেরিয়ে পড়ি। যদিও বাসার ঠিকানা জানা ছিল না তারপরও খুঁজে খুঁজে বাসা বের করেছি। এরপর ওখানেই ওনাকে শেষ গোসল করিয়ে একেবারে পরিবারের সকলের সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং আমরা আমাদের বাসায় ফিরে আসি।
মানুষটার বয়স অনেক হলেও প্রিয়জনদের যেন মন মানতে চায় না তার এই বিদায়টা। আসলে আমার প্রত্যেকটা মানুষ এমন আমাদের প্রিয়জনের মৃত্যুটা আমার কোনভাবেই মেনে নিতে পারে না। উনার ছেলে-মেয়ে প্রত্যেকটা মানুষ যেন এই বয়সে এসে ওনার মৃত্যুটা মেনে নিতে পারেনা। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার সেই তৌফিক দান করুক। পরপারেও যেন অনেক সুখে থাকে সেটাই একমাত্র কামনা।
মৃত্যু এই বিষয়টা যে আমাদের জীবনের সাথে কতটা গুরুত্বপূর্ণ সত্য তা হয়তো আমরা মাঝে মাঝে ভুলে যাই। আমাদের প্রত্যেকটা মানুষকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা ছোট বড় যে কোন বয়সেই হোক না কেন। কঠিন সত্যটাকে আমাদের খুব সহজেই মেনে নেওয়া উচিত। অন্তত একবার করে হলে আমাদের প্রত্যেকের মৃত্যুর কথা স্মরণে রাখা উচিত। আমাদের আশেপাশে আমাদের পরিচিত কত আত্মীয়-স্বজন রয়েছে যারা কিনা আজ পৃথিবীতে বেঁচে নেই আমরা কি সবসময় তাদের কথা স্মরণ করি? মোটেও না হয়তো আমরা তাদের কথা মনে রাখি কিন্তু সেটা সব সময়ের জন্য কোন বিশেষ মুহূর্ত কোন বিশেষ সময় ছাড়া আমরা কিন্তু সব সময় তাদের কথা মনে করি না।
তারা আমাদের আশেপাশের নেই বলে কি আমাদের কোন কিছু থেমে রয়েছে ঠিক এমন এভাবে আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নিব তখনও অন্যরা আমাদের মনে রাখবে হয়তোবা অল্প কিছু সময়ের জন্য। আর আমাদের না থাকাতেও কারো কোন কিছু থেমে থাকবে না।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟