হারানো ছায়া
রাত গভীর। শহরের রাস্তাগুলো ফাঁকা, বাতিগুলো নিভু–নিভু করে জ্বলছে।
আরিফ একা হেঁটে যাচ্ছে, বুকের ভেতর অজস্র চাপা কান্না নিয়ে।
দুই মাস হলো নীলা তাকে ছেড়ে চলে গেছে।
কারণ খুব সহজ— দরিদ্রতার কাছে ভালোবাসা হেরে গেছে।
নীলার পরিবার তাকে এক ধনী ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে।
আজও আরিফ রোজ রাতে সেই পুরনো গলিটা ধরে হাঁটে,
যেখানে তারা হাত ধরে স্বপ্ন দেখত।
মাঝে মাঝে মনে হয়— ছায়ার মতো নীলা তার পাশে হাঁটছে।
কিন্তু হাত বাড়ালেই,
শূন্যতা ছাড়া কিছুই ধরা যায় না।
শহরের শব্দের ভিড়ে তার বুকের ভেতরের চিৎকার কেউ শোনে না।
সে জানে, নীলা আর কোনোদিন ফিরবে না।
তবুও ভালোবাসার মানুষটা যে অন্য কারও পাশে আছে,
এই সত্য মেনে নিতে তার বুক ফেটে যায় প্রতিরাতে।
কবিতা: বেদনার আঁধার
তুমি চলে গেলে, রেখে গেলে দুঃখের আগুন,
আমি পোড়ি নীরবে, জ্বলি প্রতিক্ষণ।
চোখে জল জমে, নদীর মতো বয়,
তবুও কেউ দেখে না, বোঝে না ক’জন কয়।
তোমার ছায়া আজও হাঁটে আমার পাশে,
স্পর্শ করতে চাই, মিশে যায় বাতাসে।
ভালোবাসা হেরে যায়, বুকে রক্ত ঝরে,
তুমি সুখে আছো দূরে, আমি একা ভেঙে মরে।
লেখক:-@miraj007
যদি আমার এই গল্প ও কবিতাটি ভালো লাগে,তাহলে কমেন্ট এ জানাবেন কোন লাইন টা ভালো লেগেছে।।
ধন্যবাদ।।