বাসায় রং করার দৃশ্য তুলে ধরলাম || 10% Shy-fox এর জন্য
☆আসসালামুয়ালাইকুম☆
⌱ আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷
আজকের বিষয়:➜
বাসায় রং করার দৃশ্য ।
বাসায় রং করার দৃশ্য ।
প্রথমে এখানে তারা ওয়াল পট্রি ও পরিমাণ মতো পানি মিশিয়ে নিচ্ছে । ভালো ভাবে মিশানো হয়ে গেলে। তারপর এটি দেওয়াল এ দেওয়া হবে। এটি দেওয়ার আগে তারা পাথর দিয়ে ভালোভাবে দেওয়াল ঘসে নিয়ে ছিলো।
এখন দেওয়াল এ ওয়াল পট্রি টি দিচ্ছে । এভাবে সবগুলো দেওয়াল এ ওয়াল পট্রি লাগানো শেষে শুকানোর জন্য রেখে দিলো ২ দিন অপেক্ষা করলো । তারপর আবার ২দিন পরে এসে সিরিজ কাগজ দিয়ে ঘসা ঘসি করছে । আমি তাদের বললাম এগুলো লাগানোর পরে ফির ঘসে উঠানো হচ্ছে কেন। __________________________________________________
ওরা বললো এগুলো ঘসা হচ্ছে একবার এ সমান করার জন্য ,রং করার পরে একটি ফুটা ও দাগ দেখতে পাবেন না।ঘসাঘসি শেষ হলে তারপর ঘরের প্রতিটি রুমের সিলিং এ সাদা রং করা হয়।
সিলিং এর রং করা শেষ হলে তারপর তারা রং প্রস্তুত করে। প্রথমে তারা এই কলাপাতা রংটি তৈরি করে নেয় । এখন এটি দেওয়াল এ ব্যবহার এর জন্য প্রস্তুত । এখন দেখাবো কিভাবে তারা খুব সুন্দর করে দেওয়াল রং করছে।
এই রংটি করা শেষ হলে তারপর তারা কমলা 🍊 রং টির কাজ শুরু করে । এবার দেখাবো কমলা রং এর দেওয়াল।
এভাবে ঘরের দুটি দেওয়াল কলাপাতা রং ও দুটি দেওয়াল কমলা 🍊 রং করা হয়।
রং করা শেষে ফলাফল
এটা বারান্দা , এখানে তিনসাইটের দেওয়াল এ কমলা করা হয়েছে এবং সামনের দেওয়াল টিতে কলাপাতা রংটি করা হয়েছে।
এগুলো রুমের ভিতরে তুলেছি । এতক্ষণ তো বাসার ভিতরের রং দেখালাম এবার বাসার বাহিরের রং দেখাচ্ছি।
বাসার বাহিরের পিলার গুলো সাদা , ছাদের কণার গুলো কালো , তার নিচে কমলা রং এবং দেওয়াল এ আকাশি রং করা হয়েছে।
আজকের পোস্টি এবং ঘরের রং গুলো কেমন লাগছে আপনাদের জানাবেন।
আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।
"আল্লাহ হাফেজ"
অনেক সুন্দর রং করেছেন ভাই বাড়িতে। রংটা একদম ফুটে উঠছে। আসলে রং করালে বাড়ি একটি নতুন রূপ লাভ করে। নিজের পুরাতন বাড়িকে মনে হয় নতুন একটি বাড়ি। অনেক সুন্দরভাবে বাড়িতে রং করার কাজ গুলো তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে ...এত সুন্দর করে একটি মতামত দেওয়ার জন্য।
বাহ অনেকদিন পরে আপনার দ্বিতীয় পোস্টটি পেয়ে অনেক ভালো লাগছে। আপনি এই পোস্টটিতে রাজমিস্ত্রির কাজ গুলো কে প্রাধান্য দিয়ে আমাদের মাঝে উল্লেখ করেছেন। আমাদের বাড়িতেও রাজমিস্ত্রির কাজ করছেন, পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো দুই ভাইয়ের মধ্যে একটি মিল খুজে পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই একটি মানসম্মত পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।
তাই নাকি ভাইয়া .... সত্যি এত সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ...
বাহ্ কি চমৎকার রং করা হয়েছে 👌👌। বেশ কয়েক রকমের রং। এই ব্যাপারটা দারুন। পুরো বাড়ি এবং ঘর গুলো দেখতে খুব সুন্দর লাগছে। এরকমের পোস্ট আজ প্রথম দেখলাম। এখন ঘর সাজানোর কাজ বাকি। চটপট সাজিয়ে ফেলুন 😊। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য... হুম খুব শীঘ্রই ঘর সাজানোর কাজ শুরু করবো। তারপর আর একটা পোস্ট করবো ইনশাআল্লাহ....🥰
অনেক সুন্দর ভাবে রং করেছেন, আপনার রং করার পর আপনার বাড়িটি দেখতে খুব চমৎকার লাগছে। আপনার বাড়ির সামনের দিকটা আরো বেশি সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
সত্যি ভাইয়া আপনাদের এত সুন্দর কমেন্ট দেখে আমি মুগ্ধ .... অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে....🥰🥰
ভাইয়া আপনার পোষ্টটি পড়ে কিভাবে দেয়ালে রং করে সেটি শিখে ফেললাম।এখন তো মনে হচ্ছে যে আমি নিজেই দেয়াল রং করতে পারব। তাছাড়া আপনার রঙের কালার গুলো খুব সুন্দর হয়েছে। খুবই চমৎকার লাগছে আপনার বাসাটা রং করার পরে। তাছাড়া আপনার পোষ্টের মার্ক ডাউন আমার কাছে খুবই ভালো লেগেছে । সময় পেলে আমাকে শিখিয়ে দিয়েন।
হুম আপু ,, আপনাকে অসংখ্য ধন্যবাদ ... খুব সুন্দর একটি একটি কমেন্ট করেছেন।
অবশ্যই আপি শিখিয়ে দিবো ।