DIY- ক্লে দিয়ে পদ্মফুল তৈরি||

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি। আজকে সকলের মাঝে দিয়ে পদ্মফুল তৈরি করেছি।সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


ক্লে দিয়ে পদ্মফুল তৈরি


IMG_20250710_120935.jpg
Device-XANON-X20

ei_1752142591273-removebg-preview.png

Device-XANON-X20


সবসময় ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করা হয় না।ক্লে কিছু তৈরি করা খুব একটা সহজ নয়।তবুও ভিন্ন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে।কারণ ভিন্ন কিছু তৈরি করার মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।ক্লে দিয়ে কিছু বানানো সত্যি অনেক কষ্টকর।অনেক সময় নিয়ে কাজ করতে হয়।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি দিয়ে পদ্মফুল তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ক্লে।
২.সরঞ্জাম।


IMG_20250704_164206_400.jpg
Device-XANON-X20


ক্লে দিয়ে পদ্মফুল তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20250704_164238_383.jpg
Device-XANON-X20
IMG_20250704_164507_540.jpg
Device-XANON-X20

IMG_20250704_164928_579.jpg
Device-XANON-X20


প্রথমে সবুজ ক্লে নিয়ে গোল শেফ দিয়ে পদ্ম ফুলের পাতার মতো করে কেটে নিব।


ধাপ-২

IMG_20250704_165039_849.jpgDevice-XANON-X20

IMG_20250704_170207_419.jpg
Device-XANON-X20


এরপর পদ্ম ফুলের পাপড়ির মত শেফ দিয়ে নিব।


ধাপ-৩


IMG_20250704_170214_045.jpg
Device-XANON-X20
IMG_20250704_170545_994.jpg
Device-XANON-X20


এরপর সরঞ্জাম দিয়ে চাপ দিয়ে পাপড়ি তৈরি করে নিব।


ধাপ-৪


IMG_20250704_170650_882.jpg
Device-XANON-X20

IMG_20250704_170803_735.jpg
Device-XANON-X20


এরপর আবারো কিছুটা ক্লে নিয়ে পদ্ম ফুলের পাতার উপর বসিয়ে দিব।


ধাপ-৫


IMG_20250704_170825_763.jpg
Device-XANON-X20

IMG_20250704_170927_663.jpg
Device-XANON-X20


এরপর ফুলের পাপড়ি গুলো সুন্দর ভাবে পাতার উপর বসিয়ে নিব।


ধাপ-৬


IMG_20250704_171011_690.jpg
Device-XANON-X20


একইভাবে সবগুলো পাপড়ি বসিয়ে নিব।


শেষ ধাপ


IMG_20250704_171140_827.jpg
Device-XANON-X20

IMG_20250704_171345_022.jpg
Device-XANON-X20


এরপর পদ্ম ফুলের ভিতরের অংশ তৈরি করে নিব।তাহলে আমার ক্লে দিয়ে পদ্মফুল তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


ei_1752140185868-removebg-preview.png
Device-XANON-X20


ক্লে দিয়ে পদ্মফুল তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি।আমার খুবই ভালো লাগছে এই পদ্মফুল টি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করতে পেরে।আমি খুবই আনন্দিত এটি তৈরি করতে পেরে।আশা করি আমার তৈরি করা ডাই টি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Sort:  
 4 days ago 

IMG_20250710_180109.jpg

 4 days ago 

ক্লে দিয়ে পদ্মফুল তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আর পদ্মফুলগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

ক্লে দিয়ে বানানো পদ্ম ফুল টি দারুণ হয়েছে আপু। আমার কাছে এইরকম ডাই পোস্ট গুলো দারুণ লাগে।আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনার তৈরি করা আজকের সুন্দর পদ্মফুল অনেক সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের অসাধারণ পদ্মফুল আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে বাস্তবের মনে হচ্ছে৷ মনে হচ্ছে যেন এটি একেবারে বাস্তবে দেখতে পাচ্ছি৷ যেভাবে আপনি শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন যা দেখে বোঝা যাচ্ছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 days ago 

ক্লে দিয়ে কিছু বানানো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আপনি ক্লে দিয়ে কি চমৎকার পদ্মফুল বানিয়েছেন। তবে মনে হচ্ছে বাস্তবে পদ্মফুল বানিয়ে ফেলেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে পদ্ম ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।