আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভাল আছি।

আজ আমি আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরী শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ফুল টি আপনাদের ভালোই লাগবে। ফুল টি তৈরির প্রক্রিয়া টি বেশ সাধারণ ও সহজ।চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
উপকরণ
- রঙিন কাগজ ( আট রঙের )
- গ্লু।
- স্টেপলার।
প্রস্তুত প্রণালী:-
ধাপ ১

প্রথমে কাগজগুলো নিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। |
ধাপ ২

এবার একটি কাগজের উপর দিয়ে অন্যান্য কাগজ গুলো সমান করে রেখে দিয়েছি। |
ধাপ ৩

আরো ছোট ছোট আকৃতির কয়েকটি কাগজ কেটে নিয়েছি। |
ধাপ ৪

এবার কাগজগুলো মাঝ বরাবর হতে ভাজ করে নেই। |
ধাপ ৫

এখন স্টেপলার দিয়ে মাঝখানে পিন লাগিয়ে দিয়েছি যেন কাগজ গুলো সরে না যায়। |
ধাপ ৬

এবার ছোট কাগজগুলো আঠা দিয়ে লাগিয়ে দেই এবং গোল করে ফুলের মতো আকৃতি দিয়ে দেই। |
ধাপ ৭

এভাবে একে একে কাগজ গুলো লাগিয়ে নিতে হবে। |
ধাপ ৮

একপাশ লাগানো শেষে অপর পাশেও এখন কাগজ গুলো লাগিয়ে দিয়ে দেয়ার পালা। |
ধাপ ৯


ফুলটি অতি সাধারণ এবং একদম সহজ বানাতে। |
আশা করছি আমার তৈরী ফুলটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শীঘ্রই আবার দেখা হবে। সকলে সুস্থ এবং নিরাপদে থাকবেন।

@labib2000


অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই এত সুন্দর করে মন্তব্যটি করার জন্য।
আসলেই আপনার তৈরি করা ফুল টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম ফুলগুলো রঙিন কাগজ দিয়ে তৈরি করলে দেখতে খুবই আকর্ষণীয় দেখায়। মনে আপনার তৈরি করা এই ফুলটা জাস্ট অসাধারণ দেখাচ্ছে। সত্যি আপনি অনেক সুন্দর একটা ফুল তৈরি করলেন রঙিন কাগজ দিয়ে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্যও।
রঙিন কাগজ দিয়ে আপনি যে ফুলটি তৈরি করেছেন সেটি তৈরি করা অনেক সহজ হলেও আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে এবং এটা তৈরি করার যে ধাপগুলো সেগুলো আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
ফুলটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য।
অনেক কালারফুল একটি ফুল তৈরি করেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে। তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আমিও এরকম একটি ফুল তৈরি করার চিন্তা করেছিলাম, আপনি আমার আগেই তৈরি করে ফেলেছেন😁😁। সুন্দর হয়েছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
তাই নাকি ভাই। আপনিও বানিয়ে ফেলেন তাহলে একটা। আর মতামত করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।