"মানুষ স্বার্থপর" (Poem of my writing"People are selfish.")||by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২৪শে চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | বসন্তকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজ সারাদিন অনেক ব্যস্ততার মাঝে দিন পার করেছি। এক কথায় ব্যস্ততা যেন পিছু ছাড়ছেই না হয়তো বা ১৫ তারিখের পরে অনেকটাই স্বাভাবিক হয়ে যাব কারণ দোকানের হালখাতার বিষয়টা গুছিয়ে নিতে পারলেই কাজের প্রেসার কমে যাবে তাছাড়া সপ্তাহের যে একদিন ব্যস্ততার মাঝে সময় পার করি সেটা অনেকেই হয়তো বা জানেন। মূলত আমার পোস্টগুলো যারা নিয়মিত করেন তারা এ বিষয়টা ভালো মত জানেন। আজকের কবিতা লেখার একটা মেইন কারণ আছে। সন্ধ্যার সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখলাম কিছু মানুষ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে নেমে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুট করেছে। আমার মনে হয় এই মানুষগুলো আন্দোলনে নেমেছে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য আর এই মানুষগুলোর জন্যই বেশিরভাগ মানুষ স্বার্থপর নামে পরিচয় পায় কেননা প্রতিটা ক্ষেত্রেই স্বাভাবিকভাবেই এই মানুষগুলোকে স্বার্থপর হিসেবেই গণ্য করা হবে। আপনি যখন নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যকে ক্ষতির সম্মুখীন ফেলবেন তখন নিশ্চয়ই আপনি স্বার্থপর হিসেবে গণ্য হবেন তাই না।
আজকের সারাদিনের এই সোশ্যাল মিডিয়া তোলপাড় করা কিছু শর্ট ভিডিও এবং ফুটেজ দেখে মনে হচ্ছিল আসলেই মানুষ স্বার্থপর। হ্যাঁ এই বিষয়গুলো দেখার পরে মনে হল আমি যেন আজকের কবিতা লেখার টপিকটা পেয়ে গিয়েছি। কেননা আজকে সারাদিনের ব্যস্ততা শেষে যখন কবিতা লিখতে বসবো তখন আসলে টপিক খুঁজে পাচ্ছিলাম না কোন বিষয় নিয়ে কবিতা লিখব। বেশিরভাগ কবিতা পোস্টে আমি উল্লেখ করে থাকি ভালবাসা কেন্দ্রিক টপিক নিয়ে কবিতা লিখতে ভালো লাগে তবে মাঝে মাঝে বর্তমান অবস্থা বা বর্তমান সিচুয়েশন নিয়ে লিখতেও ভালোই লাগে সিচুয়েশন নিয়ে কবিতা লিখতে গেলে খুব বেশি চিন্তাভাবনা করতে হয় না। পরিস্থিতির কিছু বিষয় আবেগঘ নিয়ে কবিতার ভাষায় প্রকাশ করতে পারলেই কবিতা লেখা অনেকটাই সহজ হয়ে যায় যাই হোক সেই আঙ্গিকে কয়েক লাইন লিখে আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর মন্তব্য করতে ভুলবেন না।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
ভিতরটা তার খালি পড়ে, সাড়া দেয় না দুখে।
চাইবে শুধু নিজেরটা, চায় না কারো ভালো
ভালোবাসার নামে খেলে, মন ভাঙার দংগ।
বন্ধুত্বের নামে আসে, স্বার্থ নিয়ে খেলে,
চাই যে কিছু, পেলে তবে, মুখে হাসি ঝোলে।
ভালোবাসা, প্রতিশ্রুতি— সবই যেন খেলা,
যেখানে নেই সত্যতা, ভালোবাসা শুধু অবহেলা।
সাহায্য চাও, পাবে না কেউ
ব্যস্ত সবাই নিজের স্বার্থে ,
কষ্ট দিলে, হাসে তারা,
সুখ চায় শুধু নিরবে।
স্বপ্ন ভাঙে, মনটা কাঁদে
কেউ বুঝে না ব্যথা,
এই জগতে স্বার্থ ছাড়া, নাই যে কোনো কথা।
তবুও কোথাও একটুকু আলো, নিঃস্বার্থ কিছু প্রাণ
যারা ভালোবাসে শুধু দিতে, চায় না কোনো দান।
তাদের ছোঁয়ায় বেঁচে থাকে, এই জগতে আশা,
নয়তো মানুষ হারিয়ে ফেলত, মানবতার ভাষা।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।মানুষ স্বার্থপর কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি এবং মনের ভাব প্রকাশ করা যায়। আর মানুষের মধ্যে স্বার্থপর কিছু মানুষ দেখা যায়।আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সব ভালোর মধ্যে কিছু খারাপ থাকবে এটা স্বাভাবিক। কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টা সবাই খারাপ। এর মাঝে কয়েকজন ভালো। নিজের স্বার্থ ছাড়া কেউ কোন কাজ করে না বললেই চলে। আর এটার জন্য অনেকেই সাধারন মানুষের মন নিয়ে খেলে। বেশ দারুণ লাগল আপনার পোস্ট টা ভাই।